ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় (Kolkata) কাজল (Kajol Controversy) এসেছিলেন ‘মা’ (Maa) ছবি প্রচার করতে। পুজো দেন দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineswar Kali Temple)। আর এসে যে এত সমালোচিত হবেন বুঝতে পেরেছিলেন কি? কলকাতা থেকে কাজল চলে যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই ছবি ব্যাপক ভাইরাল হয়। তাঁর ছবি নিয়ে নানা রকম মন্তব্য থেকে শুরু করে সমালোচনার ঝড় বইতে থাকে। কেনই বা কাজলের নামে এমন কথা বলা হয়েছে? কেনই বা তৈরি হল বিতর্ক?
মন্দির কর্তৃপক্ষের ভূমিকা (Kajol Controversy)
সম্প্রতি বলিউড (Bollywood ) অভিনেত্রী কাজল (Kajol Controversy) দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে আসেন। মায়ের গর্ভগৃহে গিয়ে পুজো দেন। মাকে আরতি করতে দেখা গেছে তাঁকে। আর এই নিয়ে নেটিজেনদের একাংশ প্রশ্ন উঠেছে। কীভাবে তিনি গর্ভগৃহে প্রবেশ করলেন? যেখানে সাধারণ ভক্তরা যেতে পারেন না। মন্দিরের নিয়ম অনুযায়ী গর্ভগৃহে প্রবেশের অধিকার শুধুমাত্র পুরোহিতদেরই থাকে।
অনেক ভক্ত মন্দিরের বাইরে থেকেই মাকে দর্শন করে ফিরে আসেন। সেখানে একজন তারকার জন্য নিয়ম ভাঙা হলে, তা বৈষম্য ও অসন্তোষের জন্ম দেয় বলে মনে করছেন অনেকেই। আবার অনেকেই বলছেন, একজন ভক্ত হিসেবে কাজল দেবীর দর্শন করতে এসেছেন। সেখানে তাঁর ভক্তিভাব নিয়ে প্রশ্ন তোলা অনুচিত। তাছাড়া মন্দির কর্তৃপক্ষ যদি কাজলকে গর্ভগৃহে প্রবেশের অনুমতি দিয়ে থাকে, তাহলে নিয়ম শিথিল করা নিয়ে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এমনই নানান মন্তব্য ভেসে উঠেছে নেটপাড়ায়।

ধর্মীয় ভাবাবেগে আঘাত! (Kajol Controversy)
মন্দির কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনও বিবৃতি না এলেও এ বিষয়ে বিতর্কের আগুন যেন আরও ছড়িয়ে পড়ছে (Kajol Controversy)। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলেছেন, এই ঘটনা অনেকের মনে ধর্মীয় ভাবাবেগকে আঘাত হেনেছে। বারবার প্রশ্ন উঠছে, ধর্মের নিয়ম সবার জন্য সমান। নাকি সেলিব্রেটিদের জন্য আলাদা?
আরও পড়ুন: Sasurbari Zindabad: বড়পর্দায় জামাইষষ্ঠীর আনন্দ, আসছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’! জুটি বাঁধবেন কারা?

নিজের বাড়ি মনে করেন !
অভিনেত্রী আদতে মুম্বাই বাসিন্দা হলেও, মনেপ্রাণে তিনি বাঙালি। মায়ের পুজো দিতে এসে তিনি বলেন, “মন্দিরে এসে মনে হচ্ছে মায়ের কাছে এসেছি। এখানে পুজো দিলাম, আশীর্বাদ নিলাম।” তিনি আরও বলেন, মন্দিরে যতবার তিনি এসেছেন তাঁর ভালো লেগেছে খুবই। এদিন সাংবাদিকদের সাথে কিছু আলাপচারিতা করার পরেই তিনি বেরিয়ে যান। এদিন অপারেশন সিঁদুর নিয়েও মুখ খোলেন অভিনেত্রী। ভারতীয় সেনাবাহিনী দেশের জন্য যা করেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ ও সেনাবাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। পুজো দেওয়া হয়ে গেলে অভিনেত্রী বিমানবন্দরের উদ্দেশ্য রওনা দেন।

আরও পড়ুন: Tamannaah Bhatia: সাবানের বিজ্ঞাপনে বিতর্কে তামান্না! এক কাজে পেলেন কত টাকা?
সাফল্য প্রার্থনায় আসেন
অভিনেত্রী একজন বাঙালি। মাঝে মাঝেই তিনি এই মন্দিরে এসে পুজো দিয়ে যান। সম্প্রতি তার ‘মা’ (Maa) ছবি রিলিজ হবে। ছবির সাফল্য প্রার্থনা করতে মায়ের কাছে আসেন। মন্দির চত্বরে তাঁকে দেখার ভিড় উপচে পড়েছিল। তিনি বলেন, তার আগামী ছবি ‘মা’ স্পিরিচুয়াল হরর। ভীষণ শক্তিশালী চরিত্রে তিনি অভিনয় করেছেন। তাঁর আশা সকলের কাছে ভালো লাগবে ‘মা’ (Maa) ছবি।