ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইসরো আগামী জানুয়ারিতে একটি জিওসিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিকল (জিএসএলভি) মিশনের (ISRO GSLV Mission) মাধ্যমে শ্রীহরিকোটা থেকে ১০০তম উৎক্ষেপণের লক্ষ্যে সঠিক পথে এগিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ এই তথ্য জানিয়েছেন।
হয়ে গেল ৯৯তম উৎক্ষেপণ (ISRO GSLV Mission)
সোমবার শ্রীহরিকোটা থেকে ৯৯তম উৎক্ষেপণ হিসেবে পিএসএলভি-সি৬০ সফলভাবে দুটি মহাকাশযানকে একটি বৃত্তাকার কক্ষপথে স্থাপন করে। এই মহাকাশযানগুলি স্পেস ডকিং এক্সপেরিমেন্ট (SpaDeX) এর জন্য ব্যবহৃত হবে (ISRO GSLV Mission)।
কী বললেন সোমনাথ? (ISRO GSLV Mission)
এস সোমনাথ বলেন, “আপনারা সকলেই SpaDeX রকেটের মহিমান্বিত উৎক্ষেপণ দেখেছেন। এটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ৯৯তম উৎক্ষেপণ। তাই, পরবর্তী বছরের শুরুতেই আমরা ১০০তম উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নিচ্ছি (ISRO GSLV Mission)।”
আরও পড়ুন: Manipur Joint Operation: মণিপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, তিনটি গোপন আস্তানা ধ্বংস
একাধিক মিশন
পিএসএলভি-সি৬০ মিশনের সফল উৎক্ষেপণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা জানান। তিনি আরও বলেন, ২০২৫ সালে ইসরো একাধিক মিশন পরিচালনা করবে। জানুয়ারিতে জিএসএলভি রকেটের মাধ্যমে নেভিগেশন স্যাটেলাইট এনভিএস-০২ উৎক্ষেপণ করা হবে।
দ্বিতীয় প্রজন্মের ন্যাভআইসি
২০২৩ সালের মে মাসে জিএসএলভি-এফ১২/এনভিএস-০১ রকেটের মাধ্যমে ইসরো সফলভাবে নেভিগেশন স্যাটেলাইট এনভিএস-০১ কক্ষপথে স্থাপন করেছিল। এটি দ্বিতীয় প্রজন্মের ন্যাভআইসি পরিষেবার জন্য পরিকল্পিত প্রথম স্যাটেলাইট।
পিএসএলভি-সি৬০ মিশন নিয়ে তিনি কী বলেন
সোমবারের পিএসএলভি-সি৬০ মিশন নিয়ে তিনি বলেন, “স্পেস ডকিং এক্সপেরিমেন্ট খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও জটিল ডকিং সিস্টেম নিয়ে SpaDeX এর বিভিন্ন প্রকল্প পরিচালিত হবে।”
সময় পরিবর্তন বিষয়ে
পিএসএলভি-সি৬০ রকেটের উৎক্ষেপণ সময় পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, পূর্বে এটি ৩০ ডিসেম্বর রাত ৯.৫৮-এ পরিকল্পিত ছিল, যা পরিবর্তন করে রাত ১০টায় করা হয়।
কেন বদল?
তিনি ব্যাখ্যা করেন, কক্ষপথে স্যাটেলাইটের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকলে উৎক্ষেপণের সময় পরিবর্তন করতে হয়। “যদি স্যাটেলাইটের মধ্যে খুব বেশি ঘনিষ্ঠতা দেখা যায়, তবে আমরা উৎক্ষেপণ কিছুটা দেরি করি বা এগিয়ে নিয়ে যাই যাতে কক্ষপথে পর্যাপ্ত দূরত্ব বজায় থাকে।”
সময় দেন বিজ্ঞানীরা
তিনি আরও জানান, বিজ্ঞানীরা উৎক্ষেপণের সঠিক সময় নির্ধারণে কাজ করেন, যাতে কক্ষপথে অন্য স্যাটেলাইট থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় থাকে।