Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজস্থানের সাথে ক্রমাগত দূরত্ব সৃষ্টি হয়েছে স্যামসনের। আইপিএল ট্রেডিংয়ে স্যামসনের দল ছাড়ার খবরও নতুন নয় তবে এখন শোনা যাচ্ছে তাকে দলে নিতে মরিয়া নাইট শিবির (Sanju Samson)।
আইপিএল ২০২৬ (Sanju Samson)
২০১৬ আইপিএল শুরু হতে দেরি আছে। নিলাম শুরু হতেও এখনও কিছুটা দেরি তবে খোলা আছে ট্রেডিং উইন্ডো। আর এর মাঝেই ট্রেডিংয়ের মাধ্যমে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি বদলের কথা চলছে স্যামসনের। ট্রেডের জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজির সাথে কোথাও বলছে রাজস্থান কতৃপক্ষ। পুরো বিষয়টাই দেখছেন রাজস্থানের কর্ণধার মনোজ বাদালে (Sanju Samson)।
তিনি স্যামসনকে ট্রেড করার বদলে বিভিন্ন দলের থেকে নির্দিষ্ট খেলোয়াড় চেয়েছিলেন এবং সেই মতোই কথা চলছে ভিন্ন দলের সাথে। সর্ব প্রথম নাম শোনা গিয়েছিলো চেন্নাই সুপার কিংসের। তারা এই তারকা কিপার-ব্যাটারকে দোলে নিতে সবথেকে বেশি আগ্রহ প্রকাশ করেছিল। তবে স্যামসনেই পরিবর্তে রাজস্থান চেয়েছিলো চেন্নাই দলের দুই তারকা রুতুরাজ গায়কোয়াড় বা রবীন্দ্র জাদেজার মধ্যে একজনকে। শিবম দুবের নামও শোনা গেছিলো। কিন্তু এদের কাওকেই ছাড়তে রাজি না হওয়ার ফলে স্যামসনকে হয়তো দেখা যাবে না হলুদ জার্সিতে (Sanju Samson)।
চেন্নাইতে না যাওয়ার এই সুযোগ হাতছাড়া করেত চাইছে না শাহরুখ খানেই দল। কলকাতা নাইট রাইডার্সও স্যামসনকে নিতে চায় বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছিল। পরিবর্তে কেকেআর ছাড়তে আগ্রহী তাদের দুই প্লেয়ারকে। রাজস্থান থেকে সরাসরি দলে নিতে চায় নাইট শিবির। এই ভাবেই গুজরাট থেকে হার্দিক পাণ্ডিয়াকে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

চেন্নাইয়ের থেকে কলকাতা নাইট রাইডার্স দলের অবস্থান ভিন্ন। তারা নিজেদের দুই ক্রিকেটার অঙ্গকৃশ রঘুবংশী এবং রমনদীপ সিংয়ের মধ্যে এক জনকে ট্রেড করতে রাজি। তবে কাকে তারা ছাড়বে সেই সিদ্ধান্ত নির্ভর করছে রাজস্থান দলের উপর। তারা যাকে চাইবে তাকেই ট্রেড করতে রাজি নাইট শিবির। কোনোভাবেই স্যামসনকে দলে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইছে না কলকাতা (Sanju Samson)।

আরও পড়ুন: Janmashtami Puja Rituals: কী কী নিয়ম মেনে জন্মাষ্টমী পালনে মিলবে শ্রীকৃষ্ণের কৃপা?
প্রসঙ্গত উইকেটকিপার ব্যাটসম্যানের পজিশন নিয়ে সমস্যায় রয়েছে নাইট শিবির। গত মরশুমেও কেও সেই জায়গায় তেমন ভরসা দিতে পারে নি আর সেই জন্যই কোনও ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যানকে দলে নিতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। স্যামসন দলে এলে শুধু উইকেটকিপারের সমস্যা মিটবে তাই নয় বরং মনে করা হচ্ছে টপ অর্ডারের ব্যাটিং সমস্যাও এতে মিটবে। এখন দেখার ২০২৬ মরশুমে স্যামসন অন্য কোনও দলের জার্সি গায়ে মাঠে নামে নাকি সেই মতো চুক্তি না হলে খারাপ সম্পর্ক থাকা সত্ত্বেও রাজস্থান দলেই থেকে যেতে হয় স্যামসনকে (Sanju Samson)।