ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা দেশকে কার্গিল বিজয় দিবসের (Kargil Vijay Diwas) শুভেচ্ছা জানিয়েছেন।
জাতীয় স্তরে পালিত হল কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas)
শনিবার সারা দেশে উদযাপিত হল কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas)। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের বীর সেনাদের আত্মত্যাগ ও সাহসকে শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক নেতারা শ্রদ্ধার্ঘ্য জানান।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ একাধিক নেতার শ্রদ্ধা (Kargil Vijay Diwas)
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্সে বার্তা দিয়ে লেখেন (Kargil Vijay Diwas), “কার্গিল বিজয় দিবস উপলক্ষে আমি আমাদের সেই সাহসী সেনানীদের প্রতি হৃদয় থেকে শ্রদ্ধা জানাই, যারা মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এই দিন আমাদের জওয়ানদের অসাধারণ সাহস, দৃঢ়তা ও অটুট সংকল্পের প্রতীক। তাঁদের আত্মত্যাগ সর্বদা দেশের নাগরিকদের অনুপ্রেরণা জোগাবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “কার্গিল বিজয় দিবসে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটি মা ভারতীর সেই সাহসী সন্তানদের অতুলনীয় সাহস ও বীরত্বের কথা স্মরণ করায়, যারা দেশের সম্মান রক্ষার্থে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের দেশপ্রেম এবং আত্মত্যাগ প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে। জয় হিন্দ!”
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, “কার্গিল বিজয় দিবসে আমি সেই বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা কঠিন পার্বত্য অঞ্চলে দেশের সম্মান রক্ষায় অসাধারণ সাহস, ধৈর্য এবং সংকল্প দেখিয়েছেন। কার্গিল যুদ্ধে তাঁদের চরম আত্মত্যাগ ভারতের সশস্ত্র বাহিনীর অটুট মনোবলের চিরন্তন প্রতীক। ভারত তাঁদের ঋণী থাকবে চিরকাল।”
বিরোধী নেতারাও জানালেন শ্রদ্ধা
রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে লিখেছেন, “কার্গিল বিজয় দিবসে আমরা আমাদের বীর সেনা, প্রাক্তন সেনা, তাঁদের পরিবার এবং সমস্ত ভারতবাসীকে জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা। আমরা মাথা নিচু করে শ্রদ্ধা জানাই তাঁদের আত্মত্যাগের প্রতি, যাঁরা কার্গিল যুদ্ধে সাহসিকতার সঙ্গে মাতৃভূমির প্রতিরক্ষা করেছিলেন। তাঁদের দৃঢ় মনোবল চিরকাল অনুপ্রেরণা জোগাবে। জয় হিন্দ।”
লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, “কার্গিল বিজয় দিবসে আমি তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই, যাঁরা দেশের রক্ষায় নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। ভারত তাঁদের এবং তাঁদের পরিবারের কাছে চিরকাল ঋণী থাকবে। জয় হিন্দ!”
কার্গিল বিজয় দিবসের তাৎপর্য
প্রতি বছর ২৬ জুলাই তারিখে কার্গিল বিজয় দিবস পালিত হয়। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে পাকিস্তানের অনুপ্রবেশকারীদের পরাজিত করে ভারতীয় সেনাবাহিনী বিজয় অর্জন করেছিল। এই দিনটি ভারতের সশস্ত্র বাহিনীর অদম্য সাহস, আত্মত্যাগ ও দেশের প্রতি নিষ্ঠার স্মরণ হিসেবে পালন করা হয়।