Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৮ আগস্ট জিতু কমলের (Jeetu Kamal) জন্মদিন (Birthday)। জন্মদিনের দিনটা যেন অত্যন্ত স্পেশাল হয়ে উঠল অভিনেতার কাছে। বর্তমানে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। পর্দায় আর্যকে সামনাসামনি দেখতে আর প্রিয় অভিনেতার জন্মদিনে শুভেচ্ছা জানাতে স্টুডিও পাড়ায় পৌঁছে গিয়েছিল ভক্তরা। সাথে প্রচুর আয়োজন। জন্মদিনটা কিভাবে ফ্যানেদের সাথে কাটালেন অভিনেতা ? আবেগপ্রবণ হয়ে পড়লেন অনুরাগীরা। কেনই বা সেলিব্রেশনের সময় উপস্থিত ছিলেন না দিতিপ্রিয়া?
জনপ্রিয় ধারাবাহিক (Jeetu Kamal)
জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। বিশেষ করে নজর কেড়েছে দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের জুটি। গল্পে এখন টানটান উত্তেজনা । সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। যেখানে দেখা যায়, একেবারে রূপকথার মত অপর্ণাকে ভালোবাসার কথা জানিয়েছে আর্য । যে দিনের জন্য এতদিন অপর্ণা অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তার সেই স্বপ্ন পূরণ হল (Jeetu Kamal)।
নবনীতার শুভেচ্ছা
আপাতত গুগল বলছে, ৩৫ বছরে পা রাখলেন অভিনেতা । জীবনে শুরু করলেন আর একটা নতুন বছর। প্রাক্তন স্ত্রী নবনীতা দাসও অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। বিচ্ছেদ হয়েছে তো কি হয়েছে, দুজনের সম্পর্কে যে তিক্ততা নেই, তা স্পষ্ট । সব থেকে বড় কথা, একে অপরের শুভাকাঙ্ক্ষী। এর আগেও নবনীতা কিংবা জিতুর কথায় তা বারংবার প্রমাণ মিলেছে, আবারও বোঝা গেল। নবনীতা জিতুর জন্মদিনে শুভেচ্ছা জানাতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করেননি (Jeetu Kamal)।
স্টুডিওতে অনুরাগীরা
অপরদিকে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের শুটিং হয় যেখানে অর্থাৎ দাসানি টু স্টুডিওতে ছিল এলাহি আয়োজন। দল বেঁধে হাজির হয়েছিলেন ফ্যানেরা। এই দিন কিন্তু জিতুর শুটিং ডেট ছিল না। তার পরেও অভিনেতা উপস্থিত হয়েছিলেন , শুধুমাত্র অনুরাগীদের আবদারে। সেখানে দেখলেন বিশাল আয়োজন। অনুরাগীদের হাতে বানানো পায়েস খান অভিনেতা । কেক কাটেন। অভিনেতার সামনে সাজিয়ে দেওয়া হয় পঞ্চ ব্যঞ্জন। খাবার পরিবেশন করা হয় মাটির পাত্রে।

অনুরাগীরা তাদের প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখেন। নতুন প্রমোর প্রশংসায় রীতিমত গদগদ। অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা পর্দার অপু আর আর্যকে সামনে থেকে দেখতে পান। আবার কোনই কোনও অনুরাগী , চিৎকার করে বলেন আই লাভ ইউ। জিতুর জন্য ছিল প্রচুর উপহার। অনুরাগীদের অটোগ্রাফ দেন তিনি (Jeetu Kamal)।
আরও পড়ুন : Novak Djokovic: ‘জোকার’ ম্যাজিক দেখা না গেলেও, ২ ঘণ্টা ৩১ মিনিট লড়াইয়ে বাজিমাত
ছিলেন না দিতিপ্রিয়া
প্রসঙ্গত, ফ্যানদের তরফ থেকে আয়োজন করা এই সেলিব্রেশনে ধারাবাহিকের টিমের অন্যান্য কলাকুশলীদের দেখতে পাওয়া যায়নি । কেন দেখতে পাওয়া যায়নি , এই প্রশ্নের উত্তর অধরা। হয়ত বা তারা কাজে ব্যস্ত ছিলেন। তবে এই সেলিব্রেশনে পর্দার অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়া উপস্থিত থাকলে, দর্শক অনুরাগীরা আরও বেশি খুশি হতেন (Jeetu Kamal)।