ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৫ সালের ফাইনাল (IPL 2025 Final) আহমেদাবাদে অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার, ২০ মে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্লে অফের দুটি ম্যাচ মুলানপুরে স্থানান্তরিত করা হয়েছে।
আহমেদাবাদে ফাইনাল ও কোয়ালিফায়ার ২, মুলানপুরে কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর (IPL 2025 Final)
আইপিএল ২০২৫-এর ফাইনাল (IPL 2025 Final) ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। মঙ্গলবার, ২০ মে এই ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। ফাইনালের পাশাপাশি কোয়ালিফায়ার ২-ও অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।
আগেই মনে করা হচ্ছিল যে, কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে পাঞ্জাব কিংসের হোম গ্রাউন্ড মুলানপুর স্টেডিয়ামে।
কলকাতা ও হায়দরাবাদ থেকে সরানো হল ম্যাচ (IPL 2025 Final)
আগে ঠিক ছিল যে ফাইনাল (IPL 2025 Final) সহ দুটি প্লে-অফ ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেনসে। কিন্তু কলকাতায় বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে সেই সিদ্ধান্ত বদলায় BCCI। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে যে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল, তা-ও সরিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলি দেওয়া হয়েছে মুলানপুরকে।
ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে বদলায় সূচি
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ায় একবার আইপিএল মাঝপথে বন্ধ রাখতে হয়েছিল। সেই বিরতির পর পুনরায় শুরু হওয়া টুর্নামেন্টে ম্যাচের ভেন্যু সংখ্যা ১০ থেকে কমিয়ে ৬টি করা হয়। BCCI প্লে-অফের নতুন সূচি ঘোষণার সময় ভেন্যুগুলি স্পষ্টভাবে জানায়নি। তখনই জল্পনা শুরু হয় যে, কলকাতার খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ সরানো হতে পারে।
আরও পড়ুন: BCCI Breaks Silence: এশিয়া কাপ থেকে সরে আসছে ভারত? গুজব বলেই জানাল বিসিসিআই!
ইতিমধ্যেই পুনরায় শুরু হওয়া আইপিএলে এক ম্যাচ বাতিল হয়েছে বৃষ্টির কারণে। ১৭ মে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ধুয়ে যায় বৃষ্টিতে। ফলে শেষবারের প্রতিযোগিতায় জয়ি কলকাতা সোজাসুজি ছিটকে যায় টুর্নামেন্ট থেকে।
আবার ফাইনাল ফিরল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে
শেষ চার বছরে তৃতীয়বারের মতো আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২০২২ ও ২০২৩ সালের ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হয়েছিল এই ভেন্যুতেই। ২০২৩ সালের ফাইনাল ম্যাচ ছিল অত্যন্ত নাটকীয়। বৃষ্টির কারণে প্রথম দিন ম্যাচ অনেকটা সময় নষ্ট হয়। তবে শেষে ৪৮ ওভারেরও বেশি সময় ধরে খেলা হয়। সেই ম্যাচে গুজরাট টাইটান্সকে হারিয়ে ট্রফি জেতে চেন্নাই সুপার কিংস।
আরও পড়ুন: India Win SAFF U19: পেনাল্টিতে বাংলাদেশের বিরুদ্ধে জয়, ফের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন ভারত
প্লে-অফের নতুন সূচি (২০২৫)
২৯ মে (বৃহস্পতিবার), সন্ধ্যা ৭:৩০টা – কোয়ালিফায়ার ১ (মুলানপুর)
৩০ মে (শুক্রবার), সন্ধ্যা ৭:৩০টা – এলিমিনেটর (মুলানপুর)
১ জুন (রবিবার), সন্ধ্যা ৭:৩০টা – কোয়ালিফায়ার ২ (আহমেদাবাদ)
৩ জুন (মঙ্গলবার), সন্ধ্যা ৭:৩০টা – ফাইনাল (আহমেদাবাদ)