ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিতু কমল (Jeetu Kamal in TV Serial)। মাঝে ছোট পর্দা থেকে বেশ কয়েক বছর বিরতি নিয়েছিলেন। এবার নাকি তাঁকে দেখা যাবে জি বাংলার (Zee Bangla) পর্দায়। জোর গুঞ্জন শুরু হয়েছে। যদিও এই খবরে অভিনেতা এখনও শিলমোহর দেননি।
কী বলছে টলিপাড়া (Jeetu Kamal in TV Serial)
টলিপাড়ার (Tollywood) হাওয়া বলছে, অসমবয়সী গল্পে তাঁকে দেখা যাবে (Jeetu Kamal in TV Serial)। জিতুর বিপরীতে কে থাকছেন? কোন নায়িকাকে দেখতে পেতে চলেছেন? এই উত্তর এখনও অজানা। তাছাড়া ধারাবাহিকের (Serial) নামটাই বা কী? টলিপাড়ায় এসব নিয়ে তো গুঞ্জন চলেছে।
বিচ্ছেদের পরে প্রথম টেলিভিশনে (Jeetu Kamal in TV Serial)
নবনীতার সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথম তাঁকে টেলিভিশনে দেখা যেতে পারে (Jeetu Kamal in TV Serial)। টলিপাড়ার হাওয়া বলছে, জি বাংলার নিজস্ব প্রযোজনার একটি ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন অভিনেতা। তবে কী ধরনের গল্প, চরিত্রটাই বা কেমন হতে চলেছে, সেসব বিস্তারিত কিছুই জানা যায়নি। অভিনেতার অনুরাগীরা আশাবাদী। তারা মুখিয়ে রয়েছেন, অভিনেতাকে নতুন করে ছোট পর্দায় দেখার জন্য।
আরও পড়ুন: Rubel-Shweta Marriage: প্রকাশ্যে রুবেল-শ্বেতার বিয়ের কার্ড, জ্বলজ্বল করছে সিঁদুর দানের ছবি
একাধিক ধারাবাহিকে অভিনয়
প্রসঙ্গত, জিতু কমল দীর্ঘ ক্যারিয়ারে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। তালিকায় রয়েছে ‘মিলন তিথি’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘রাগে অনুরাগে’ প্রভৃতি। ‘ মহাপীঠ তারাপীঠ’ এ তাঁর অভিনয় দর্শকদের বেশ নজর কাড়ে। আর তাছাড়া ‘মিলন তিথি’তে জিতু উষসীর জুটিকে আজও ভোলেনি দর্শক।
আরও পড়ুন: Sourav-Sabyasachi: হাতে কাজ নেই? সৌরভ-সব্যসাচী মন দিচ্ছেন রেস্তোরাঁ ব্যবসায়!
এখন তিনি সত্যজিৎ নামে পরিচিত
আর তারপর এখন তো তিনি সত্যজিৎ নামে পরিচিত। অভিনেতাকে অনেকেই ভালোবেসে সত্যজিৎ বলেন। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন, ‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করে। লুক সেট থেকে শুরু করে জিতুর অভিনয়। এক কথায় দুর্দান্ত। এছাড়াও কাজ করেছেন মানুষ, বাবুসোনা, অরণ্যের দিনরাত্রির মতো প্রচুর ছবিতে। এমনকি জুটি বেঁধেছেন টলিপাড়ার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে। কিন্তু তিনি যে আবার নতুন করে ছোট পর্দায় ফিরবেন, এটা অনুরাগীরা ভাবতে পারেননি। আর যদি ফেরেন, তাহলে নিশ্চয়ই সেটা ব্যতিক্রম ঘরানার কিছু হবে। এমনটাই আশা করছেন, অভিনেতার অনুরাগীরা।
ব্যক্তিগত জীবন
আলোচনা সমালোচনায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম কাটা ছেঁড়া হয়নি। নবনীতার সাথে বিচ্ছেদের পর একের পর এক প্রশ্নে জেরবার হয়েছিলেন অভিনেতা তারপর শ্রাবন্তীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় ট্রল হতে হয়েছিল তবে এতকিছুর পরেও কিন্তু নিজের অভিনয়ের জায়গাকে অবহেলা করেননি। বরং সেই জায়গায় নিজের ১০০ শতাংশ দিয়ে কাজ করেছেন। আপাতত নতুন ধারাবাহিককে তাঁকে দেখা যাবে কিনা, অভিনেতা এই বিষয়ে কিছু জানাননি। এমনকি জি বাংলার তরফ থেকেও এরূপ কোনও খবর প্রকাশ্যে আসেনি। তাই বিষয়টা সিক্রেট হিসেবেই রয়েছে।