Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জি বাংলার (Ishani Chatterjee) জনপ্রিয় ধারাবাহিক ‘ পরিণীতা’ র (Parineeta) মুখ্য চরিত্র পারুল ওরফে ঈশানী চ্যাটার্জি ( Ishani Chatterjee), এখন প্রতিদিন সন্ধ্যায় দর্শকদের মন জয় করে চলেছেন। তবে বছরখানেক আগেও এমন ছিল না। তখন পারুল ছিলেন একেবারেই নতুন মুখ, তখন পরিণীতার প্রোমো রিলিজ হয়েছে, কলকাতার রাস্তাঘাটে হেঁটে ঘুরলেও, অনেকেই অভিনেত্রীকে চিনতেন না । পুজোর সময়ও ছিল বেশ সাধারণ। কিন্তু এ বছরটা একেবারে বদলে গেছে অভিনেত্রীর। অভিনেত্রী পুজোর সময় কী প্ল্যান করেছেন? পুজোর কেনাকাটা কতদূর ? সবটাই শেয়ার করলেন ট্রাইব টিভির সঙ্গে।
মাস্ক পরলেও নিস্তার নেই! (Ishani Chatterjee)
এ বছর পুজো অভিনেত্রী ঈশানীর (Ishani Chatterjee) কাছে অন্যরকম হতে চলেছে । এখন দর্শক তাঁকে রাস্তাঘাটে চিনে ফেলেন। যদিও তিনি চেয়েছিলেন একটু ছদ্মবেশে অর্থাৎ মাস্ক পরে গিয়েছিলেন গড়িয়াহাটে । কিন্তু তাও কিছু অনুরাগী ঠিক চিনে ফেলেছেন অভিনেত্রীকে। হাসতে হাসতে পারুল বলেন,” আমি মুখে মাস্ক দিয়ে বেরিয়েছিলাম, ভাবলাম কেউ চিনবে না কিন্তু চিনে গিয়েছিল। তারপর তো শুরু ফটো তোলা ,কথা বলা ,আমি তো না করতে পারি না, কারণ দর্শক এত ভালোবাসা দিয়েছেন আমাকে।” আসলে অভিনেত্রী মনে করেন মাস্ক থাকলে হয়ত অনেকেই তাঁকে না চিনতে পারেন। ফলে নিজের মতো চলতে পারবেন অনেকটা । সে কারণেই মুখে মাস্ক পড়েন । তবে পারুলের অভিনয় দর্শকের ভীষণ পছন্দ , তাই ভক্তরা তাঁকে স্বাভাবিক ভাবেই চিনে ফেলেন, যতই তিনি মুখে মাস্ক দিয়ে থাকুন না কেন। অভিনেত্রী আরও জানান, ভক্তদের এই ভালোবাসা এড়িয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয় ,বরং এই ভালোবাসা তাঁকে এগিয়ে যেতে প্রেরণা দেয়।
কীভাবে পুজো কাটাবেন ? (Ishani Chatterjee)
পারুল মূলত দুর্গাপুরের মেয়ে এবং এ বছর তাঁর ইচ্ছে (Ishani Chatterjee) পুজোর কিছুটা সময় অন্তত কাটানো পুরনো বন্ধু ও পরিবারের সাথে। তিনি বলেন ,”আমার ছোটবেলার বন্ধুরা আগেই বলে রেখেছে পুজোর সময় আমাদের সঙ্গে কাটাতে হবে। কারোও ঠাকুমা, কারোও দিদা , কারোও মা, সবাই ‘পরিণীতা ‘ দেখেন, পারুলকে ভালোবাসেন তাঁরা , তাঁদের সঙ্গে দেখা করতে হবে। ” তবে ব্যস্ততার কারণে সময় পাওয়া যাবে কিনা, তা নিয়ে এখনও নিশ্চিত নন পারুল। এমনকি অভিনেত্রীর বাড়ির ওখানের পুজোতে বলে রাখা অন্তত একটা দিন যেন সেইখানে সময় কাটান তিনি। অভিনেত্রীর মতে, “দেখি কতটা সময় বার করতে পারি, তবে ইচ্ছা তো আছেই।”
সবাইকে উপহার দেওয়ার ইচ্ছা
এ বছর পারুল প্রথম ইনকাম করছেন, আর সেই টাকা দিয়ে পরিবারের জন্য পুজোর কিছু কেনাকাটা করার কথা ভেবেছেন অভিনেত্রী। সবার জন্য কিছু না কিছু কিনে দিতে চান তিনি । কে, কি পছন্দ করেন সেটাও অভিনেত্রীর জানা। তবে সবচেয়ে চিন্তায় আছেন মাকে নিয়ে। কারণ মা কিছুই সহজে পছন্দ করেন না, হাসতে হাসতে বলেন অভিনেত্রী। আসলে অভিনেত্রীর মা টেলর, তাই নিজের ইচ্ছে মতো পোশাক বানাতেই স্বচ্ছন্দ বোধ করেন তিনি।
আরও পড়ুন: Himachal Cloudburst: ফের মেঘভাঙা বৃষ্টি হিমাচলে, বিলাসপুরে ধস, ভেঙে পড়ল ঘরবাড়ি!
সুযোগকে কাজে লাগানো
তবে এখনও পর্যন্ত পুজোর কেনাকাটা শুরু হয়নি পারুলের। কারণ সম্প্রতি তাঁর জন্মদিন ছিল, আর সেই উপলক্ষে উপহার পেয়েছেন অনেক কিছুই । তার মধ্যেই মা কিনে দিয়েছেন দুটো জামা, অনেকগুলো জুতো। পাশাপাশি কাজের ব্যস্ততাও রয়েছে পারুলের ,তাই এখনও সময় পাননি পুজোর কেনাকাটা করার জন্য। তবে সুযোগ পেলেই তিনি পুজোর কেনাকাটা সেরে নিতে চান।