ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনিবার যুবভারতীতে আইএসএলের মেগা ফাইনালে (ISL Final) মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। লিগ শিল্ড আগেই জেতা হয়ে গিয়েছে। শনিবার মোহনবাগানের সামনে জোড়া খেতাব জয়ের হাতছানি। নিজেদের মাঠে নিজেদের সমর্থকদের সামনে ইতিহাস গড়তে মুখিয়ে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। উল্টোদিকে, সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসিও কাপ জিততে মরিয়া। ফুটবলের মেগা ফাইনালকে ঘিরে পারদ চড়ছে শহরের ফুটবলপ্রেমীদের মধ্যে।
শনিবার যুবভারতীতে আইএসএলের (ISL Final) মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। গতবার লিগ শিল্ড জিতলেও খেতাব জয় অধরাই রয়ে গিয়েছিল। এবারও জোড়া খেতাব জয়ের হাতছানি টানা তিনবার ফাইনালে ওঠা মোহনবাগানের সামনে। এবারও লিগ শিল্ড জিতেছে তারা। জোড়া খেতাব জিতে ইতিহাস গড়তে মুখিয়ে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার সকালে যুবভারতীতে আইএসএল ট্রফির সঙ্গে ফটোসেশন সারলেন ২ দলের কোচ ও অধিনায়ক। মাঠের লড়াই ভুলে মোহনবাগান কোচ হোসে মোলিনা এবং বেঙ্গালুরু এফসির হেড কোচ জেরার্ড জারাগোজাকে দীর্ঘক্ষণ নিখাদ আড্ডা দিতেও দেখা গেল। ফটোসেশনের পর সেলফিও তুললেন ২ অধিনায়ক শুভাশীষ বোস ও গুরপ্রীত সিং সান্ধু।
চলতি মরশুমে দুরন্ত ফর্মে মোহনবাগান (ISL Final)
চলতি মরশুমে দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই আইএসএলেই (ISL Final) ঘরের মাঠেই অপরাজেয় থেকেই শনিবার যুবভারতীতে বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনালে নামবে হোসে মোলিনার দল। পরিসংখ্যান বলছে আইএসএলে এখনও পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে ৬বার জিতেছে মোহনবাগান। ২ বার বেঙ্গালুরু। তবে ফাইনালে বেঙ্গালুরু প্রতিপক্ষ হলেও বেশি বিচলিত নয় সবুজ মেরুন কোচ মোলিনা।

জেতার জন্য গোটা দল অনুপ্রাণিত। তাই বাড়তি অনুপ্রেরণার প্রয়োজন নেই বলেই মনে করছেন তিনি। প্রতিপক্ষ দলের সুনীল ছেত্রীর মত তারকা রয়েছে। তাই বেঙ্গালুরুকে সমীহ করেই মোলিনা জানিয়ে দিলেন, তারা ট্রফি জিতে ইতিহাস গড়ার জন্যই মাঠে নামবেন। এখনও পর্যন্ত আইএসএলের ইতিহাসে কেউ নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে অতীত মনে রাখতে চান না মোলিনা। সেরা দল হিসেবেই খেতাব জিততে চান বলেই স্পষ্ট জানিয়ে দিলেন সবুজ মেরুন কোচ।
আরও পড়ুন: KL Rahul Celebration: চিন্নাস্বামিতে কেএল রাহুলের তাণ্ডব, নিজের মাঠে রাজা হয়ে ফিরলেন ‘লোকাল বয়’
প্রতিপক্ষ মোহনবাগানকে নিয়ে সমীহের সুর শোনা গেল বেঙ্গালুরুর হেড কোচ জেরার্ডের গলাতেও। মোহনবাগানের ঘরের মাঠে ফাইনাল হলেও কলকাতা যে তার দ্বিতীয় বাড়ি বলেই জানালেন তিনি। ফাইনালের জন্য তাঁর দল প্রস্তুত। গতবারের ব্যর্থতা মনে না রেখেই শনিবার সেরা ফুটবল খেলার জন্যই তাঁরা মাঠে নামবে বলে পরিস্কার জানিয়ে দিলেন বেঙ্গালুরুর কোচ। প্রতিপক্ষ দলে অনেক তারকা আছে স্বীকার করে নিয়ে জেরার্ড মনে করিয়ে দিলেন তাঁর দলেও সুনীল ছেত্রী, গুরপ্রীত, রাহুল বেকের মত তারকারা রয়েছে। সমর্থকদেক কথা ভেবে যত বেশি সংখ্যক গোল করতে চান বলেও জানিয়ে দিলেন তিনি। শুধু দিমি-জিমি-কামিংস নন, গোটা মোহনবাগান দলকেই থামিয়ে বাজিমাত করতে চান জেরার্ড।

চলতি আইএসএলে যুবভারতীতে বেঙ্গালুরুকে ১ গোলে হারিয়েছিল মোহনবাগান কিন্তু বেঙ্গালুরুর মাঠ থেকে হেরে ফিরতে হয়েছিল। এবার আর সেই ভুল করতে চান না সবুজ মেরুন অধিনায়ক শুভাশিস বোস। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে খেলাটা (ISL Final) সবসময় স্পেশ্যাল বলেই মনে করছে শুভাশিস। গতবারের ফাইনালে হার থেকে শিক্ষা নিয়ে দলগত প্রচেষ্টায় ট্রফি জেতা নিয়ে আশাবাদী সবুজ মেরুন অধিনায়ক। সমর্থকদের মুখে হাসি ফুটিয়েই মাঠ ছাড়তে চান শুভাশিসরা।
আরও পড়ুন: Dhoni CSK Skipper: ধোনির চমকপ্রদ প্রত্যাবর্তন! ফের চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মাহি
ক্যারিয়ারের শুরুর দিকে দীর্ঘ সময় কলকাতায় খেলেছেন (ISL Final) । তাই শনিবার মোহনবাগানের বিরুদ্ধে ফাইনালকে ঘিরে কী উন্মাদনা তৈরি হবে তা খুব ভালো করেই জানেন বেঙ্গালুরুর অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু। সল্টলেকে মোহনবাগানের বিরুদ্ধে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জের বলে স্বীকার করে নিয়েছেন গুরপ্রীত। শেষ ৪-৫ ম্যাচে দল খুবই ভাল খেলেছে। বিশেষ করে ডিফেন্স খুব ভরসা জোগাচ্ছে। তাই দলের সকলেই জানে শনিবার তাদের কী করতে হবে। কঠিন হলেও খেতাব জয় নিয়ে আশাবাদী বেঙ্গালুরুর অধিনায়ক।

খাতায় কলমে শনিবার এগিয়ে থেকেই যে যুবভারতীতে নামবেন দিমি-জিমি-শুভাশিসরা, তাতে কোনও সন্দেহ নেই। উল্টোদিকে ঘরের মাঠে মোহনবাগানের দাপটকে চূর্ণ করে সুনীল ম্যাজিকে সবুজ মেরুন ডেরা থেকে ট্রফি জিতে বেঙ্গালুরু ফিরতে পারে কি না, তার জন্য অপেক্ষা কয়েক ঘণ্টার।