ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মে মাসে মুক্তি পেয়েছে অজয় দেবগনের (Ajay Devgn) ‘রেড ২’ (Raid 2) ছবি। যেটা এখন বক্স অফিসে ধামাকাদার রূপে ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে। অপরদিকে আগামী মাসে মুক্তি পেতে চলেছে কাজলের (Kajol) ‘মা’ (Maa) ছবি। সেই ছবির প্রচারে মায়ের আশীর্বাদ নিতে কলকাতায় এলেন কাজল। বৃহস্পতিবার সকালে দক্ষিণেশ্বরে মাকে পুজো দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। একদিকে অজয় দেবগনের ছবি, অপরদিকে কাজলে ছবি। একে অপরকে কতটা সাপোর্ট করছেন দুজনে? সেই বিষয়ে ট্রাইব টিভিকে কী বললেন অভিনেত্রী?
জনপ্রিয়তার শিখরে ‘রেড ২’ (Kajol)
আগামী মাসে মুক্তি পেতে চলেছে কাজলের (Kajol) ‘মা’ (Maa )ছবি। ছবিটি পরিচালনা করেছেন রেবতী। অপরদিকে অজয় দেবগনের ‘রেড ২’ (Raid 2) মুক্তি পেয়েছে। পরিবারের সকলে মিলে রেড ২ দেখেছেন। অভিনেতা গর্বিত ছবিটি করতে পেরে। পরিবারের সদস্যদেরও খুবই ভালো লেগেছে রেড ২। রাজকুমার গুপ্তা (Raj Kumar Gupta) পরিচালিত রেড ২ ছবিটিতে অজয় দেবগনের ভূমিকা মুখ্য হলেও নেতিবাচক চরিত্রে নজর কেড়েছেন রীতেশ দেশমুখ। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে বাণী কাপুর, রজত কাপুর, সৌরভ শুল্কা, সুপ্রিয়া পাঠক ও অমিত সিয়ালকে।
মন্দিরে পুজো দেন অভিনেত্রী (Kajol)
‘মা’ ছবির সাফল্য প্রার্থনা করতে আর আগেও কলকাতায় দক্ষিণেশ্বরে আসেন অভিনেত্রী কাজল (Kajol)। সাথে ছিলেন তাঁর মা ও ছেলে । তাঁকে দেখা গিয়েছিল, লাল সালোয়ার কামিজে। হুইলচেয়ারে মা তনুজা। সাথে ছেলে যুগ দেবগন। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মায়ের পুজো দিয়েছিলেন তাঁরা।
আবেগে প্রভাব ফেলবে
জানা গিয়েছে ,অভিনেত্রী কাজলের ‘মা’ ছবি দর্শকের আবেগে প্রভাব ফেলতে পারে। এক মায়ের আত্মত্যাগ, আবেগ ও সংগ্রামের কাহিনী নিয়ে তৈরি এই ছবি। যা দর্শকের খুবই পছন্দ হবে। অভিনেত্রীর কথায়, কলকাতার সঙ্গে তাঁর এক আলাদা সম্পর্ক আছে । দক্ষিণেশ্বর মন্দিরের যাওয়ার ইচ্ছা বহু দিনের ছিল। প্রচারে মাঝেই সেই সুযোগ এসেছে। বৃহস্পতিবার অভিনেত্রীকে দেখার জন্য মন্দির চত্বরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো ছিল।
আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: কানের লাল গালিচায় ঐশ্বর্যা, সাথে মেয়ে আরাধ্যা! রয়েছে কোন চমক?
কত কোটি আয় হল?
গত পয়লা মে মুক্তি পেয়েছে ‘রেড ২’। আর এই কদিনে কোটি কোটি টাকা আয় করে ফেলেছে। রেড ২(Raid 2) পার করছে একের পর এক সাফল্যের গণ্ডি। অভিনেত্রী কাজল এ প্রসঙ্গে ট্রাইব টিভিকে জানান, তিনিও সাপোর্ট করছেন অজয় দেবগনকে। আর অজয় দেবগনও কাজলকে সাপোর্ট করছেন। অর্থাৎ দুটি ছবির রিলিজ সময় কাছাকাছি। রেড ২ আর মা ছবি। ইতিমধ্যেই রেড ২ রিলিজ হয়ে গিয়েছে, অপরদিকে মা ছবি রিলিজ হবে। আর এই সময় দু’জন দু’জনের পাশে আছেন। ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এতে তিনি গর্বিত। তবে এটা সহজেই বলা যায় যে, রেড ২ যেমন জনপ্রিয়তা লাভ করেছে তেমনি কাজলের ‘মা’ ছবিও দর্শকের মন জয় করে নেবে।