ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেয়ে কৃষভি এখন একটু বড় হয়েছে। নতুন করে ধারাবাহিকে ফিরেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। তাঁকে দেখা যাবে ‘বুলেট সরোজিনী’তে (Bullet Sarojini)। ইতিমধ্যেই রমরমিয়ে চলছে শুটিংয়ের কাজ। এই ধারাবাহিকে শ্রীময়ীকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। স্বাভাবিক ভাবেই শ্রীময়ীকে এখন ভারী মেকআপ করতে হচ্ছে। জরির কাজ করা শাড়ি, কপালে লম্বা সিঁদুরের টিপ সাথে ভারী গয়না। মায়ের এমন লুক দেখে মেয়ে কৃষভির প্রতিক্রিয়া কেমন? কাঞ্চনই (Kanchan Mullick) বা কী বলছেন? ট্রাইব টিভিকে অভিনেত্রী বললেন, এখন তাঁর দুটো সংসার। মেয়ে নাকি মায়ের উপর বড্ড অভিমান করে! কারণটা কী?
বারংবার নেতিবাচক চরিত্র কেন? (Sreemoyee Chattoraj)
শ্রীময়ীকে (Sreemoyee Chattoraj) বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক চরিত্রে দেখা যায়। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি কঠিন চরিত্র ছাড়া করি না। আমাকে কঠিন চরিত্র ছাড়া নেয় না। সব সময় দুষ্টু, কঠিন, খল, কূটকচালি, জটিলতাতে ভরা, এই সমস্ত চরিত্রে আমাকে কাস্ট করে।”
কাঞ্চনের প্রতিক্রিয়া (Sreemoyee Chattoraj)
বুলেট সরোজিনীতে শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) নতুন লুক দেখে কাঞ্চনের প্রতিক্রিয়া কেমন? যদিও এক্ষেত্রে শ্রীময়ীর স্পষ্ট কথা। বলেন, “কাজের ক্ষেত্রে লুক নিয়ে কাঞ্চন কি বলল ম্যাটার করে না। যা বলার বলবে দর্শক।” তারপর একটু হেসে অভিনেত্রী বলেন, “কাঞ্চনের তো আমার সব লুকই ভালো লাগে। ও শুধু মাঝেমধ্যে আতঙ্কিত হয়ে পড়ে। এত ভিলেনের চরিত্রে অভিনয় করতে করতে ওই বহিঃপ্রকাশটা যেন ঘরে না চলে আসে। এখন আমার মেয়েও আতঙ্কিত হয়ে যাচ্ছে।”
মেয়ের অভিমান
একদিন শুটিংয়ের মেকআপ নিয়ে বাড়ি ফিরেছিলেন শ্রীময়ী। মেয়ে তো মাকে দেখে একটু অবাকই হয়েছে। আসলে কৃষভি এখন খুব ছোট্ট। সে তার মায়ের নতুন লুক দেখে কোথাও গিয়ে যেন একটু অবাক হয়। তবে শ্রীময়ী সিঁদুরের টিপ পরলে খুব পছন্দ করে কৃষভি। লাল রং তার খুব প্রিয়। মায়ের উপর অভিমান করতে শিখে গিয়েছে সে। শ্রীময়ী যখন শুটিংয়ের জন্য বাড়ি থেকে বেরোচ্ছেন, তখন মেয়ে ঘুমাচ্ছে। আর যখন কাজ সেরে বাড়িতে ফিরছেন, তখন মেয়ের ঘুমাতে যাওয়ার সময়। যদিও রাতে মেয়ের সাথে গিয়ে একটু খেলা করেন শ্রীময়ী। মেয়েকে সময় দিতে পারেন।
আরও পড়ুন: Abhishek-Sharly Marriage: মঙ্গলে বিয়ে, প্রকাশ্যে শার্লির সাজ! কেমন লাগছে অভিনেত্রীকে? দেখুন….
ব্যস্ত সময়
কাজ আর সংসার মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। শ্রীময়ী মনে করেন, তাঁর এখন দুটো সংসার। একটা বাড়িতে আর একটা শুটিং সেটে। যেখানে তাকে কাটাতে হয় প্রায় চোদ্দ ঘণ্টা। আর বাড়িতে দশ ঘন্টা।
আরও পড়ুন: Parambrata Chatterjee: “একা হয়ে যাওয়ার দিন” পরমব্রতর পোস্টে মন খারাপ অনুরাগীদের! কী হয়েছে?
সরোজিনীর শাশুড়ির চরিত্রে অভিনেত্রী
আগামী ৫ মে থেকে শুরু হবে শ্রীময়ী অভিনীত বুলেট সরোজিনী ধারাবাহিকের সম্প্রচার। এই ধারাবাহিকে শ্রীময়ীকে দেখা যাবে নায়িকা সরোজিনীর শাশুড়ি রাগিনী চ্যাটার্জির চরিত্রে। এছাড়াও ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন দিয়া বসু, অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বীর শর্মা।