ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধোত্তর পরিস্থিতিতে ইরানে না যাওয়ার পরামর্শ দিল আমেরিকার ট্রাম্প প্রশাসন(Iran US Conflict)। বৃহস্পতিবার মার্কিন বিদেশ দফতর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ইরানে ভ্রমণ এখন ‘গুরুতর ঝুঁকিপূর্ণ’, বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান দ্বৈত নাগরিকত্বধারীদের জন্য।
“বোমা বন্ধ মানেই নিরাপদ নয়”— সাফ বার্তা (Iran US Conflict)
বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, “বোমা হামলা বন্ধ হয়ে গিয়েছে মানেই ইরানে ভ্রমণ নিরাপদ নয়(Iran US Conflict)।” এর পিছনে যুক্তি হিসেবে বলা হয়েছে, ইরান দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না। ফলে, দ্বৈত নাগরিকদের আমেরিকান হিসেবে দেখতে অস্বীকার করে তেহরান, যা তাদের আটক বা জিজ্ঞাসাবাদের সম্ভাবনা বাড়িয়ে তোলে।
আগেও ঘটেছে আমেরিকানদের আটক (Iran US Conflict)
সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েক জন ইরান-আমেরিকানকে আটক করেছে ইরান, এমনকি গুপ্তচরবৃত্তির অভিযোগও এনেছে। সেইসব ঘটনার প্রসঙ্গ টেনেই ট্রাম্প (Donald J. Trump) প্রশাসন আবারও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
ইরানে আটক হওয়ার আইনগত ও কূটনৈতিক জটিলতা এড়াতে একটি আলাদা ওয়েবসাইট চালু করেছে মার্কিন বিদেশ দফতর, যেখানে দেওয়া হয়েছে ভ্রমণ সতর্কতা, পূর্বের ঘটনাবলি, ও আইনি সহায়তার তথ্য।
পটভূমিতে সাম্প্রতিক যুদ্ধ ও পারমাণবিক উত্তেজনা (Iran US Conflict)
সাম্প্রতিক ইরান-ইজরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছে আমেরিকাও।
- ১৩ জুন, ইজরায়েল “রাইজিং লায়ন” অভিযান শুরু করে, যার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক পরিকাঠামো।
- ইজ়রায়েলি বায়ু হানায় নাতান্জ এবং ফোরডোর মতো গুরুত্বপূর্ণ পরমাণুকেন্দ্রে হামলা হয়।
- পাল্টা জবাবে ইরানও কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালায়।
২২ জুন মার্কিন বাহিনী ইরানের পরমাণু স্থাপনায় একাধিক এয়ারস্ট্রাইক চালায়। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, “ইরানের পরমাণু পরিকাঠামো সফলভাবে ধ্বংস করা হয়েছে।”

যুদ্ধবিরতি হলেও ‘চাপা উত্তেজনা’ রয়েছে (Iran US Conflict)
এরপর ট্রাম্প জানান, ইরান ও ইজরায়েল উভয়েই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যদিও চূড়ান্ত কোনও শান্তিচুক্তি হয়নি, এবং পারমাণবিক ইস্যুতে তেহরানের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেন তিনি। তবে আলোচনার বিষয়ে এখনও কিছু স্থির হয়নি, ফলে বাকি রয়েছে চাপা উত্তেজনা।
আরও পড়ুন: Balochistan Bus Attack : বালোচিস্তানে বাস থামিয়ে অপহরণ ও গণহত্যা,ফের আতঙ্কে পাকিস্তান!
কেন এই সতর্কবার্তা? (Iran US Conflict)
এই পরিস্থিতিতে দ্বৈত নাগরিকদের আটক হওয়ার ঝুঁকি বাড়ছে বলেই মনে করছে ওয়াশিংটন। অতীতে যেভাবে গুপ্তচরবৃত্তির অভিযোগে নাগরিকদের আটক করা হয়েছিল, এবারও তেমন পরিস্থিতি তৈরি হলে কূটনৈতিক হস্তক্ষেপও কঠিন হয়ে পড়তে পারে। যুদ্ধবিরতি হলেও ইরান সফর আপাতত বিপজ্জনক বলেই মনে করছে আমেরিকা। বিশেষত, যাঁদের ইরান এবং আমেরিকা— উভয় দেশের নাগরিকত্ব রয়েছে, তাঁদের অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। ট্রাম্প প্রশাসনের এই সতর্কবার্তা উত্তপ্ত কূটনৈতিক আবহেই একটি স্পষ্ট বার্তা— এখনও ইরান নিরাপদ নয়।