ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমানে জেনজি জেনারেশনের ছেলেমেয়েরা (Jasleen Royal Singing Controversy) কোল্ডপ্লে নামক জনপ্রিয় ব্যান্ডের ভীষণ ভক্ত। মুম্বাইতে সম্প্রতি হওয়া কোল্ডপ্লে-এর কনসার্টে মানুষের ভিড় ছিল দেখার মতো। কয়েকমাস আগে যখন এই ব্যান্ডের টিকিট কাটা হচ্ছিলো অনলাইনে, তখন টিকিটের আকাশছোঁয়া দাম হওয়া সত্ত্বেও নিমিষেই বুক হয়ে গিয়েছিল সব টিকিট। যে ব্যান্ডের এত জনপ্রিয়তা, যার গায়ক-গায়িকাদের এত জনপ্রিয়তা তাদের গলায় যদি মঞ্চে উঠে সুরই না থাকে? তখন কি আর অন্যান্য শিল্পীরা চুপ করে বসে হাতে পারেন?
জ্যাসলিনের গান নিয়েই বিতর্ক (Jasleen Royal Singing Controversy)
জেন জ়ি প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয় গায়িকা জ্যাসলিন রয়্যাল (Jasleen Royal Singing Controversy)। ইনস্টাগ্রামে তাঁর গাওয়া গানের রিল ভিডিও হু হু করে ভাইরাল হচ্ছে, আর নেটপাড়ায় তাঁর অনুসরণকারীর সংখ্যা বেড়েই চলেছে। তাঁর গাওয়া গানে রিল বানাচ্ছেন সোশ্যাল মিডিয়ার বহু মানুষ। তবে সম্প্রতি মুম্বইয়ে একটি বড় অনুষ্ঠানে খোলা মঞ্চে গান গাইতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন জ্যাসলিন। তাঁর গান শোনার পর সোশ্যাল মিডিয়াতে কেউ মন্তব্য করেন, ‘‘অটোটিউন প্রজন্মের গায়িকা’’ এবং কেউ আবার তাঁর গান থামাতে বলেন। নেটমহলে একটি বড় অংশের দাবি, জ্যাসলিন নাকি ‘‘বড্ড বেসুরো’’। এর আগে এতদিন এই কথা না উঠলেও, মুম্বইয়ে অনুষ্ঠিত বিশ্বমানের ব্যান্ড ‘কোল্ডপ্লে’-র কনসার্টে তাঁর গান শোনার পর বিষয়টি একেবারে তোলপাড় হয়ে যায়।
জ্যাসলিনকে কটাক্ষ ভারতীয় শিল্পীদের (Jasleen Royal Singing Controversy)
জ্যাসলিনের গান শুরু হওয়ার পর (Jasleen Royal Singing Controversy) একটি ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়লে, সমালোচনা আরও তীব্র হয়। অনেকের মতে, ‘কোল্ডপ্লে’-র মতো বিশ্বখ্যাত ব্যান্ডের সঙ্গে জ্যাসলিনের গানের কোনও তুলনা সম্ভব নয়। এই ঘটনার পর, পরিচালক বিবেক অগ্নিহোত্রী নিন্দা জানিয়েছেন এবং বলিউড গায়িকা অন্তরা মিত্রও মুখ খোলেন।
আরও পড়ুন: Obama-Jennifer Love Gossip: জেনিফার প্রেমে হাবুডুবু বারাক ওবামা? মিশেলের সঙ্গে বিচ্ছেদের পথে বারাক?
কী বললেন অন্তরা?
২০২৪-এর শেষ থেকে ‘কিশোরী’ গানে মজেছেন (Jasleen Royal Singing Controversy) সক্কলে। সেই গানের গায়িকা হলেন অন্তরা মিত্র (Antara Mitra)। গানের প্রতিযোগিতার মঞ্চ থেকে ধীরে ধীরে সংগীতের জগতে জায়গা করে নিয়েছেন অন্তরা মিত্র। টলিউড থেকে বহুদিন আগেই পাড়ি দিয়েছেন বলিউডে। বলিপাড়ার বিখ্যাত অভিনেত্রী কাজল ও বাদশাহ শাহরুখ খানের সিনেমায় অরিজিৎ সিং-এর সঙ্গে গান গেয়েছেন তিনি। এতো কষ্ট করে তবেই শিল্পী হয়েছেন অন্তরা। তাই শিল্পের মর্যাদা ক্ষুণ্ণ হতে দেখে আর চুপ করে বসে থাকতে পারেননি। তিনি সপাটে বলেছেন, গানের ভিউ কম হলেও হবে, তার আগে যেন গানটা ভালো করে গাওয়া হয়।

পোস্ট করেছিলেন বলিপাড়ার সেলেবরাও
এদিকে, সুরকার বিশাল দদলানিও জ্যাসলিনের গান নিয়ে মন্তব্য করেন। তবে পরবর্তীতে তিনি সেই পোস্ট মুছে দেন। জ্যাসলিন এখনও সমালোচনার কোন প্রতিক্রিয়া জানাননি, তবে অনুষ্ঠান থেকে ছবি পোস্ট করে চলেছেন অবিরত। এই ঘটনা থেকে স্পষ্ট যে, সোশ্যাল মিডিয়ায় কোনও গায়ক বা গায়িকার জনপ্রিয়তা অনেক সময় সুর বা গানের মানের চেয়ে বেশি হয়ে ওঠে, কিন্তু শিল্পী হিসেবে প্রকৃত জায়গা পেতে অবশ্যই সঙ্গীতের গুণগত মান ধরে রাখাটাই বাঞ্চনীয়।