Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan)। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতে তাঁর অভিনয় ও রূপের ঝলক ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি কলকাতায় ‘ডিয়ার মা’ (Dear Maa) ছবির প্রচার নিয়ে একটু ব্যস্ত। অভিনেত্রীর জন্মদিন ১ জুলাই। তিনি কলকাতায় পালন করলেন জন্মদিন। কেমন কাটল অভিনেত্রীর জন্মদিন? কী কী আয়োজন ছিল তাঁর জন্মদিনে?
জন্মদিনের আয়োজন (Jaya Ahsan)
অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’ (Dear Maa)। ছবির প্রচার চলছে। তাছাড়া ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির শুটিং চলছে কলকাতায়। এইসব কাজের মধ্যে সোমবার আয়োজন করা হয়েছিল অভিনেত্রীর (Jaya Ahsan) প্রাক জন্মদিনের আয়োজন। দক্ষিণ কলকাতায় এক রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। এই প্রথম তিনি কলকাতায় জন্মদিন পালন করেন। এর আগে কখনও এত সুন্দর মুহূর্ত তাঁর কাটেনি। অর্থাৎ ঢাকাতেও নাকি এভাবে জন্মদিন পালন করা হয়নি তাঁর।
মায়ের ভালোবাসা (Jaya Ahsan)
অভিনেত্রী জয়ার (Jaya Ahsan) জন্মদিনের আয়োজন বরাবরই তাঁর মা করে থাকেন। মায়ের হাতে রান্নাতেই তাঁর জন্মদিন উদযাপন হয়। অভিনেত্রীর মা না বলে নানা রকম আয়োজন করে রাখেন তাঁর জন্য। যদিও তিনি শেষ পর্যন্ত গোপন রাখতে পারেন না। তবে এবারটা একটু অন্যরকম। তিনি এখন রয়েছেন কলকাতায়। কী কী আয়োজন ছিল অভিনেত্রী জন্য? জন্মদিনে তাঁর প্রিয় চকলেট আনা হয়েছিল। সাথে পায়েস ছিল। শোনা যাচ্ছে, এই প্রথম তিনি জন্মদিন উপলক্ষে পায়েস খেলেন। আসলে অভিনেত্রীর মতে, তাঁদের পায়েস খাওয়ার চল নেই। তাই অভিনেত্রীর মা পায়েস খাওয়ার কথাতে খুশি হন।
আরও পড়ুন: Susmita-Sabyasachi: আলাদা হল সুস্মিতা-সব্যসাচীর পথ, মন খারাপ সায়কের
পাশে পর্দার মা
জন্মদিনে অভিনেত্রীর জয়া আহসানের (Jaya Ahsan) মা না থাকলেও পর্দার মা পাশে ছিলেন। পর্দার মা সোনালী গুপ্ত নিজের হাতে কেক খাইয়ে দেন। তবে জন্মদিনে মায়ের সাথে কাটাতে না পেরে একটু হলেও খারাপ লাগা রয়েছে অভিনেত্রীর। জন্মদিন উপলক্ষে তেমন সাজগোজ দেখতে পাওয়া যায়নি। বেইজ রঙের পোশাক পরেছিলেন জয়া। মাথায় চুল ছিল উঁচু করে বাধা আর হাতে ঘড়ি। তবে কলকাতাতে জন্মদিন পালন করায় অভিনেত্রী বেশ খুশি।
আরও পড়ুন: Rahul Dev Bose: টলিউড ছেড়ে দক্ষিণে পাড়ি! তামিলে আগ্রহী রাহুল দেব বোস
মা মেয়ের টানাপোড়েনের গল্প
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’ ছবিতে একজন মা ও মেয়ের সম্পর্কে টানাপোড়েন দেখানো হবে। ছবিটি প্রযোজনা করছেন ইন্দ্রানী মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায় চৌধুরী, পূজা সিং, সমীর রাও, আশীষ সিং ও শিল্পা কাটারিয়া সিং।