ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাস পূর্ণিমায় (Rash Purnima) শ্রীময়ীর (Sreemoyee) বড় আক্ষেপ। সেকথা শেয়ার করলেন অনুরাগীদের (Kanchan-Sreemoyee) সঙ্গে। মল্লিক (Mullik) পরিবারে এসেছে ছোট্ট খুদে। সবাই এখন তাকে নিয়েই ব্যস্ত। কৃষভি রোজ নতুন জামা পরছে। মেয়ের নামেও রয়েছে কৃষ্ণ যোগ। তাই আনন্দে আঁতুরে কাঞ্চনের (Kanchan-Sreemoyee) বাড়িতে আয়োজন করা হল, রাস পূর্ণিমার পুজো।
কৃষ্ণ ভক্ত দম্পতি (Kanchan-Sreemoyee)
কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ মল্লিক (Kanchan-Sreemoyee), এই তারকা দম্পতি কৃষ্ণ ভক্ত। তাই তাদের ছোট্ট আদুরের নাম রেখেছে কৃষভি। মেয়ের জন্মের পর প্রথমবার বাড়িতে আয়োজন হল রাস পুজো। দোল পূর্ণিমায় প্রথম শ্রীময়ী বুঝতে পেরেছিলেন, তিনি মা হতে চলেছেন। তারপর অন্নকুটের দিন, তার ঘর আলো করে কোলে এল ফুটফুটে কন্যা সন্তান। ঈশ্বরে বিশ্বাস করেন। তাই বাড়িতে একের পর এক উৎসব লেগেই রয়েছে।
বার মাসে তেরো পার্বণ (Kanchan-Sreemoyee)
বাঙালি বাড়ি বলে কথা। বারো মাসে তেরো পার্বণ থাকাটা তো স্বাভাবিক। আর শ্রীময়ী সুগৃহিনীর (Kanchan-Sreemoyee) মত প্রত্যেকটা নিয়ম পালন করেন। সমস্ত আচার মেনে চলেন। যদিও এবারে রাস পূর্ণিমায় তিনি ঘর বন্দী। আঁতুর কাটেনি এখনই। মেয়ের বয়স সবেমাত্র চোদ্দ দিন। তবে নিয়মমাফিক পুজো করতে ভুলছেন না। নিত্যদিন বাড়িতে পুজো হচ্ছে। পুরোহিত আছেন, তিনি ইষ্ট দেবতার পুজো করেন। যদিও এবারে রাস পূর্ণিমার জোগাড়ে শ্রীময়ী কাজ করতে পারেননি। তাই আক্ষেপ রয়েছে।
আরও পড়ুন: Aaradhya Bachchan Birthday: ১৩ বছরে পা দিল আরাধ্যা, বলিউডের ব্যতিক্রমী স্টারকিড
নিজের হাতে করেন পুজোর কাজ
প্রতিবছর তিনি নিজের হাতে পুজোর জোগাড় করেন। ভোগ রান্না করেন। আর এসব কাজ করতে তিনি ভালোবাসেন। কিন্তু যেহেতু আঁতুর রয়েছে, তাই ঠাকুরের আসন স্পর্শ করতে পারছেন না। সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়েছেন, পুরোহিতের উপর। বাড়িতে কিভাবে পুজোর আয়োজন করেছিলেন, তার কিছুটা ঝলক তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে কীর্তন আর পুজোর কিছু কিছু দৃশ্য। ক্যাপশনে লিখেছেন ‘রাধে রাধে’।
ভিডিয়ো
কাঞ্চন মল্লিক যে ছোট্ট ভিডিয়োটি শেয়ার করেছিলেন, সেখানে দেখা যাচ্ছে কাঁধে মাথা রেখে শুয়ে আছেন শ্রীময়ী। তিনি বলছেন, “বাড়িতে রাস পূর্ণিমার পুজো। তবে এবার আমরা পুজোর কাজে কিছুই হাত দিতে পারছি না। তাই একটু ছবি তুলছি।” আর সম্ভবত এটাই প্রথম হল। এই বছর একেবারেই পুজোর আয়োজনে হাত লাগাতে পারলেন না শ্রীময়ী। যদিও পুজো হয়েছে নিয়ম মেনে।
আরও পড়ুন: Haati Haati Paa Paa: চিরন্তন সম্পর্কের গল্প বলবেন রুক্মিণী, হাঁটি হাঁটি পা পা-তে প্রচুর সারপ্রাইজ
মেয়েকে নিয়ে ব্যস্ত
আপাতত মেয়েকে নিয়েই ব্যস্ত এই তারকা দম্পতি। শ্রীময়ী এখন বাড়িতেই রয়েছেন। তবে কাঞ্চন মল্লিকের ছুটি নেই। ওদিকে মেয়ে এখন বড়ই ছোট। অন্যান্য শিশুর মত সেও রাতে জাগছে, আর দিনে ঘুমাচ্ছে। মেয়েকে কোলে নিয়ে রাত জাগছেন কাঞ্চন আর শ্রীময়ী। শ্রীময়ীর কথা অনুযায়ী, তাদের মেয়ে ভীষণ চঞ্চল হবে। কাঞ্চনের মতো চঞ্চল, আর তার মত জেদি হবে। এখন থেকেই মেয়েকে সামলাতে নাজেহাল হচ্ছেন তিনি। তবে কৃষভি এখন খুবই ছোট। তার মুখ প্রকাশ্যে আনেননি এই তারকা দম্পতি। ছোট্ট খুদেকে দেখতে অপেক্ষা করছেন অনুরাগীরা।