ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনিবার ইডেনে আইপিএল-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের জন্য অপেক্ষা করছে একাধিক চমক (IPL 2025 Opening Ceremony)। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। নাচের পারফরম্যান্স করবেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। গান করবেন পাঞ্জাবি গায়ক করণ আউজলা। এছাড়াও রয়েছে কেক কাটার পর্ব, বেলুন ওড়ানো, ড্রোন শো, ট্রফি নিয়ে সকলের ফটোশ্যুট এবং আতশবাজির প্রদর্শনী। গোটা অনুষ্ঠানটা সঞ্চালনা করবেন শাহরুখ নিজেই। দুই দলের অধিনায়ক, বিরাট কোহলি সহ অন্যান্য সেলিব্রেটিদের মঞ্চে ডেকে তাদের সঙ্গে আলাপচারিতা করার কথা রয়েছে বলিউডের বাদশার।
এক নজরে মেগা উদ্বোধনী অনুষ্ঠানে কী কী থাকছে ও তার সূচি(IPL 2025 Opening Ceremony):
শনিবার সন্ধ্যা ৬.১০-এ শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। চলবে সন্ধ্যা ৭-টা পর্যন্ত। ঠিক ৬.১১-তে মাঠে প্রবেশ করবেন শাহরুখ। তিনিই গোটা অনুষ্ঠান সঞ্চালনা করবেন (IPL 2025 Opening Ceremony)। অনুষ্ঠানের শুরুতে ঠিক ২ মিনিট বক্তব্য রাখবেন কিং খান। ৬.১৩ মঞ্চে উঠবেন। বলিউড ও টলিউডখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। ১৬ মিনিটে ৫-৬ গান গাইবেন শ্রেয়া ঘোষাল। ৬.৩০ মঞ্চে উঠবেন দিশা পাটানি। ৪ মিনিট নাচের তালে মাঠ মাতাবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তারপর মঞ্চে উঠবেন গায়ক করণ আউজলা। ৮ মিনিট গান গাইবেন করণ। শেষ গানের সময় আবারও মঞ্চে উঠবেন দিশা। ডুয়েট পারফরমেন্স রয়েছে তাঁদের। ৬.৪৫- ৬.৫৩ পর্যন্ত মঞ্চে থাকবেন শাহরুখ। মঞ্চে ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতা করবেন বলিউড বাদশা। সমস্ত বিসিসিআই-সিএবি কর্তা ও সেলিব্রিটিদের মঞ্চে ডাকবেন শাহরুখ। তারপর উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক মাঠে প্রবেশ করবেন। তাঁদের সঙ্গেও কথা বলবেন শাহরুখ।

আরও পড়ুন: KKR: ডিজে ব্র্যাভোর ‘চ্যাম্পিয়ন’ পারফরমেন্স, ‘চারতারা’ জয়ের শপথ নাইটদের
বিরাট কোহলিকে বরাবরই পছন্দ করেন শাহরুখ। গত আইপিএলে ইডেনেই ‘ঝুমে যো পাঠান’ গানের তালে নাচিয়েছিলেন কোহলিকে (IPL 2025 Opening Ceremony)। বিরাট এখন আরসিবি-র অধিনায়ক না হলেও শাহরুখ তাঁকে মঞ্চে ডেকে কথা বললে অবাক হওয়ার কিছু থাকবে না। যা ইডেনের গ্যালারিতে উপস্থিত দর্শকদের কাছে বাড়তি পাওনা হবে। সব শেষে ‘আইপিএল ১৮’ লেখা কেক কাটা হবে। তারপর রয়েছে বেলুন ওড়ানো, ড্রোন শো ও ট্রফি নিয়ে সকলের ফটোশ্যুট আতশবাজির প্রদর্শনী। ৭.৩০ থেকে শুরু হবে কেকেআর ও আরসিবি’র মধ্যে উদ্বোধনী ম্যাচ। ইডেনের গ্যালারিতে উপস্থিত প্রত্যেক দর্শককে দেওয়া হবে একটি করে রিস্ট ব্যান্ড ও চশমা। নাচ-গানের পারফরমেন্সের সময় সেই ব্যান্ড ও চশমায় জ্বলবে রঙিন আলো।
আরও পড়ুন:IPL Opening Ceremony: ফিরছে IPL-এর উন্মাদনা! ইডেনে আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
তবে শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টি চিন্তা বাড়িয়েছে সকলের। সন্ধ্যায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। যদি তাই হয় তাহলে ভেস্তে যেতে পারে সবকিছুই। তবে কিছুক্ষণ বৃষ্টি হলেও ম্যাচ করা নিয়ে কোনও অসুবিধা হবে না বলেই আশ্বস্ত করেছেন সিএবি কর্তারা (IPL 2025 Opening Ceremony)। কারণ গোটা মাঠ কভার দিয়ে ঢাকা থাকবে। বৃষ্টি থামলে ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করে দেওয়া সম্ভব হবে বলেই জানিয়েছে সিএবি। তাই সকলে এখন তাকিয়ে আকাশের দিকেই। একটাই প্রার্থনা, শনিসন্ধ্যায় ইডেনের আকাশ থেকে কালো মেঘ সরে গিয়ে নাচ-গান-আলো এবং ব্যাট-বলের লড়াইয়ে যেন মেতে উঠতে পারে ক্রিকেটের নন্দনকানন।