Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ থেকে ফিরে আসার পর জামাল মুসিয়ালার (Jamal Musiala) সফল অস্ত্রোপচার করা হয়েছে। এফসি বায়ার্ন এবং প্যারিস সেন্ট জার্মেইনের মধ্যে কোয়ার্টার ফাইনালে, ২২ বছর বয়সী এই আক্রমণাত্মক খেলোয়াড়ের গোড়ালির হাড় ভেঙে যাওয়ার কারণে তার ফিবুলার হাড় ভেঙে যায় এবং হাফ-টাইমে তাকে বদলি করা হয়। মঙ্গলবার, তিনি তার প্রথম রিহ্যাব শুরু করবেন। তিনি আগামী কয়েক মাস জার্মান চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামতে পারবেন না।
চোট পেলেন পিএসজির গোলকিপারের সঙ্গে সংঘর্ষে (Jamal Musiala)
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্যারিস সাঁ জাঁ (পিএসজি)-র গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমার সঙ্গে সংঘর্ষের পরে বাঁ পায়ে গুরুতর চোট পেয়েছেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জামাল মুসিয়ালা (Jamal Musiala)। বায়ার্ন জানিয়েছে, এই চোট থেকে সেরে উঠতে মুসিয়ালার দীর্ঘ সময় লাগবে। শনিবারের ম্যাচের পর তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে রোববার সকালে মিউনিখে ফিরে আসেন। সেখানে তাঁর অস্ত্রোপচার হয় সোমবার।
পায়ের হাড় ভেঙেছে, গোড়ালির হাড় সরে গেছে (Jamal Musiala)
ক্লাবের তরফে জানানো হয়েছে, মুসিয়ালার (Jamal Musiala) বাঁ পায়ের ফিবুলা হাড় ভেঙেছে এবং গোড়ালির হাড় স্থানচ্যুত হয়েছে। ফিবুলা হাড়টি পায়ের নিচের অংশে থাকে এবং এই ধরণের চোট গুরুতর বলেই মনে করছেন চিকিৎসকরা। বায়ার্নের ক্রীড়া বোর্ডের সদস্য ম্যাক্স এবারল বলেন, “এই গুরুতর চোট এবং দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা আমাদের ও জামালের জন্য এক বিশাল ধাক্কা। জামাল সদ্যই আগের একটি চোট কাটিয়ে ফিরেছিল। এখন আবার দীর্ঘ সময়ের জন্য ছিটকে যেতে হচ্ছে। আমরা তাকে সর্বোতভাবে সাহায্য করব। তার পাশে থাকব এবং অপেক্ষা করব, সে কবে আবার মাঠে ফিরবে।”
আরও পড়ুন: UEFA fines Chelsea-Barcelona: উয়েফার আর্থিক নিয়ম ভঙ্গ! চেলসি-বার্সেলোনাকে নজিরবিহীন শাস্তি
দোন্নারুমার প্রতি ক্ষোভ প্রকাশ করলেন নয়ার
এদিকে বায়ার্নের গোলকিপার মানুয়েল নয়ার দোন্নারুমার আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। নয়ার বলেন, “ওই পরিস্থিতিতে এমনভাবে ঢোকার প্রয়োজন ছিল না। এটা খুব ঝুঁকিপূর্ণ ছিল। ও প্রতিপক্ষ খেলোয়াড়কে চোট দেওয়ার ঝুঁকি নিয়েছে।” নয়ার আরও জানান, “আমি ওর কাছে গিয়ে বলেছিলাম, ‘তুমি কি আমাদের খেলোয়াড়ের কাছে একবার যাবে না?’ একজন খেলোয়াড় চোট পেলে তার পাশে দাঁড়ানো উচিত। শেষ পর্যন্ত ও সেটা করেছে বটে। কিন্তু আমি হলে শুরু থেকেই অন্যভাবে প্রতিক্রিয়া দেখাতাম।”
ইনস্টাগ্রামে ক্ষমা চাওয়া ও শুভকামনা জানালেন দোন্নারুমা
জিয়ানলুইজি দোন্নারুমা পরে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি বিমর্ষ মুখে দেখা গেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, “তোমার জন্য আমার সমস্ত প্রার্থনা ও শুভকামনা রইল।” চোটের ফলে জামাল মুসিয়ালার আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকা নিশ্চিত। বায়ার্ন ও জার্মান জাতীয় দলের জন্য এটি এক বড় ধাক্কা।