ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন (Justice Harish Tandon)। সুপ্রিম কোর্ট কলেজিয়াম কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছে।
ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন। ওড়িশা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস চক্রধারী সরণ সিং গত ১৯ জানুয়ারি অবসর নিয়েছেন। ফলে বর্তমানে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ ফাঁকা রয়েছে। সেই জায়গাতেই ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের (Justice Harish Tandon) নাম প্রস্তাব করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। ২০১০ সালের ১৩ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ হন জাস্টিস হরিশ ট্যান্ডন। সেই থেকে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিজের দায়িত্ব পালন করে চলেছেন জাস্টিস হরিশ ট্যান্ডন।
রেঙ্কিংয়ের তালিকায় ৭ নম্বর বিচারপতি হরিশ ট্যান্ডন (Justice Harish Tandon)
সারা দেশের সমস্ত হাইকোর্টের প্রধান বিচারপতি সহ বিচারপতিদের সিনিয়রিটির রেঙ্কিংয়ের তালিকায় ৭ নম্বর রয়েছেন জাস্টিস হরিশ ট্যান্ডন (Justice Harish Tandon)। তিনি কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র বিচারপতি। বিচারপতি হওয়ার আগে তিনি কলকাতা হাইকোর্টে দেওয়ানী বিষয়ক আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতেন। ন্যায় বিচার প্রদানে তিনি অগাধ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।তাঁকে একজন যোগ্য বিচারক হিসেবে বিবেচনা করা হয় এবং উচ্চ বিচারিক পদে অধিষ্ঠিত ব্যক্তির জন্য প্রয়োজনীয় উচ্চ স্তরের সততা এবং আচরণের অধিকারী তিনি।

আরও পড়ুন: Bratya Basu: যাদবপুর-কাণ্ডের জের, নিরাপত্তা বাড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
সকল প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে কলেজিয়াম বিবেচনা করছে যে বিচারপতি হরিশ ট্যান্ডন (Justice Harish Tandon) ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার জন্য সকল দিক থেকেই যোগ্য এবং উপযুক্ত। তাই কলেজিয়াম বিচারপতি হরিশ ট্যান্ডনকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়ার প্রস্তাব করেছে।