ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নারী দিবসে (International Women’s Day) জ্যাকলিনের বড় চমক। তাঁর গলায় শোনা গেল বাংলা গান (Jacqueline Fernandez)। যেখানে উচ্চারিত হয়েছে নারী দিবসের মূল মন্ত্র। বাংলা গান (Bengali Song) গেয়ে অভিনেত্রীর (Actress) অভিজ্ঞতা কেমন? কী বললেন তিনি?
প্রথম গাইলেন বাংলা গান (Jacqueline Fernandez)
বছর চারেক আগের কথা। গোটা দেশ জুড়ে রীতিমত শোরগোল ফেলে দিয়েছিল একটি গান। এমনকি তৈরি হয় বিতর্ক (Jacqueline Fernandez)। ওই মিউজিক ভিডিওতে বাঙালি কন্যার বেশে দেখা গিয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজ়কে (Jacqueline Fernandez)। ‘গেন্দা ফুল’ এর বড়লোকের বিটি বলা হয় জ্যাকলিনকে। এখনও সেই গানের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ছেদ পড়েনি। আবারও জ্যাকলিনকে দেখা গেল, বাংলা গানে। তবে এবার তিনি শুধু অভিনয় করলেন না, বরং তাঁর গলায় শোনা গেল সেই গান। নারী দিবসে প্রকাশ্যে এসেছে সেই গানের ভিডিও। যেখানে জ্যাকলিন এই প্রথম বাংলা গানে কন্ঠ দিলেন।
নারী দিবসের মূল মন্ত্র (Jacqueline Fernandez)
জ্যাকলিনের (Jacqueline Fernandez) কণ্ঠ দেওয়া এই মিউজিক ভিডিওর নাম ‘আমি কাফি’। যেখানে রয়েছে নারী দিবসের মূল মন্ত্র। তিনি তো ভীষণ উচ্ছ্বসিত। তাঁর কথায়, “বাংলা সঙ্গীতের সঙ্গে যুক্ত হয়ে আমি আপ্লুত। এই গানটি আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক। নতুন শ্রোতাদের জন্য বাংলা ভাষায় গানটি তৈরি করতে পেরে আরও ভালো লাগছে।”
আরও পড়ুন: Dance Bangla Dance: ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ওপেনিংয়ে একাধিক চমক, মঞ্চে বড় ধামাকা
বাংলা গান গাওয়ার কারণ
হঠাৎ করে বাংলা গানে কেনই বা জ্যাকলিনকে দেখা গেল? আসলে কয়েক মাস আগেই স্টর্মরাইডার শীর্ষক একটি গানে দেখা গিয়েছিল জ্যাকলিনকে। যে গান শ্রোতাদের নজর কেড়েছিল। সেই গানেরই বাংলা সংস্করণ তৈরি করেছেন অমৃতা সেন এবং সিজি। তাও আবার এসভিএফ মিউজিকের সঙ্গে যৌথভাবে। সেখানেই মিউজিক ভিডিওয় গলা মিলিয়েছেন জ্যাকলিন। শুধু তাই নয়, এই মিউজিক ভিডিওতে কলকাতার জনপ্রিয় সমাজ মাধ্যম প্রভাবীদেরও দেখতে পাওয়া যাচ্ছে। সেই তালিকায় রয়েছেন রাজকুমারী কোকো, শতাব্দী দত্ত বণিক, ডিম্পল আচার্য এবং অঙ্কিতা সিংহ।
আরও পড়ুন: Sikandar: প্রাণের ঝুঁকি নিয়ে শুটিং, সিকন্দরের জন্য সলমনের আকাশ ছোঁয়া পারিশ্রমিক
চর্চিত প্রেমের জেরে শিরোনামে অভিনেত্রী
প্রসঙ্গত কিছুদিন আগেই নতুন করে খবরের শিরোনামে এসেছিলেন অভিনেত্রী। প্রেম দিবসে জ্যাকলিনকে চমকে দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর। প্রেম দিবস উপলক্ষে অভিনেত্রীকে উপহার দিয়েছিলেন একটি প্লেন। বলা হয়, সুকেশ জ্যাকলিনের চর্চিত প্রেমিক। যদিও বলিউডের অন্দরের জল্পনা বলছে, জ্যাকলিন সুকেশকে একেবারেই পাত্তা দেন না। অপরদিকে সুকেশ জেলে বসেই জানিয়েছেন, তিনি জ্যাকলিনকে ভালোবাসেন। কোটি কোটি টাকার দুর্নীতির মামলায় আপাতত কারাগারেই রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। যার সঙ্গে জ্যাকলিনের অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছিল। এমনকি এও শোনা গিয়েছিল, জ্যাকলিন নাকি সুকেশের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন দামি দামি গাড়ি। যদিও এই বিষয়ে জ্যাকলিন একেবারেই মুখে কুলুপ এঁটেছেন।