ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গাজ়ায় রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই আশার আলো দেখাচ্ছে নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব (Israel Hamas Conflict)। প্যালেস্টিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা আমেরিকার মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে। এমনই দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। এই প্রস্তাব বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদি সংঘর্ষে ক্ষতবিক্ষত গাজ়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন সাধারণ মানুষ।
প্রস্তাবের মূল বিষয়বস্তু (Israel Hamas Conflict)
রয়টার্স সূত্রে জানা গিয়েছে, আমেরিকার (Donald J. Trump) বিশেষ দূত স্টিভ উইটকফ গাজ়ার সংঘাত থামাতে একটি নতুন যুদ্ধবিরতির পরিকল্পনা তুলে ধরেন হামাসের কাছে (Israel Hamas Conflict)। সেই প্রস্তাবই মেনে নিয়েছে হামাস, জানিয়েছেন এক প্যালেস্টিনীয় কর্তা।
এই পরিকল্পনায় রয়েছে—
- ৭০ দিনের যুদ্ধবিরতি, যা কার্যকর হবে হামাস ও ইজ়রায়েলের মধ্যে।
- যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাস মুক্তি দেবে ১০ জন পণবন্দিকে।
- ইজ়রায়েল গাজ়ার নির্দিষ্ট অঞ্চল থেকে সেনা সরিয়ে নেবে।
- একই সঙ্গে প্যালেস্টিনীয় বন্দিদেরও মুক্তি দেওয়ার কথা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধবিরতি শান্তি প্রতিষ্ঠার একটি সম্ভাব্য সূচনা হতে পারে। তবে তার জন্য প্রয়োজন ইজ়রায়েলের সম্মতি, যা এখনও পর্যন্ত আসেনি।
সংঘাতের প্রেক্ষাপট (Israel Hamas Conflict)
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ‘আল কাশিম ব্রিগেড’ ইজ়রায়েলি ভূখণ্ডে চূড়ান্ত হামলা চালায় (Israel Hamas Conflict)। তার জবাবে ইজ়রায়েল গাজ়ায় ভয়াবহ সামরিক অভিযানে নামে। হাজার হাজার মানুষের প্রাণহানি, বিস্তীর্ণ অঞ্চলে ধ্বংস এবং মানবিক বিপর্যয়—এইসবই হয়ে ওঠে গাজ়ার নিত্যদিনের বাস্তবতা। এর আগে একবার, কাতার, আমেরিকা ও মিশরের উদ্যোগে, ২০২৪ সালের ১৫ জানুয়ারি ইজ়রায়েল ও হামাস একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। ১৯ জানুয়ারি থেকে তা কার্যকরও হয়েছিল। কিন্তু পণবন্দি মুক্তি সংক্রান্ত মতবিরোধের জেরে মার্চের গোড়ায় ইজ়রায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে ফের গাজ়ায় হামলা শুরু করে।

আরও পড়ুন: Russia Ukraine War : ড্রোন হামলা ঠেকাতে মাছ ধরার জাল! রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অভিনব কৌশল কিভ সেনার
চলমান হামলা ও মানবিক সংকট (Israel Hamas Conflict)
গত কয়েক মাসে গাজ়ায় প্রতিদিন ইজ়রায়েলের বিমানহানা চলছে (Israel Hamas Conflict)। মাত্র গত সোমবারেই ইজ়রায়েলের হামলায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। আহত হয়েছেন ৫৫ জনের বেশি মানুষ। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে গাজ়ার একটি স্কুলে তৈরি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে, যেখানে ৩১ জন শরণার্থী নিহত হন, যাঁদের অনেকেই শিশু। মানবাধিকার সংগঠনগুলির মতে, এই হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সামিল। এছাড়া, খাদ্য, ওষুধ ও পানীয় জলের চরম সংকট গাজ়ায় মানুষের জীবনকে আরও বিপন্ন করে তুলেছে। বিভিন্ন রিপোর্টে আশঙ্কা করা হয়েছে, হাজার হাজার মানুষ অনাহারে মারা যেতে পারেন, যদি দ্রুত মানবিক সহায়তা পৌঁছানো না যায়।

আরও পড়ুন: Russia Ukraine War : ড্রোন হামলা ঠেকাতে মাছ ধরার জাল! রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অভিনব কৌশল কিভ সেনার
সামনে কী? (Israel Hamas Conflict)
যুদ্ধবিরতির এই প্রস্তাবে হামাস রাজি হলেও ইজ়রায়েলের তরফে এখনো কোনও স্পষ্ট প্রতিক্রিয়া আসেনি (Israel Hamas Conflict)। বিশ্লেষকদের মতে, যদি ইজ়রায়েল এই প্রস্তাবে সায় দেয়, তবে এটি হতে পারে দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার ভিত্তি। গাজ়ার সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা— “যুদ্ধ নয়, শান্তি চাই। বেঁচে থাকার অধিকার চাই।” এই যুদ্ধবিরতি সেই আশার এক নতুন জানালা খুলে দিতে পারে, যদি সব পক্ষ সত্যিকারের সদিচ্ছা দেখায়।