ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : গাজা ভূখণ্ড দখলের অনুমোদন দেওয়ার মাত্র কয়েক দিনের মাথায় সুর পাল্টালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু(Israel Hamas Conflict)। শনিবার এক্স-এ দেওয়া বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, “আমরা গাজা দখল করব না।” পরিবর্তে তাঁর নতুন পরিকল্পনা—গাজাকে হামাসের হাত থেকে মুক্ত করে সেখানে প্যালেস্টাইন কর্তৃপক্ষ ও হামাসমুক্ত একটি বেসামরিক শান্তিপূর্ণ প্রশাসন প্রতিষ্ঠা করা।
ট্রাম্পের কূটনৈতিক চাপ (Israel Hamas Conflict)
তবে প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ এই অবস্থান পরিবর্তন? বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক মহলের সমালোচনা এবং মানবিক সংকটের তীব্রতা হয়তো এর নেপথ্যে বড় ভূমিকা রেখেছে (Israel Hamas Conflict)।
এর আগে, দীর্ঘ ১০ ঘণ্টার বৈঠকে ইজরায়েলের নিরাপত্তা ও রাজনৈতিক মন্ত্রিসভা নেতানিয়াহুর (Benjamin Netanyahu) প্রস্তাবেই গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করে। এমনকি ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কয়েক লক্ষ প্যালেস্টাইনিকে উত্তর গাজা থেকে শরণার্থী শিবিরে সরে যাওয়ার নির্দেশ দেয়। গত কয়েক সপ্তাহ ধরে নেতানিয়াহু প্রকাশ্যে গাজ়া পুরোপুরি দখলের ইচ্ছা ব্যক্ত করছিলেন।
হামাস বিরোধী অভিযান (Israel Hamas Conflict)
কিন্তু শনিবারের ঘোষণায় তিনি জানান, দখলের বদলে লক্ষ্য হচ্ছে হামাসকে নির্মূল করা এবং পণবন্দিদের মুক্ত করা (Israel Hamas Conflict)। তাঁর দাবি, এই নতুন ব্যবস্থা গাজাকে ইজরায়েলের জন্য ভবিষ্যতে আর হুমকির কারণ হতে দেবে না।
উল্লেখযোগ্য যে, প্যালেস্টাইনিদের বাসভূমি গাজার ৮৫ শতাংশই ইতিমধ্যে ২২ মাসের সামরিক অভিযানে নিয়ন্ত্রণে নিয়েছে ইজরায়েল—এ তথ্য জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। বাকি অংশ দখলের প্রক্রিয়া চলছিল। মার্চের গোড়ায় যুদ্ধবিরতি ভেঙে ইজরায়েলি সেনা নতুন করে হামাস বিরোধী অভিযান শুরু করে, যা এখনও চলছে।

আরও পড়ুন: US Tariff War : শুল্ক প্রত্যাহার করলে ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের! ট্রাম্পের নিশানায় মার্কিন আদালত
ভয়াবহ মানবিক বিপর্যয় (Israel Hamas Conflict)
এরই মধ্যে গাজা অবরোধের কারণে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। মার্চ থেকে ইজরায়েল ত্রাণ ও বাণিজ্যিক পণ্যের প্রবেশ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রাখায় খাদ্যসংকট তীব্র হয়েছে। হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে, অনাহারে মৃত্যুও ঘটছে (Israel Hamas Conflict)। আন্তর্জাতিক চাপের মুখে আংশিক ত্রাণ প্রবেশের অনুমতি মিললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: SSC Recruitment : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মেনেই এসএসসি-এর নিয়োগ,সমস্ত পরীক্ষার্থীকে বয়সের ছাড় নয়
এখন নজর থাকবে, নেতানিয়াহুর ঘোষিত নতুন পরিকল্পনা আদৌ বাস্তবায়িত হয় কি না এবং এতে গাজার দীর্ঘস্থায়ী শান্তি ও মানবিক সঙ্কট নিরসন হয় কি না। বিশ্লেষকরা মনে করছেন, ইজ়রায়েলের এই নীতি পরিবর্তন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।