ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তুন করে ফাগুনে রাঙা হলেন শিল্পী কবীর সুমন (Kabir Suman)। নিজেই সে কথা জানালেন সোশ্যাল মিডিয়ায় (Social Media) । ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) । ভালোবাসা দিবসে নিজের মনের কথা শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে। শুক্রবার একটি ছবি তিনি পোস্ট করেছেন। সেখানেই তাঁকে দেখা গেল প্রিয়তমার সাথে।
প্রেমের জোয়ারে ভাসছেন শিল্পী (Kabir Suman)
শিল্পী কবীর সুমন যে প্রেম দিবসে প্রেমের জোয়ারে ভাসছেন, তা বলাই বাহুল্য (Kabir Suman)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিলেন ভালবাসার মানুষের সঙ্গে আদুরে ছবি। অকপটে স্বীকার করলেন, তাঁর মনে আবার বসন্ত এসেছে। আবারও প্রেমে পড়েছেন। অন্তত সোশ্যাল মিডিয়া পোস্ট সে কথাই বলছে। তাছাড়া প্রেমে পড়ার জন্য তো আলাদা করে কোনও বয়স হয় না, তা সবাই জানে। তাই হয়ত ‘চিরতরুণ’ শিল্পীকে দেখা গেল প্রিয়তমার সাথে। যার কাঁধে হাতে হাত রেখে, হাসিমুখে ছবি তুলেছেন। মুগ্ধ নয়নে শিল্পী তাকিয়ে আছেন প্রেমিকার দিকে।
অনুপ্রেরণা খুঁজে পেলেন অনুরাগীরা (Kabir Suman)
কবীর সুমনের (Kabir Suman) বয়স প্রায় ৭৫ পেরিয়েছে। ভালোবাসা দিবসে শিল্পীর এমন পোস্টে অনুরাগীরা নতুন করে যেন অনুপ্রেরণা খুঁজে পেলেন। তাঁর নতুন করে প্রেমে পড়ার খবর পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। শুভেচ্ছায় ভরে গেল কমেন্ট বক্স। কেউ লিখলেন, “জয় ভালোবাসা”। অনেকে আবার জানিয়েছেন “ফাল্গুনের শুভেচ্ছা। কি যে সুন্দর ছবিটা, ভালোবাসি ভালোবাসি”। আবার কোনও অনুরাগী লিখেছেন, “আপনার সক্রিয় উপস্থিতির অদম্য গতি আঁচ করি, ভালোবাসা থেকে উৎসারিত”।
আরও পড়ুন: Jeetu -Srabanti: দৌড়ে গিয়ে শ্রাবন্তীকে জড়িয়ে ধরলেন জিতু, ভ্যালেন্টাইন্স ডে’তে সত্যি হল প্রেম!
প্রেমিকার পরিচয়
শিল্পীর প্রেমিকার পরিচয় পাওয়া গিয়েছে কমেন্ট বক্সেই। যেখানে তিনি পাল্টা শিল্পীর প্রতি প্রেম উজার করে দিয়েছেন। মন্তব্য করে লিখেছেন, “আমিও তোমায় ভালোবাসি”। ফেসবুকের তথ্য বলছে, এনার নাম সৌমি বসু মল্লিক, থাকেন হাওড়ায়। তাঁর ছবি পোস্ট করে শিল্পী লিখেছেন “আমাদের ভ্যালেন্টাইন ২০২৫”। ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সেই ছবি। আর প্রেম দিবসে একের পর এক অনুরাগী শুভেচ্ছা জানাচ্ছেন শিল্পীকে। বয়স যে তাঁর কাছে সংখ্যা মাত্র, তা তিনি আগেও বলেছিলেন। এবার তা প্রমাণ করে দিলেন। ২০২৫ এর ভ্যালেন্টাইন্সে আলাপ করালেন প্রিয়তমার সঙ্গে।
আরও পড়ুন: Saif Ali Khan: ভ্যালেন্টাইন্স ডে’তে মাখোমাখো প্রেম, করিনার জন্য শুটিং ছেড়েছিলেন সইফ!
প্রেম ছাড়া জীবন অচল
প্রসঙ্গত, বাংলাদেশি শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে কবীর সুমনের এখনও বিচ্ছেদ হয়নি। কিন্তু দুই দশক ধরে তাঁরা একসঙ্গে থাকেন না। শিল্পী তাঁর গানে লেখায় বারংবার বুঝিয়ে দিয়েছেন, তিনি প্রেমিক মানুষ। প্রেম ছাড়া জীবন অচল। আর মানুষ প্রেমে বারবার পড়তে পারে। তার জলজ্যান্ত প্রমাণ, ২০২৫ এর প্রেম দিবস। শিল্পীর পোস্ট দেখে ভীষণ খুশি অনুরাগীরা।