Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লাস ভেগাসের নাইট ক্লাবের সম্প্রতি এক অদ্ভুত (Justin Bieber) ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। জনপ্রিয় কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের (Justin Bieber) নাম ঘিরে রীতিমত হৈচৈ পড়ে যায়। কারণ জানা যায় যে, মঞ্চে আসল শিল্পী নয়, বরং তাঁর প্রতিমূর্তি মঞ্চে উঠে পারফর্ম করেছিলেন। পরবর্তীতে ক্লাব কর্তৃপক্ষ মিলে তাড়িয়ে দেয় ওই পরিচয় গোপন করা ব্যক্তিটিকে। কী ঘটনা ঘটেছে? কেন পরিচয় গোপন করলেন ?
পরিচয় গোপন (Justin Bieber)
ঘটনাটি ঘটেছে লাস ভেগাসের বিখ্যাত নাইট ক্লাবে। ওই রাতে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে এক ব্যক্তি নিজেকে জাস্টিন বিবার (Justin Bieber) বলে পরিচয় দেন। সাজপোশাক, চুলের স্টাইল এবং দেহভঙ্গি , সবকিছুতেই তিনি আসল বিবারের সঙ্গে চমকপ্রদ মিল রেখে উপস্থিত হয়েছিলেন। প্রথমদিকে দর্শকরা সত্যিই ভেবেছিলেন, প্রিয় শিল্পী তাঁদের জন্য বিশেষ পরিবেশনা করতে এসেছেন। ওই ব্যক্তির নাম ডিলান ডেসক্লোস। যিনি জাস্টিন বিবার (Justin Bieber) বলে পরিচয় দিয়ে গান গাইছিলেন।
পরিচয় গোপন রেখে গান গাওয়া
ক্লাব কর্তৃপক্ষও শুরুতে বিভ্রান্ত হন এবং পরিচয় গোপন করা ব্যক্তিকে স্বাগত জানায় তাঁর। ব্যক্তিটি মঞ্চে উঠে জনপ্রিয় কিছু গান পরিবেশন করেন। এমনকি সেই গানে মুগ্ধ হন দর্শকরা । শোনা গিয়েছে, অনেকে সেলফিও তুলেছেন ওই ব্যক্তির সাথে। তবে কিছুক্ষণের মধ্যেই সন্দেহ দানা বাঁধে। অনুষ্ঠান পরিচালনাকারীরা যখন নিশ্চিত হতে চান, তখন স্পষ্ট হয়ে যায় যে এটি আসল জাস্টিন বিবার (Justin Bieber) নন। সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় এবং ওই ব্যক্তিকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।
অনেকের কাছে মজাদার ঘটনা
খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। অনেকেই ঘটনাটিকে মজাদার বলে মনে করলেও অনেকে প্রতারণার জন্য তীব্র সমালোচনা করেছেন। ভক্তরা অবশ্য এটুকু জেনে স্বস্তি পেয়েছেন যে জাস্টিন বিবার ( Justin Bieber) নিজে এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং তাঁর ভাবমূর্তি নিয়ে কোনও বিতর্ক নেই।
আরও পড়ুন: Gold Discovery: ভারতের সোনার ভাণ্ডারের নতুন দিগন্ত, ওড়িশায় একাধিক খনির সন্ধান!
মর্যাদা রাখা উচিৎ
শিল্পীর প্রতি ভক্তদের ভালোবাসা ও সম্মান এতটাই প্রবল যে, তাঁকে অনুকরণ করে এমন প্রতারণামূলক ঘটনা ঘটতেও দেখা যায়। তবে এই ঘটনা একইসঙ্গে প্রমাণ করে, শিল্পীর জনপ্রিয়তা যেমন বিশাল, তেমনি তাঁর নামের মর্যাদা রক্ষা করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন ঘটনার পর ওই ব্যক্তিকে নাইট ক্লাব থেকে বের করে দেওয়া হয় ও নিষিদ্ধ করা হয় ক্লাবে। অবশ্য জাস্টিন বিবারের (Justin Bieber) তরফ থেকে এ প্রসঙ্গে কিছু জানা যায়নি।