ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি টলিপাড়ায় জিতু-দিতিপ্রিয়াকে (Jeetu-Ditipriya) নিয়ে যেন গুঞ্জন থামছেই না। বৃহস্পতিবার ‘ চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দেখানো হয় আর্য অপর্ণার মনোমালিন্য। আর তার ফলেই বড়সড় দুর্ঘটনার মুখে পড়বেন নায়ক। এ তো গেল ধারাবাহিকের গল্প । বাস্তবেও জিতু দিতিপ্রিয়ার (Jeetu-Ditipriya) মধ্যে চলছে নানান গুঞ্জন। ফলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে, নাকি নায়কের মুখ বদল হতে চলেছে ধারাবাহিকে।
কৌতূহল
বলতে গেলে এক প্রকার দর্শকদের কাছে কৌতুহল তৈরি হয়। এই বুঝি নায়কের মুখ বদলে গেল। ঘটনাচক্রে ধারাবাহিকেও তেমনি গল্প সাজিয়েছেন প্রযোজনা সংস্থা। অপরদিকে দিতিপ্রিয়া শুক্রবার বিকেলের দিকে পোস্ট করেন , প্রযোজনা সংস্থার সহযোগিতায় জিতু কমলের (Jeetu Kamal) সাথে সমস্ত মনোমালিন্য মিটিয়ে নিয়েছেন। অর্থাৎ একের পর এক চমক আসতে থাকে। বিষয়টা দর্শকের কাছে উত্তেজনা তৈরি করে। আসলে সমাজ মাধ্যমে সমালোচকরা যেন হাত ধুয়ে পড়েছিল জিতু ও দিতিপ্রিয়ার পিছনে (Jeetu-Ditipriya)।
আলোচনায় বসা
টলিপাড়ার অন্দরে শোনা গিয়েছে, জিতু ও দিতিপ্রিয়াকে নিয়ে এমন জলঘোলা শুরু হয়েছে দেখে , প্রযোজনা সংস্থার কর্ণধার জিতু কমলের (Jeetu Kamal) সাথে আলাদাভাবে বসেন কথা বলার জন্য। সেখানে জিতু কমল ( Jeetu Kamal) জানিয়েছেন, দিতিপ্রিয়ার সাথে অভিনয় করতে তাঁর কোনও আপত্তি নেই। একই ভাবে প্রযোজনা সংস্থা কথা বলে দিতিপ্রিয়ার (Ditipriya) সাথে। এই ভাবে প্রযোজনা সংস্থার তরফ থেকে জিতু দিতিপ্রিয়ার মধ্যে সমস্যাকে মিটমাট করে দেওয়া হয় (Jeetu-Ditipriya)।
আরও পড়ুন: WiFi router: রাতে ওয়াইফাই রাউটার বন্ধ করেন তো, জানেন কি হয়
কেন এত গুঞ্জন ?
এবার আসা যাক গুঞ্জন নিয়ে । তাহলে কেন ধারাবাহিকে জিতুর অভিনয় নিয়ে এত কথা উঠল ? কেনই বা শোনা গেল ধারাবাহিকে নায়কের মুখ বদলের কথা ? অনেকেই মনে করছে ‘ চিরদিনই তুমি যে আমার ‘ ধারাবাহিকের শুটিংয়ে পাশাপাশি ‘ গীতা এলএলবি ‘, ‘ অনুরাগের ছোঁয়া ‘ , আজকের পরশুরাম ‘ ধারাবাহিকের শুটিং হয়। আর পরশুরামের সেটের পাশে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেট পড়েছে। তাই অনেকের ধারণা সম্ভবত সেখান থেকেই এমন গুঞ্জন রটেছে বলে (Jeetu-Ditipriya)।

বাড়ছে টিআরপি
জিতু দিতিপ্রিয়ার পোস্ট দর্শকদের মনে যেন তাঁদেরকে নিয়ে কৌতূহলের পাশাপাশি ধারাবাহিকের প্রতি ঝোঁক বাড়িয়ে দিয়েছি। তবে জিতু দিতিপ্রিয়াকে নিয়ে গুঞ্জনের ফলে ‘ চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের টিআরপি রেট অনেকটাই বেড়ে গিয়েছে । যার ফলে হাসি ফুটেছে ধারাবাহিকের কলাকুশলীদের। অফস্ক্রিনে নায়ক নায়িকার মধ্যে আর কোনও মনোমালিন্য নেই (Jeetu-Ditipriya)।