ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৪ সালে আয়োজিত প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদকজয়ী খেলরত্ন (Khel Ratna Award) পাচ্ছেন মনু ভাকের (Manu Bhaker)। যে পুরস্কার তিনি পাবেন কি না তা নিয়েই বিতর্ক তৈরি হয়ে গিয়েছিল। ক্ষোভ জানিয়েছিলেন মনুর বাবা। অবশেষে ঘোষণা করা হল যে, অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনুকে খেলরত্ন দেবে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে হকি অধিনায়ক হরমনপ্রীত সিংহ, দাবাড়ু ডি গুকেশ এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারও খেলরত্ন পাবেন।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের বিজ্ঞপ্তি (Khel Ratna Award)
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে ৷ আগামী ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন (Khel Ratna Award) সম্মানে ভূষিত হবেন চার কৃতী ৷ মনু ছাড়াও খেলরত্ন পাচ্ছেন দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ ৷ অলিম্পিক্স হকিতে ভারতকে ব্রোঞ্জ এনে দেওয়া অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমার ৷ ক্রীড়ামন্ত্রকের বিবৃতি বলছে, “জয়ীরা আগামী ১৭ জানুয়ারি বেলা ১১ টায় রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানে পুরস্কৃত হবেন ৷”
খেলরত্ন পাচ্ছেন মনু ভাকের (Khel Ratna Award)
গত বছর প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পেয়েছিলেন মনু। ১০ মিটার এয়ার পিস্তল এবং ২৫ মিটার পিস্তলে পদক পেয়েছিলেন তিনি। ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসাবে একই অলিম্পিক্স থেকে দু’টি পদক পেয়েছিলেন মনু। কিন্তু তিনি খেলরত্ন (Khel Ratna Award) পাবেন কি না তা নিয়ে বিতর্ক তৈরি হয়। ভারতের ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার খেলরত্ন। প্রতি বছর দেশের সেরা ক্রীড়াবিদকে এই পুরস্কার দেওয়া হয়। এ বার মনু দেশকে যা সম্মান এনে দিয়েছেন, তাতে এই পদকের যোগ্য তিনি। কিন্তু জানা গিয়েছিল, খেলরত্নের যে প্রাথমিক তালিকা রয়েছে তাতে মনুর নাম নেই। তার পরেই শুরু হয়েছিল বিতর্ক। বিষয়টি নিয়ে মনু ভাকরের বাবা যারপরনাই ক্ষোভ উগরে দিয়েছিলেন। এরপরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তারা। মনু ভাকরকে খেলরত্ন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়।
খেলরত্ন পুরস্কার দেওয়া হবে গুকেশকেও
মনু ভাকরের পাশাপাশি দাবা বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকেও (Gukesh Dommaraju) খেলরত্ন পুরস্কার দেওয়া হবে। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চিনের দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে দেন গুকেশ। সেকারণে তাঁকে দেশের খেলায় সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে গুকেশ বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছেন।
আরও পড়ুন: Shubman Gill: ৪৫০ কোটির কেলেঙ্কারিতে জড়িয়ে শুভমান, সিআইডি তদন্তে উঠে এলো নাম
হরমনপ্রীত সিংয়ের ঝুলিতেও খেলরত্ন পুরস্কার
মনু ভাকর এবং ডি গুকেশ ছাড়াও ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংকে (Harmanpreet Singh) খেলরত্ন পুরস্কার দেওয়া হবে। হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে টিম ইন্ডিয়া প্যারিস অলিম্পিক্সে দুর্দান্ত পারফরম্য়ান্স করে। ভারত এই নিয়ে টানা দ্বিতীয়বার ব্রোঞ্জ পদক জয় করে।
হরমনপ্রীত সিংয়ের পাশাপাশি দেশের প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারকেও (Praveen Kumar) খেলরত্ন সম্মান দেওয়া হবে। ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে প্রবীণ ভারতের হয়ে হাই-জাম্প ইভেন্টে (টি-৬৪) সোনার পদক জয় করেছিলেন। এর পাশাপাশি টোকিও অলিম্পিক্সেও তিনি রুপোর পদক জয় করেন। প্যারালিম্পিক্স টুর্নামেন্টে ভারতের হয়ে এই অসামান্য অবদানের জন্য তাঁকে খেলরত্ন পুরস্কার দেওয়া হবে।
আরও পড়ুন: Gambhir-Pujara: হেরে বিস্ফোরক গম্ভীর! চেয়েছিলেন পুজারাকে, রাজী হয়নি বিসিসিআই
ক্রীড়াবিভাগে সর্বোচ্চ সম্মান ‘খেলরত্ন’
প্রসঙ্গত, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ভারতীয় ক্রীড়াবিভাগে সর্বোচ্চ সম্মান। এই সম্মান প্রাপকেরা ২৫ লাখ টাকা আর্থিক পুরস্কার পেয়ে থাকেন। পাশাপাশি একটি ট্রফি এবং সার্টিফিকেটও দেওয়া হয়। প্রসঙ্গত, প্রথমে এই খেলরত্ন পুরস্কারের জন্য মাত্র ৭.৫ লাখ টাকা দেওয়া হত। কিন্তু, ২০২০ সাল থেকে তা বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হবে।