Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও মাঝ আকাশে বড় বিপদের মুখে বিমান।১৬৯ জন যাত্রী নিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে কোনও মতে রেহাই পেল পাটনা থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমান(Bird Strike)। টেক অফের পরপরই বিমানটিতে পাখির সঙ্গে ধাক্কায় বিমানটি। এরপরেই পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান।
পাখির সঙ্গে ধাক্কা বিমানের (Bird Strike)
পাটনার জয়প্রকাশ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ৮ টা ৪২ মিনিটে পাটনা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল ইন্ডিগোর বিমান(Bird Strike)। বিমানে মোট ১৬৯ জন যাত্রী ছিলেন।কিন্তু ওড়ার মুখেই একটি পাখির সঙ্গে ধাক্কা খায় বিমানটি। ওই ধাক্কার ফলে ইঞ্জিনে বিশেষ কম্পন অনুভব করেন পাইলট। এরপরেই কোনও ঝুঁকি না নিয়ে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) কাছে জরুরি অবতরণ করার অনুমতি চেয়ে বার্তা পাঠান তিনি। পরিস্থিতি বিবেচনা করে সঙ্গে সঙ্গেই ফাঁকা করে দেওয়া হয় রানওয়ে। নিরাপদেই জরুরি অবতরণ করে বিমানটি।

বিমানের ইঞ্জিনে কম্পন (Bird Strike)
অবতরণের পরেই বিমান থেকে নামিয়ে আনা হয় ১৬৯ জন যাত্রীকে(Bird Strike)। যাত্রীরা সকলে নিরাপদ আছেন বলে জানা যাচ্ছে।বিমানটি পরীক্ষা করে দেখা যায, ভালই ক্ষতি হয়েছে ইঞ্জিনের। বিমানে থাকা যাত্রীদের দিল্লি পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দর কর্মকর্তাদের মতে, ‘পাখির ধাক্কার পর বিমানের ইঞ্জিনে কম্পন লক্ষ্য করা যায়, যার কারণে পাইলট বিমানটিকে পাটনায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। জরুরি সতর্কতা জারি করা হয় এবং সকাল ৯ টা ০৩ মিনিটে বিমানটি রানওয়ে ৭-এ নিরাপদে অবতরণ করে।’
আরও পড়ুন-Tirupati Temple: ভিন ধর্মের প্রার্থনাসভায় গিয়ে সাসপেন্ড তিরুপতি মন্দিরের আধিকারিক
কসাইখানায় পাখিদের উপদ্রব (Bird Strike)
জানা গেছে, পাটনা বিমানবন্দরের কাছে ফুলওয়ারিশরিফে একটি কসাইখানা রয়েছে(Bird Strike)। সেখানে পাখিদের উপদ্রব একটু বেশি। তার জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে।বিমানবন্দরের তরফে বারবার এ নিয়ে আবেদনও জানানো হয় সরকারের কাছে। কিন্তু সুরাহা হয়নি।দেশের যে ১১টি বিমানবন্দর ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত, পাটনা বিমানবন্দর তার মধ্যে অন্যতম। একাধিক বাধা-বিপত্তির মধ্যে সেখানে উড়ান পরিষেবা চালু রয়েছে। বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্যও বেশ কম। বিহার সরকারের তরফেও কেন্দ্রের কাছে সেই মর্মে আবেদন জানানো হয়েছিল। বিশেষজ্ঞদের টিম পাঠিয়ে পরিস্থিতি তদারকির আবেদন জানানো হয়েছিল কেন্দ্রের কাছে। বিহারের মুখ্যসচিব অমৃতলাল মীনা সেই নিয়ে জুন মাসেই চিঠি লেখেন। কিন্তু এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি।

আরও পড়ুন-Ex UK Prime Minister: প্রধানমন্ত্রীত্ব খুইয়ে অচলাবস্থা? ব্রিটেনে চাকরি করছেন ঋষি সুনক
অপ্রীতিকর ঘটনার সম্মুখীন বিমান (Bird Strike)
উল্লেখ্য, আহমেদাবাদে ১২ জুন এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান ভেঙে পড়ার পরে গত এক মাসে একাধিক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছে বিমান সংস্থাগুলি(Bird Strike) । কখনও তেল ফুরিয়ে যাওয়ায়, কখনও বোমাতঙ্কের জেরে একাধিক বিমানকে জরুরি অবতরণ করাতে হয়েছে। মঙ্গলবারই আকাশপথে যাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সংসদীয় সমিতি। যাত্রী সুরক্ষার উপরে বিশেষ জোর দেওয়ার জন্য ডিজিসিএ ও বিমান সংস্থাগুলিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছিল।
