ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : অজয়ের বালি ঘাটে তুলকালাম কান্ড। জামুড়িয়ায় অজয় নদ থেকে অবৈজ্ঞানিকভাবে বালি তোলা হচ্ছে অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা (Jitendra Tiwari)। উঠল ‘গো-ব্যাক’ স্লোগানও। অজয়ের বালি ঘাটে বিজেপি নেতা, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারির ওপর হামলার চেষ্টা।
কি ঘটেছে ? (Jitendra Tiwari)
আসানসোলের জামুড়িয়ায় অজয় নদ থেকে প্রশাসনের মদতে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। যেখানে বালি তোলা হচ্ছে তার অদূরেই রয়েছে সরকারি জল প্রকল্পের ইনটেক। অভিযোগ, এমন করে বালি তোলার ফলে জল প্রকল্পের ইনটেক থেকে নদের প্রবাহ সরে যাওয়ার আশঙ্কা রয়েছে। যার ফলে বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সংকট দেখা দিতে পারে। এই নিয়ে দিন কয়েক আগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় মহিলারা। অভিযোগ তার পরেও বালি তোলা বন্ধ হয়নি।
অভিযোগ পেয়ে শুক্রবার দুপুরে জামুরিয়া দরবারডাঙা ঘাটে যান বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। তাঁর সঙ্গে একাধিক বিজেপি কর্মীও দলীয় পতাকা-হাতে গিয়েছিলেন। তাঁদের দেখেই ওই এলাকায় উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। প্রাক্তন মেয়রকে দেখে প্রথমে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। কিন্তু তাতে কান না দিয়ে সামনে এগিয়ে যেতে থাকেন জিতেন্দ্র (Jitendra Tiwari) ও অন্যান্যরা। ফলে আরও উত্তেজনা বাড়ে। কিছু মানুষ বাঁশ, লাঠি, বেলচা, থান ইঁট নিয়ে তেড়ে যান বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে সামান্য হাতাহাতি, ধাক্কাধাক্কিও হয়।কোনও ক্রমে হামলা রুখে দেন বিজেপি নেতার দেহরক্ষীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন : ডি কোম্পানির নামে হুমকি ফোন, SMS ! দুলাল সরকারের পর টার্গেট প্রাক্তন মন্ত্রী ?
জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ (Jitendra Tiwari)
জিতেন্দ্র তেওয়ারির, দাবি অবৈজ্ঞানিকভাবে ও অবৈধ উপায়ে অজয় নদের ওপর বালি তোলা হচ্ছিল। তাতে জল প্রকল্পের ক্ষতি হতে পারে বলে মনে করেন তিনি। মেয়র থাকাকালীন তিনি ওই জল্প প্রকল্পের সূচনা করেছিলেন। জিতেন তিওয়ারির দাবি, যেভাবে বালি তোলা হচ্ছে, তাতে সেই প্রকল্পের ক্ষতি হয়ে যেতে পারে। সেই কারণেই ওই জায়গা খতিয়ে দেখতে গিয়েছিলেন তিনি। আর সেই সময়ই তাঁকে লক্ষ্য করে ছুটে যায় কয়েকজন, তাঁর ওপর হামলার চেষ্টা হয়।কারা এই হামলা চালালেন? সেই বিষয়ে সরাসরি কারও দিকে অভিযোগের আঙুল তোলেননি আসানসোলের প্রাক্তন মেয়র (Jitendra Tiwari)। তবে তাঁর ইঙ্গিত শাসকদলের দিকে।
আরও পড়ুন : ট্যাংরার দে বাড়িতে বন্ধ সব সিসিটিভি, এল ফরেন্সিক দল
তৃণমূলের দাবি
যদিও তৃণমূলের অভিযোগ, জিতেন্দ্র বেআইনি বালি খাদান থেকে বখরা নিতে গিয়েছিলেন। তা নিয়েই গোলমাল বাঁধে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। পুলিশ সূত্রে খবর ,এই হামলার ঘটনা নিয়ে কোথাও অভিযোগ দায়ের করেননি প্রাক্তন মেয়র।