ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা হাইকোর্ট থেকে এবার সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী (Justice Joymalya Bagchi)। সুপ্রিম কোর্টের বিচারপতি পদে বিচারপতি জয়মাল্য বাগচীকে উন্নীত করার সুপারিশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের।
আগামী দিনে প্রধান বিচারপতি হতে পারেন? (Justice Joymalya Bagchi)
কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হবে। এমনটাই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের কলেজিয়ামের। প্রসঙ্গত বিচারপতি জয়মাল্য বাগচী ২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এরপর ২০২১ সালের ৪ জানুয়ারি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে তাঁকে স্থানান্তরিত করা হয়। তারপর ওই বছরেরই ৮ নভেম্বর ফের কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনি ফিরে আসেন (Justice Joymalya Bagchi)। এরপর থেকে তিনি কলকাতা হাইকোর্টেই বিচারপতি হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে তিনি উচ্চ আদালতের বিচারপতি হিসেবে কাজ করে চলেছেন। আইনের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অগাধ অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন: Jadavpur VC: উচ্চ রক্তচাপ, হাসপাতালে ভর্তি যাদবপুরের উপাচার্য, দেখতে গেলেন ব্রাত্য বসু

২০১৩ সালের ১৮ জুলাই প্রধান বিচারপতি হিসেবে আলতামাস কবির অবসর নেওয়ার পর থেকে কলকাতা হাইকোর্ট থেকে কোনও বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হননি। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের পর্যবেক্ষণ অনুযায়ী, বিচারপতি কেভি বিশ্বনাথন ২০৩১ সালের ২৫ মে অবসর নেওয়ার পরে বিচারপতি জয়মাল্য বাগচী (Justice Joymalya Bagchi) প্রধান বিচারপতি হওয়ার সারিতে থাকবেন। তাঁর অবসর নেওয়ার সময় হল ২০৩১ সালের ২ অক্টোবর। সুতরাং, প্রধান বিচারপতি হিসেবে যদি তিনি নিযুক্ত হন সেক্ষেত্রে তাঁর হাতে আরও ছয় বছর সময় থাকবে।
আরও পড়ুন: Bratya Basu: যাদবপুর-কাণ্ডের জের, নিরাপত্তা বাড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
শুধু তাই নয়, কলেজিয়াম এও পর্যবেক্ষণ করেছে যে বর্তমানে সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্ট থেকে মাত্র একজনই বিচারপতিই প্রতিনিধিত্ব করবেন। বিচারপতি জয়মাল্য বাগচী (Justice Joymalya Bagchi) সারা দেশের সমস্ত উচ্চ আদালতের বিচারপতি এবং প্রধান বিচারপতিদের বরিষ্ঠতার (সিনিয়রিটি) নিরিখে বর্তমানে ১১ নম্বরে রয়েছেন। তাই কলেজিয়াম সর্বসম্মতিক্রমে বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রস্তাব করেছে।