ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘আক্রোশ’ ছবিতে জিৎ ও ঋতুপর্ণাকে (Jeet-Rituparna) একসাথে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে সেটা বহু বছর আগে। জিৎ ও ঋতুপর্ণা বহু হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন। তবে আবার এই দুইজন জুটি বাঁধলে দর্শক তো খুশি হবেনই। তাঁদের একসাথে কাজের সম্ভবনার কথা জানালেন জিৎ ও ঋতুপর্ণা (Jeet-Rituparna)। তবে সরাসরি ছবি নিয়ে খোলসা করে কিছুই বলেননি দু’জনে।
একসাথে পর্দায় ফেরা (Jeet-Rituparna)
শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে জিৎ ও ঋতুপর্ণাকে একসাথে দেখা গিয়েছে (Jeet-Rituparna)। অভিনেতা জিৎ (Jeet) এর কথায়, অনুষ্ঠানে একসাথে তাঁদেরকে দেখা গিয়েছে, তবে ভবিষ্যতে পর্দায় দেখা যেতে পারে তাঁদেরকে। অভিনেতার কথায় ঋতুপর্ণা সেনগুপ্ত ( Rituparna Sengupta) সায় দিয়ে জানান, অনেকদিন ধরে তাঁরা ভাল কাজ খুঁজছেন। আর প্রযোজক যদি চান তাহলে আবারও তাঁদেরকে একসঙ্গে দেখা যাবে পর্দায়। অর্থাৎ ঋতুপর্ণা ও জিৎকে আগামী নতুন ছবিতে একসাথে পর্দায় দেখতে চলেছেন দর্শক। ঋতুপর্ণা সেনগুপ্ত ( Rituparna Sengupta) জানান, তাঁরা দুজনেই খুব ভালো বন্ধু। এমনকি তাঁরা একসাথে আড্ডা, ডিনারও মাঝে মাঝেই করে থাকেন । তাঁরাও চান কোনও ভালো গল্পে একসাথে পর্দায় ফিরতে।
আসছে নতুন ছবি (Jeet-Rituparna)
২৫ জুলাই শুক্রবার রিলিজ করল ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) ‘গুডবাই মাউন্টেন’। তাঁকে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তর (Indraneil Sengupta) বিপরীতে। আর এরই মধ্যে প্রযোজনা সংস্থার তরফ থেকে ঘোষণা করা হল ‘ম্যাডাম সেনগুপ্ত ২’ আসছে (Jeet-Rituparna)। অর্থাৎ আবারও নতুন রহস্য রোমাঞ্চে ভরা এই ছবি আসতে চলেছে দর্শকের সামনে। তবে আগের গল্পের সঙ্গে এই নতুন গল্পের কোনও যোগ নেই। সম্ভবত ভিন্ন গল্প নিয়ে ছবিটি এগোবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Dhankhar got Salman Khan bail: কৃষ্ণসার হত্যা মামলায় বলিউড তারকা সলমন খানের আইনজীবী ছিলেন ধনখর!
বায়োপিকে অভিনয়
অন্যদিকে নন্দী মুভিজের প্রযোজনায় ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ‘ আসছে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জিৎ (Jeet)। নিজের প্রযোজনার বাইরে অন্য ব্যানারে কাজ করবেন তিনি। এটি তাঁর প্রথম বায়োপিকে অভিনয়। স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংয়ের বায়োপিক তুলে ধরা হবে পর্দায়। আর এই অনন্ত সিংয়ের চরিত্রে থাকছেন জিৎ। অনন্ত সিং আসলে একজন বিপ্লবী না ডাকাত , সেই গল্প ফুটিয়ে তোলা হবে পর্দায়। অনন্ত সিং গরিবদের জন্য ধনীদের সম্পদ লুট করে। ইন্সপেক্টর দেবী রায়ের নেতৃত্বে পুলিশ খুঁজে বের করার চেষ্টা করবে অনন্ত সিংকে। তখন অনন্তর সূক্ষ্ম পরিকল্পনা ও সামরিক দক্ষতা তাঁকে এগিয়ে রাখবে। সে পুলিশকে নাস্তানুবাদ করবে।
সাহসী মানুষের জীবনী
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটির পরিচালক পথিকৃৎ বসু। ছবিটি শুটিং হবে কলকাতা, ঝাড়খন্ড, ম্যাসাঞ্জর ড্যামে। ভারতের স্বাধীনতা সংগ্রামে অনেক বিখ্যাত নাম মনে রাখা হয়। কিন্তু অনেক সাহসী মানুষ রয়েছেন, যাঁরা সকলেরই অজানায় রয়ে গিয়েছেন। অনন্ত সিং তেমনই একজন মানুষ।
আরও পড়ুন: Dhumketu: দেব-শুভশ্রী জুটি বেঁচে আছে, আবার জটিলতাও আছে! বড় ইঙ্গিত দেবের
নন্দী মুভিজের প্রযোজনাতেই জিৎ ও ঋতুপর্ণার দুই ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। আর তার মাঝেই তাঁদের নতুন ছবি আসার কথা ঘোষণা করলেন জিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ফলে দর্শকমহলে রীতিমতো উত্তেজনা তুঙ্গে। তবে নতুন ছবি সম্পর্কে কিছুই প্রকাশ করেননি জিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত।