ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেশ কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও জিতু কমলের ( Jeetu Kamal) নাম বেশ চর্চায় (Jeetu-Ditipriya)। বলা যেতে পারে অনুরাগীরা কি বলবেন বা কার হয়ে বলবেন কিছুই বুঝতে পারছিলেন না। বারবার দুই অভিনেতা অভিনেত্রীর দিকে বার্তা আসছিল, তাঁরা যেন একে অপরের সাথে সমস্যা মিটিয়ে নেন। কারণ ‘ চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি খুবই জনপ্রিয় (Jeetu-Ditipriya)।
জুটি ভাঙার আশঙ্কা (Jeetu-Ditipriya)
সম্প্রতি সমাজ মাধ্যমে দিতিপ্রিয়া রায় ( Ditipriya Roy) একটি ছোট্ট বার্তা শেয়ার করেন। অভিনেত্রী লেখেন, প্রোডাকশন হাউসের সহযোগিতায় সহ অভিনেতা অর্থাৎ জিতু কমলের (Jeetu Kamal) সাথে অভিনেত্রীর যে ভুল বোঝাবুঝি ছিল তা মিটিয়ে নিয়েছেন । অভিনেত্রীর এমন বার্তাতে খুশি অনুরাগী থেকে দর্শকরা। কারণ কেউ চাইতেন না, পর্দায় এত সুন্দর জুটি ভেঙে যাক। ‘ চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য – অপর্ণা জুটি দর্শকের মন জয় করে নিয়েছে। সেখানে এই দুই জন অভিনেতা অভিনেত্রীর মনোমালিন্য দেখে ভেঙে পড়েছিলেন অনুরাগীরা। অনেকেই ধরে নিয়েছিলেন , হয়ত ‘ চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জিতু দিতিপ্রিয়া একসাথে আর অভিনয় করবেন না (Jeetu-Ditipriya)।

পোস্ট করা
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিককে ‘ অপর্ণা ‘ র চরিত্রে অভিনয় করতেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। তিনি সহ অভিনেতা জিতু কমলের ( Jeetu Kamal) বিরুদ্ধে একাধিক দাবি তুলেছিলেন। জিতু কমলের কিছু কথা দিতিপ্রিয়ার কাছে অপমানজনক ছিল। তা নিয়ে সমাজ মাধ্যমে অভিনেত্রীর পোস্ট। পাল্টা পোস্ট করেন জিতু কমলও (Jeetu-Ditipriya)।
আরও পড়ুন: Football: ISL নিয়ে ধোঁয়াশা না কাটলেও FIFA রাঙ্কিংয়ে উত্থান ভারতের
কাজের প্রতি দায়বদ্ধ
অবশ্য অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) এ প্রসঙ্গে আগেই জানিয়েছিলেন , দিতিপ্রিয়ার সাথে অভিনয় করতে তাঁর কোনও বাধা নেই। কারণ এটা অভিনেতা জিতুর পেশা। অভিনেতা এও জানিয়েছিলেন, কাজের ব্যাপারে পরিচালক ও প্রযোজকের কাছে দায়বদ্ধ তিনি। তাছাড়া ব্যক্তিগত জীবনের সাথে পেশাগত জীবনকে আলাদা ভাবে রাখেন অভিনেতা। জিতু কমল মনে করতেন , দিতিপ্রিয়া খুবই ছোট, তাই সে ভুল করে ফেলেছে। দিতিপ্রিয়ার ভুলকে তিনি কখনোই পেশার সাথে জড়িয়ে ফেলেননি। আর সে বিষয়ে বারবার মুখ খুলেছেন অভিনেতা জিতু।

অনুরাগীরা ভীষণ খুশি
অনুরাগীরা ভীষণ খুশী জিতু ও দিতিপ্রিয়াকে জুটি হিসাবে পর্দায় দেখতে পাবেন বলে। আসলে পর্দায় জিতু দিতিপ্রিয়ার কেমিস্ট্রি দেখতে বেশ পছন্দ করেন দর্শক। তাই পর্দায় জিতু দিতিপ্রিয়ার জুটি ভেঙে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন ছিলেন অনুরাগী থেকে দর্শকরাও। সবশেষে বলা যায়,’ চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি আবার আগের মতোই জনপ্রিয়তার শিখরে থেকে দর্শকদের মনোরঞ্জন করে যাবে (Jeetu-Ditipriya)।