ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতের পরিস্থিতিতে এবার জাতিপুঞ্জে যুদ্ধবিরতি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো (Joe Biden Veto) প্রয়োগ করলো আমেরিকা। গত এক বছরেও বেশি সময় ধরে চলছে এই ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের পরিস্থিতি। এর মধ্যে একাধিক বার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।
জাতিপুঞ্জে প্রস্তাব (Joe Biden Veto)
ইসরায়েল ও প্যালেস্টাইনের এই সংঘাত কমানোর এইমধ্যেই জাতিপুঞ্জে একটি প্রস্তাব পেশ হয়েছিল। সেই প্রস্তাবে ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে চলা এই সংঘাতের পরিস্থিতি কমিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করার দাবি রেখেছিল এশিয়া ও ইউরপের বেশ কয়েকটি দেশ। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ সরব হয়েছিল ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে হওয়া এই সংঘাতের পরিস্থিতি কমিয়ে আনার জন্য। আর সেই প্রস্তাবের উপরে এবার নিজের ভেটো ক্ষমতা প্রয়োগ করলো (Joe Biden Veto) জো বাইডেনের আমেরিকা।
ঘরছাড়া বহু প্যালেস্টিনিয় (Joe Biden Veto)
ইসরায়েলের হামলায় ঘর ছাড়া রয়েছেন বহু শরণার্থী। দক্ষিণের রাফা আর উত্তরের খান ইউনুস শিবিরে থাকা প্যালেস্টাইনি শরণার্থীদের এখন দিন কাটছে অনাহারে। এর মধ্যেই গাজায় একাধিক বার স্থল ও আকাশ পথে হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনা। তাদের সেই দুরবস্থার (Joe Biden Veto) কথা মাথায় রেখেই জাতিপুঞ্জে এই প্রস্তাব পেশ হয়েছে।
আরও পড়ুন: Narendra Modi: দু’দিনের গায়ানা সফরে মোদী, সর্বোচ্চ নাগরিক সম্মানের ঘোষনা গায়ানা ও বার্বাডোসের
সামনেই অবসর বাইডেনের
কয়েকদিন পর আমেরিকার প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেবেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি একাধিকবার যুদ্ধকে সমর্থন করেছেন। তার সময়ে আমেরিকা ইসরায়েল প্যালেস্টাইন ও রাশিয়া ইউক্রেন দুই সংঘাতকেই সমর্থন করে যুদ্ধ সরঞ্জাম দিয়েছে। কিন্তু, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একাধিক বার বিশ্ব শান্তি ভঙ্গের অভিযোগ তুলেছেন জো বাইডেনের বিরুদ্ধে। তবে এবার জাতিপুঞ্জের এই প্রস্তাবে ভেটো প্রয়োগের কারণে জো বাইডেনকে আরও বেশি কটাক্ষের শিকার হতে হবে বলে মনে করচ্ছে কূটনৈতিক মহল।
ভেটো কী
জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মোট স্থায়ী সদস্য সংখ্যা ৫। যাদের কাছে রয়েছে ভেটো ক্ষমতা। এরা হল আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স ও চিন। ইসরায়েল ও প্যালেস্টাইনের এই যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানিয়েছে রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড ও চিন এই ৪টি দেশ। কিন্তু, আমেরিকা এর আগে এই প্রস্তাবে সমর্থন জানালেও গত বুধবার আমেরিকা জাতিপুঞ্জে নিজের ভেটো ক্ষমতা ব্যবহার করে এই যুদ্ধ বিরতি প্রস্তাব বাতিল করে দিল।
পরিদর্শনে বিবি
গত বুধবার গাজ়ার ‘হামাসমুক্ত’ অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জমিন নেতানিয়াহু। তিনি সেখানে পরিদর্শনে গিয়ে বলেন ‘‘হামাস আর কোনও দিন এই ভূখণ্ড শাসন করতে পারবে না।’’ সশস্ত্র প্যালেস্টিনিয় গোষ্ঠীটিকে পুরোপুরি নির্মূল করার ঘোষণাও করেন তিনি। তবে কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রবেশের পরে যুদ্ধ বন্ধে সক্রিয় হতে পারেন তিনি।