Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি ট্রেলার মুক্তি পেল অনীক দত্তর (Joto Kando Kolkatatei) বহু আলোচিত ছবি ‘যত কান্ড কলকাতাতে’ (Joto Kando Kolkatatei)। ছবিটি ঘিরে ছিল একাধিক জল্পনা কল্পনা বিতর্ক এবং আবেগ। ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান (Firdausul Hasan) ও অনীক দত্ত (Anik Dutta) ছবির ট্রেলার লঞ্চে কী বললেন? তবে ছবির প্রমোশন ঘিরে কিছু সমস্যা ও বিতর্ক সামনে এসেছিল। ট্রেলারে অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে অনীক দত্ত কী জানালেন? প্রযোজক কী বললেন?
কী বললেন প্রযোজক ? (Joto Kando Kolkatatei)
‘ যত কান্ড কলকাতাতেই ‘ ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান (Joto Kando Kolkatatei)বলেন,” ছবিকে একটা জায়গায় নিয়ে আসার পিছনে দীর্ঘ দু বছরের কঠোর পরিশ্রম রয়েছে। যাঁদের জন্য ছবি তৈরি, যখন তাঁদের কাছে ছবিটি পৌঁছাবে, তখন তার মধ্যে আলাদা আনন্দ থাকে । এখন দেখার দর্শক কতটা ছবিকে ভালোবাসা দেবে।” প্রযোজক আরও বলেন,” আমাদের কাজ কতটা দর্শকের কাছে গ্রহণযোগ্য হল তাও দেখার।”
কী বললেন পরিচালক? (Joto Kando Kolkatatei)
অপরদিকে ছবির ট্রেলারে আবির চট্টোপাধ্যায়ের (Joto Kando Kolkatatei) অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে অনীক দত্ত ( Anik Dutta) মজার ছলে জানান, এই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে আবির ভিসা পাননি। বলেন, ” এমনকি বাংলাদেশী তরুণী, যিনি এই ছবিতে অভিনয় করছেন তিনিও ভিসা পাননি । আর এইসব কিছু জটিলতা থাকতেই পারে, তবে আবিরের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। মাঝে মাঝে ফোনে কথা হয় । ছবির প্রমোশন নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো মনে করি।” প্রমোশন নিয়ে মতপার্থক্য থাকলেও অনীক দত্ত এটাও স্পষ্ট করে দেন যে, যাঁরা প্রমোশন করতে চায়, তাঁরা নিশ্চয়ই করতে পারেন। আর শিল্পীদের মধ্যে মতপার্থক্য থাকলেও, সম্পর্কের রসায়নে তেমন বড় ফাটল নেই।
গল্পের কাহিনী
ছবিটির গল্প কলকাতার প্রেক্ষাপটে, যেখানে গল্প শুরু হয় বাংলাদেশের এক তরুণীকে ঘিরে। যে নিজের হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজতে কলকাতায় আসে। অথচ তাঁর হাতে রয়েছে মাত্র একটি সূত্র , তা আবার জটিল হেঁয়ালিতে ভরা। সেই হেঁয়ালির উত্তর খুঁজতে তার সঙ্গী হয় তোপসে। তদন্তে বেরিয়ে তারা পৌঁছায় কলকাতা থেকে দার্জিলিং। পথে পথে বাধা আর পুরনো ইতিহাসের সঙ্গে মুখোমুখি হয় এই জুটি, সঙ্গে রহস্য।
আলোচনার কেন্দ্রে
ছবির প্রেক্ষাপট, তারকা নিয়ে বিতর্ক ও নির্মাতাদের অভিজ্ঞতা সব মিলিয়ে ছবিটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। এখন দেখার এই গল্পের বিষয় দর্শক কতটা আপন করে নেয়। ছবির প্রযোজক জানান, এবারের পুজোর সময় আসতে চলেছে আরও চারটি ভিন্ন স্বাদের গল্প।
আরও পড়ুন: Aratrika Maity: তিন তলা থেকে ঝাঁপ আরাত্রিকার, ভয়ে নার্ভাস শ্রুতি!
সবশেষে বলা যায় এবারের পুজোতে দর্শক দেখতে পাবেন চারটি ছবি। আর চারটি ছবি যে ভিন্ন স্বাদের তা জানিয়ে দিলেন ছবির প্রযোজক। সুতরাং দর্শকরা পুজোর সময় হৈ হৈ করে মন্ডপে মন্ডপে ঘোরা আর পরিবারের সাথে দেখতে পাবেন এই সুন্দর গল্প কাহিনীতে ভরা ছবিগুলিকে।