Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: AIFF আশা করছে যে ISL মার্কেটিং পার্টনার FSDL-এর সাথে বর্তমানে থাকা ১৫ বছরের MRA (ISL Crisis) ৮ ডিসেম্বর শেষ হওয়ার সাথে সাথে শীঘ্রই একটি সমাধানে পৌঁছাবে।
নতুন করে আলোচনার পথে AIFF ও FSDL (ISL Crisis)
ভারতের শীর্ষ স্তরের ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা চললেও, এবার হয়তো সমাধানের পথে হাঁটছে AIFF (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) এবং FSDL (ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড)। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, AIFF চায় আগামী ১০ বছর আইএসএল-ই দেশের শীর্ষ স্তরের লিগ হিসেবে স্বীকৃত থাকুক (ISL Crisis)। তবে ফেডারেশন চায় প্রোমোশন ও অবনমন নিয়েও আরও আলোচনা হোক। ২০১৯ সালে সব পক্ষের সম্মতিতে একটি রোডম্যাপ তৈরি হয়েছিল, যার ভিত্তিতে আইএসএল-কে দেশের শীর্ষ লিগের মর্যাদা দেওয়া হয়। সেই রোডম্যাপ অনুযায়ী ২০২২-২৩ মরশুম থেকে আই-লিগ চ্যাম্পিয়নরা আইএসএল-এ উঠে আসার সুযোগ পাচ্ছে। পাঞ্জাব এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব এই নিয়মে আইএসএল-এ উন্নীত হয়েছে। তবে এখনও অবনমন চালু করা হয়নি।
নতুন চুক্তিতে AIFF-এর প্রস্তাব কী? (ISL Crisis)
সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, AIFF একটি ১০ বছরের নতুন চুক্তি করতে চায় FSDL-এর সঙ্গে (ISL Crisis)। এই চুক্তিতে আইএসএল-এর জন্য নির্দিষ্ট ক্যালেন্ডার উইন্ডো থাকবে। FSDL-কে পুরোপুরি বাণিজ্যিক স্বাধীনতা দেওয়া হবে। এছাড়াও, AIFF একটি প্রস্তাব তৈরি করেছে যেখানে বলা হয়েছে, আইএসএল চ্যাম্পিয়নরা এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) প্রতিযোগিতায় দেশের শীর্ষস্থানীয় প্রতিনিধি হবে। আই-লিগ চ্যাম্পিয়নরা দ্বিতীয় স্থান পাবে। এই ব্যবস্থা কার্যকর হলে, সুপার কাপ জয়ী দলের এএফসি-তে যাওয়ার পুরনো নিয়ম বদলে যাবে। AIFF-এর প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সাল থেকে “গেম ডেভেলপমেন্ট ফান্ড”-এ বছরে ৫০ কোটি টাকা অথবা আইএসএল-এর মোট আয়ের ১০ শতাংশ (যেটি বেশি হবে) জমা দিতে হবে। পরবর্তী বছরে এই অর্থে ৫ শতাংশ করে বার্ষিক বৃদ্ধি থাকবে।
নতুন কোম্পানি গঠনের প্রস্তাব FSDL-এর
প্রতিবেদন থেকে জানা গিয়েছে, AIFF-এর প্রস্তাবে একমত নয় FSDL। তারা চায় একটি নতুন হোল্ডিং কোম্পানি গঠন করতে। সেই কোম্পানির ৬০ শতাংশ মালিকানা থাকবে ক্লাবগুলির হাতে, ২৬ শতাংশ থাকবে FSDL-এর কাছে এবং বাকি ১৪ শতাংশ থাকবে AIFF-এর কাছে।
সুপ্রিম কোর্টের আদেশের দিকেই তাকিয়ে AIFF
বর্তমান ১৫ বছরের “মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট” (MRA) শেষ হচ্ছে ৮ ডিসেম্বর। AIFF চায় এটি নবীকরণ করতে, তবে তারা এখন অপেক্ষা করছে সুপ্রিম কোর্টের রায়ের জন্য। ২৬ এপ্রিল শীর্ষ আদালত বলেছিল, তাদের চূড়ান্ত আদেশ না আসা পর্যন্ত MRA নবীকরণ করা যাবে না। AIFF-এর এক সিনিয়র কর্মকর্তা বলেন, “সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছিল যে নতুন চুক্তি এখনই করা যাবে না। আমরা এখন আদালতের রায়ের অপেক্ষায় রয়েছি। রায় এলেই পথ সুস্পষ্ট হবে।” এই মুহূর্তে যদিও আলোচনা চলছে, ফুটবল মহলে আশা জাগছে যে আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে দ্রুতই কোনও চূড়ান্ত সমাধানে পৌঁছানো যাবে।