ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিচার পেল জয়নগর (Joynagar Verdict)। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায়, অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে (Mustakin Sardar) ফাঁসির সাজা শোনাল নিম্ন আদালত। ২ মাসের মাথায় আদালত সাজা ঘোষণা করল (Joynagar Verdict)।
জয়নগরে ধর্ষণ-খুনে ফাঁসির সাজা (Joynagar Verdict)
২ মাসের মধ্যে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার পেল বাংলা। জয়নগর কাণ্ডে অভিযুক্তকে ফাঁসির সাজা দিল বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্র্যাক কোর্ট। বৃহস্পতিবারই মুস্তাকিন সর্দারকে (Mustakin Sardar) দোষী সাব্যস্ত করেছিল আদালত। শুক্রবার ফাঁসির সাজা ঘোষণা করলেন বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারপতি সুব্রত চট্টোপাধ্যায়। অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা হতেই আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার পরিবার। প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা (Joynagar Verdict)।
ছাত্রীকে অপহরণের পর খুন-ধর্ষণ (Joynagar Verdict)
আরজি কর কাণ্ডে যখন উত্তাল গোটা রাজ্য, তখন চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনে অভিযোগ ওঠে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। টিউশনি পড়তে গিয়ে চলতি বছরের ৪ অক্টোবর নিখোঁজ হয়ে গিয়েছিল সে। পরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরত্বে একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। রাতেই মুস্তাকিনকে গ্রেফতার করে পুলিশ। ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ও পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয়। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী (Joynagar Verdict)।
আরও পড়ুন: West Bengal News: বর্ষাকালেও ‘মিনিকিট’ চাষ! অসময়ে ধান চাষে নয়া পদক্ষেপ
পকসো আইনে মামলা রুজু (Case under POCSO Act)
ঘটনার প্রেক্ষিতে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। এরপর ৭ অক্টোবর একটি সিট গঠন করা হয় পুলিশের তরফে। তদন্ত করে ৩০ অক্টোবর চার্জশিট জমা দেওয়া হয় বারুইপুর আদালতে। মামলায় সাক্ষ্য দেন ৩৬ জন। শেষপর্যন্ত সব পক্ষের বক্তব্য শুনে ও তথ্য প্রমাণ খতিয়ে দেখে বৃহস্পতিবার মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করে বারুইপুর। শুক্রবার অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারপতি সুব্রত চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: Mamata Banerjee: ইংরেজি নববর্ষের আগেই দিঘা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়,
সাজা ঘোষণাকে স্বাগত শাসক বিরোধীর (Opposition To The Ruling)
জয়নগর কাণ্ডে অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। রাজ্য পুলিস ও বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর (Chief Minister’s Post On X Handle)
পাশাপাশি এক্স হ্যান্ডেলে মুখ্য়মন্ত্রী লিখেছেন, ‘জয়নগরে নাবালিকা খুন ও ধর্ষণে মামলায়, আজ অভিযুক্ত ফাঁসির সাজা দিয়েছে বারুইপুরের পকসো আদালত। এই ধরনের মামলায় মাত্র দু’মাসের মাথায় বিচার ও ফাঁসি সাজা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। রাজ্য পুলিস ও বিচার প্রক্রিয়ার সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। রাজ্য সরকার মহিলাদের বিরুদ্ধে অপরাধ কোনওভাবেই বরদাস্ত করে না’।