ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অন্যরকম রসায়নে গড়াচ্ছে জগদ্ধাত্রী-স্বয়ম্ভুর সম্পর্ক (Jagaddhatri-Svayambhu Relationship)। দু’জনে ঝগড়া করছেন, নাকি প্রেম করছেন? নাকি দু’জনের মধ্যে কোনও সম্পর্কই নেই? নাকি দু’জনেই খুব ভালো বন্ধু? এমনই নানান প্রশ্ন ঘুরছেন নেট পাড়ায়। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর খোলসা করলেন অঙ্কিতা (Ankita Mallick) আর সৌম্যদীপ (Soumyadeep Mukherjee)।
পুজোর পর পরই সামাজিক মাধ্যমের পেজ খুললে একটি খবর সবার আগে সামনে আসছিল। জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর নাকি ঝগড়া হয়েছে। তারা দু’জন দু’জনকে সামাজিক মাধ্যমে আনফলো (Unfollow )করেছেন। তারা একে অপরের সঙ্গে পোস্ট করা সামাজিক মাধ্যমের ছবিগুলি নাকি ডিলিট করে দিয়েছেন।
আরও পড়ুন: Anurager Chhowa : তছনছ সোনা-রুপার জীবন! মা হয়েও সন্তানহারা দীপা
এই বিষয়ে অঙ্কিতা ও সৌম্যদীপ দু’জনেই জানান এই খবর তাঁরা নিজেরাও জানতেন না যে তারা একে অপরকে আনফলো করেছেন। তাদের সামাজিক মাধ্যম থেকে একে অপরের ছবিও নাকি ডিলিট হয়ে গিয়েছে।
সৌম্যদীপের কাছে একটি ফোন কল আসে। সেই ফোন কলে সৌম্যদীপ জানতে পারেন, অঙ্কিতা নাকি তাঁকে আনফলো করেছেন। তাদের একে অপরের সঙ্গে তোলা সমস্ত ছবি মুছে ফেলেছেন সামাজিক মাধ্যম থেকে।
আরও পড়ুন: Salman Khan: হরিণ না মেরেও, খুনের হুমকি সলমনকে! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
এরপরই সৌম্যদীপ ফোন করেন অঙ্কিতাকে। অঙ্কিতার থেকে জানতে চান ‘তুমি কি আমাকে আনফলো করেছ?’ প্রশ্ন শুনে অঙ্কিতা খানিকক্ষণ চুপ হয়ে যান। অবাক হয়ে বলেন, তিনি অভিনেতাকে আনফলো করেননি।
এই ফোন কলের পর দুজনেই ভীষণ হাসেন। এরপরই তারা যে যার নিজের সামাজিক মাধ্যমের পেজটি খুলে দেখতে পান তাদের সম্পর্কে বিভিন্ন হাস্যকর কথাবার্তা এবং পোস্ট ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি দেখে, তারা দুজনে বেশ মজাই পেয়েছেন।
তাদের কাছে যখন জানতে চাওয়া হয় যে, তাদের মধ্যে কি সত্যিই ঝগড়া হয়েছিল? তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকেন এবং হাসতে থাকেন। আরও বলেন, এরপরও যদি মনে হয় আমাদের ঝগড়া হয়েছে, তাহলে হয়েছে।
সৌম্যদীপ আর অঙ্কিতা দু’বছরে বেশ ভালো বন্ধু হয়ে উঠেছেন। একে অপরকে বেশ ভালোভাবে চেনেন। শুটিংয়ের ফাঁকে বা ইন্টারভিউর মাঝে একে অপরের সঙ্গে মজাও করতে দেখা গিয়েছে।