ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ সময় পর ভারতীয় রেলওয়েতে (Indian Railway) ভাড়ার হার বাড়ল। ২০২২ সালের পর প্রথমবার, ২০২৫ সালের ১ জুলাই থেকে দূরপাল্লার ট্রেনযাত্রায় বাড়ছে ভাড়া। রেল বোর্ড জানিয়েছে, এবার থেকে দূরপাল্লার নন-এসি শ্রেণিতে প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং এসি শ্রেণিতে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে বেশি ভাড়া গুণতে হবে যাত্রীদের।
এক পয়সা হারে ভাড়া বৃদ্ধি (Indian Railway)
যদিও শহরতলির ট্রেন কিংবা ৫০০ কিমির মধ্যে সাধারণ দ্বিতীয় শ্রেণীর (Indian Railway) যাত্রীদের জন্য কোনও পরিবর্তন নেই, কিন্তু দূরপাল্লার যাত্রীদের জন্য নতুন হার কার্যকর হচ্ছে অবিলম্বে। ভাড়ার হারের দিক থেকে দ্বিতীয় শ্রেণীর সাধারণ ট্রেনে ৫০১–১৫০০ কিমি দূরত্বের জন্য ৫ টাকা, ১৫০১–২৫০০ কিমির জন্য ১০ টাকা এবং ২৫০১–৩০০০ কিমি রুটে ১৫ টাকা পর্যন্ত ভাড়া বাড়বে। স্লিপার ও প্রথম শ্রেণীর ট্রেনেও আধা থেকে এক পয়সা হারে ভাড়া বৃদ্ধি হয়েছে। এসি চেয়ার কার, এসি থ্রি-টায়ার, টু-টায়ার, এবং ফার্স্ট ক্লাসে প্রতি কিমিতে ২ পয়সা বেশি ভাড়া ধার্য করা হয়েছে।
ট্রেনের ভাড়া সংশোধিত (Indian Railway)
রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, এবং এসি ভিস্তাডোম ট্রেনের ভাড়াও (Indian Railway) সংশোধিত হয়েছে। তবে স্বস্তির বিষয় হল, রিজার্ভেশন চার্জ এবং সুপারফাস্ট সারচার্জে কোনও পরিবর্তন হয়নি। মাসিক সিজন টিকিট এবং শহরতলির ট্রেনেও আগের মতই ভাড়া থাকছে। আরও একটি বড় পরিবর্তন এসেছে রিজার্ভেশন চার্ট তৈরির সময়সূচিতে। আগে যাত্রার ৪ ঘণ্টা আগে চূড়ান্ত রিজার্ভেশন চার্ট প্রকাশ করা হত, এখন তা আগাম ৮ ঘণ্টা আগে তৈরি হবে।

প্রযুক্তিগত পরিবর্তন
তৎকাল বুকিং ব্যবস্থাতেও এসেছে প্রযুক্তিগত পরিবর্তন। এখন থেকে IRCTC-এর মাধ্যমে তৎকাল টিকিট কাটতে হলে যাত্রীর আধার যাচাই বাধ্যতামূলক। জুলাই মাসের শেষে চালু হবে OTP-ভিত্তিক ভেরিফিকেশনও। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বর ২০২৫-এর মধ্যে যাত্রী সংরক্ষণ ব্যবস্থার (PRS) আমূল সংস্কার হবে। নতুন PRS-এ প্রতি মিনিটে ১.৫ লক্ষ টিকিট বুকিং সম্ভব হবে, যা বর্তমান ব্যবস্থার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। যাত্রীরা পছন্দের আসনের অগ্রিম পছন্দ, ভাড়া ক্যালেন্ডার দেখার সুযোগ, এবং বিশেষ যাত্রীদের জন্য অতিরিক্ত সুবিধাও পাবেন।
আরও পড়ুন: LPG Price Hike: জুলাইয়ের শুরুতেই কমল গ্যাসের দাম, স্বস্তির বার্তা রাজ্যে!
সব মিলিয়ে, রেলের যাত্রী পরিষেবায় বড়সড় রদবদল শুরু হল জুলাই মাস থেকেই। বাড়তি খরচের চাপ থাকলেও প্রযুক্তিগত সুবিধা যাত্রী অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করে তুলবে বলেই মনে করা হচ্ছে।