ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ সবচেয়ে খারাপ পরিস্থিতির আশঙ্কা করছেন (Jasprit Bumrah struggling physically)। তিনি মনে করেন যে দীর্ঘতম ফর্ম্যাটের শারীরিক চাহিদা পূরণ করতে না পারার কারণে জসপ্রীত বুমরাহ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন।
টেস্ট ফরম্যাটে আর দেখা যাবে না বুমরাহকে? (Jasprit Bumrah struggling physically)
ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ মনে করছেন, জসপ্রিত বুমরাহর হয়তো টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা চিন্তা করা উচিত (Jasprit Bumrah struggling physically)। তিনি বলছেন, বারবার শরীরচর্চাজনিত সমস্যা তাঁর দীর্ঘতম ফরম্যাটে কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। চলতি ম্যানচেস্টার টেস্টে নিজের সেরাটা দিতে পারছেন না বুমরাহ, এমনটাই ইঙ্গিত কাইফের।
অনিয়মিত বোলিং অ্যাকশন ও চোট (Jasprit Bumrah struggling physically)
বুমরাহর আন্তর্জাতিক কেরিয়ারে চোট লেগেই রয়েছে (Jasprit Bumrah struggling physically)। এর পেছনে বড় কারণ তাঁর অনন্য বোলিং অ্যাকশন। ছোট রান-আপ এবং শরীরের ওপর চাপ তৈরি করা এই অ্যাকশন দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়া কঠিন। আজকের দিনে ক্রিকেটের ঠাসা ক্যালেন্ডারে বিশ্রামের সুযোগ খুব কম, আর সেই কারণেই বুমরাহর শরীর বারবার সাড়া দিচ্ছে না।
আরও পড়ুন: Ishan Kishan Reject BCCI Offer: ইশান কিষানের চোট! ঋষভ পন্থের পরিবর্তে দলে আসছেন জগদীশন
ম্যানচেস্টার টেস্টে গতি কম
ইংল্যান্ড সফরের শুরুটা ভাল হলেও, চতুর্থ টেস্টে বুমরাহর পারফরম্যান্সে পতন দেখা গেছে। ম্যানচেস্টারের শেষ সেশনে তাঁকে ড্রেসিংরুমে ফিরতে দেখা যায়। যদিও বোলিং কোচ মরনে মর্কেল জানিয়েছেন যে তিনি চোট পাননি, কিন্তু মাঠে গতি হারানোর ছবি অন্য কথা বলছে। গোটা ইনিংসে বুমরাহ মাত্র একবারই ১৪০ কিমি প্রতি ঘণ্টা স্পর্শ করেন। এই গতি তাঁর জন্য অস্বাভাবিক কম।
কাইফের ইঙ্গিত: সময় এসে গিয়েছে
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশ করা একটি ভিডিওতে মহম্মদ কাইফ বলেন, “আমার মনে হয়, বুমরাহকে হয়তো আগামী টেস্ট ম্যাচগুলোতে দেখা যাবে না। তিনি হয়তো অবসরও নিতে পারেন। শরীর নিয়ে লড়ছেন, গতি হারাচ্ছেন, এই টেস্টে তাঁর স্পিড দেখা যায়নি।”
কাইফ আরও বলেন, “বুমরাহ একজন স্বাধীন সিদ্ধান্ত নেওয়া মানুষ। যদি তিনি মনে করেন, যে তিনি শতভাগ দিচ্ছেন না, দেশের জন্য ম্যাচ জেতাতে পারছেন না, উইকেট তুলতে পারছেন না, তাহলে নিজেই সরে যাবেন। এটাই আমার অন্তরের অনুভব।”
আরও পড়ুন: Ben Stokes Blasted for targeting Pant: লক্ষ্য ঋষভের পা! সমাচলনার মুখে স্টোকস
ভারতীয় টেস্ট দলের নতুন অধ্যায়?
কাইফ মনে করিয়ে দেন যে ভারতীয় ক্রিকেট এখন এক বদলের পর্যায়ে। “আগে বিরাট কোহলি, তারপর রোহিত শর্মা গেলেন, অশ্বিনও নেই। এখন হয়তো বুমরাহকেও টেস্টে দেখতে পাবেন না। দর্শকদের মানিয়ে নিতে হবে।” এই মন্তব্য ভারতীয় ক্রিকেটে টেস্ট দলের ভবিষ্যৎ গঠন নিয়ে নতুন করে আলোচনা শুরু করল। জসপ্রিত বুমরাহ টেস্ট ছাড়লে সেটি হবে ভারতীয় ক্রিকেটে আরেকটি যুগের অবসান।