ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবশেষে সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। কেমন দেখতে হল ছোট্ট কৃষভিকে (Kanchan-Sreemoyee)? এপ্রিল মাসের প্রথম দিন যখন অনেকেই মজার ছলে মানুষকে বোকা বানান। ঠিক সেই দিনই কৃষভির ছবি কেনই বা সামনে আনলেন? এর আগেও এক ফ্রেমে মেয়ের সঙ্গে এই তারকা জুটিকে দেখা গিয়েছিল। তবে মেয়ের মুখ ইমোজি দিয়ে আড়াল করে দিয়েছিলেন তাঁরা। এবার আর কোনও রাখঢাক রাখলেন না কাঞ্চন-শ্রীময়ী।
পুনরায় কাজে ফিরেছেন শ্রীময়ী (Kanchan-Sreemoyee)
কৃষভি এখন একটু বড় হয়েছে। শ্রীময়ী ছুটি কাটিয়ে পুনরায় ফিরেছেন কাজে (Kanchan-Sreemoyee)। ‘রক্তবীজ ২’ ছবিতে খুব শীঘ্রই দেখা যাবে কাঞ্চন এবং শ্রীময়ীকে। যেখানে একসঙ্গে তাঁরা স্ক্রিন শেয়ার করেছেন। অপরদিকে কাঞ্চনও থেমে নেই। তাঁর হাতে এখন একের পর এক কাজ। শুধু টলিউড নয়, তিনি পাড়ি জমিয়েছেন বলিউডেও। বলা যেতে পারে, টলিউডের এই তারকা জুটির বৃহস্পতি এখন তুঙ্গে।
মেয়েকে নিয়ে সুখের সংসার (Kanchan-Sreemoyee)
মেয়ে কৃষভিকে নিয়ে সুখের সংসার (Kanchan-Sreemoyee)। সম্পর্ক থেকে শুরু করে বিয়ে, তারপর মেয়ের জন্ম। একের পর এক বিতর্ক ধেয়ে এসেছিল। যদিও তার আঁচ কাঞ্চন শ্রীময়ীর সংসারে পড়েনি। নিন্দুকদের মন্তব্যকে তাঁরা বরাবর এড়িয়ে গিয়েছেন। এই তারকা জুটি বাঁচেন নিজেদের শর্তে । নিজেদের মতো করেই নিজেদের সুখের সংসার গুছিয়েছেন। কাঞ্চন শ্রীময়ীর অনুরাগীরা বহুদিন ধরেই অপেক্ষা করছেন, এই তারকা জুটির মেয়ে কৃষভিকে দেখার জন্য। সেই অপেক্ষার অবসান কি তবে এবার হল?
আরও পড়ুন: Saurav Das: টলিউড ছেড়ে বলিউডে সৌরভ! কোন ছবিতে এন্ট্রি নিলেন?
মেয়ের ছবি প্রকাশ
এপ্রিলের ১ তারিখেই কাঞ্চন এবং শ্রীময়ী তাঁদের মেয়ের ছবি প্রকাশ করেছেন। তবে তা জিবলি আর্টের মাধ্যমে। বিগত বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় শুধু নয়, বরং গোটা বিশ্ব কাঁপছে এই জিবলি আর্টের জ্বরে। যে শিল্প কলাকে ব্যবহার করে ইতিমধ্যেই টলিউডের বহু নায়িকা তাদের প্রেমিককে প্রকাশ্যে এনেছেন। যেহেতু অ্যানিমেটেড আকারে ছবিগুলো থাকে, তাই ঠিক বোঝা যায় না ছবির ব্যক্তি কে। এবার এই আর্টের মাধ্যমে কৃষভিকে সবার সামনে আনলেন কাঞ্চন শ্রীময়ী। তাতেই খুশি অনুরাগীরা।
আরও পড়ুন: Poushmita Goswami: পাশে নেই স্বামী, মা’কে ধরে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী….
কৃষ্ণের সঙ্গে নাম মিলিয়ে মেয়ের নাম
কাঞ্চন এবং শ্রীময়ী দু’জনই কৃষ্ণভক্ত। তাই মেয়ের নাম আদর করে রাখেন কৃষভি। যার অর্থ দয়ালু, পবিত্র এবং বন্ধুত্বপূর্ণ। কৃষ্ণের সঙ্গে নাম মিলিয়ে মেয়ের নাম রেখেছেন তাঁরা। গত পাঁচ মাস ধরে কৃষভিকে নিয়ে নানান কথা শোনা গেলেও, এখনও কিন্তু তার দেখা মেলেনি। স্বাভাবিক ভাবেই ছোট্ট কৃষভিকে দেখতে অনুরাগীদের আগ্রহ বড্ড বেশি । ১ এপ্রিল তাঁরা মেয়ের ছবি পোস্ট করেছেন ঠিকই, কিন্তু ছবি দেখে আসল কৃষভিকে চেনা যায়নি। শুধু তাই নয়, কৃষভিকে কাঞ্চন শ্রীময়ী তকমা দিয়েছেন ‘সন্টা পণ্টা’ বলে।