ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: করিশ্মা কাপুরের (Karisma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) মৃত্যুর পর তাঁর সম্পত্তি নিয়ে শুরু হয়েছে তুমুল অশান্তি। সম্পত্তির মালিক কে হবেন? কত টাকা পেতে পারেন করিশ্মা? মৌমাছির কারণে হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয় কাপুর, এমন খবর প্রকাশ্যে এসেছিল সেই সময়। তবে বর্তমানে বলা হচ্ছে তাঁর মৃত্যু হয়েছে অস্বাভাবিক কারণে। এমনই দাবি করছেন সঞ্জয় কাপুরের মা।
অন্য দাবি তোলা (Karisma Kapoor)
১২ জুন লন্ডনে হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয় কাপুর (Karisma Kapoor)। জানা গিয়েছিল মৌমাছির কারণে এমন দুর্ঘটনা। কিন্তু সম্প্রতি সঞ্জয় কাপুরের মা রানী কাপুর দাবি করছেন, সঞ্জয়ের মৃত্যু স্বাভাবিক নয়, তাঁকে হত্যা করা হয়েছে। কেন এমন দাবি করলেন তিনি? শোনা গিয়েছে, রানী কাপুরের কাছ থেকে জোর করে কয়েকটি কাগজে সই করিয়ে নেওয়া হয়। যার ফলে তিনি নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না। তাই সঞ্জয়ের মা মনে করছেন সঞ্জয়কে হত্যা করা হয়েছে।
অবর্তমানে দায়িত্ব নেওয়া (Karisma Kapoor)
করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর সঞ্জয় কাপুর সামাইরা ও কিয়ানের জন্য ১৪ কোটির বন্ড কিনে রেখেছিলেন। শোনা গিয়েছিল সঞ্জয় মৃত্যুর পর তাঁর কোম্পানির দায়িত্ব নিতে পারেন সঞ্জয় ও করিশ্মার মেয়ে সামাইরা। কিন্তু আদৌ তা হয় না। সঞ্জয়ের অবর্তমানে তাঁর কোম্পানির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন দ্বিতীয় স্ত্রী প্রিয়া কাপুর। সঞ্জয়ের সম্পত্তির পরিমান প্রায় ৩০,০০০ কোটি টাকা। তবে কী সম্পত্তি নিয়ে বিবাদ? কিছুই প্রকাশ্যে আসেনি। আর এরই মাঝে সঞ্জয়ের মায়ের দাবি যেন আরও রহস্য করে তুললো সঞ্জয়ের মৃত্যুকে।
গুঞ্জন বলছে অন্য কথা
বলিউড গুঞ্জনে যদিও শোনা গিয়েছিল করিশ্মা কাপুর (Karisma Kapoor) সঞ্জয়ের সম্পত্তির ভাগ চান না। কিন্তু এরই মাঝে রটে গিয়েছে, সঞ্জয়ের ৩০,০০০ কোটির ভাগ চেয়েছেন করিশ্মা। ফলে বিবাদ শুরু হয়েছে। যদিও সঠিক কারণ জানা নেই। অন্যদিকে করিশ্মার তরফ থেকেও কিছু প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন: Ayendri Roy: টলিউডে ওজন দিয়ে বিচার, কাজ হারাচ্ছেন নায়িকারা! বোমা ফাটালেন আয়েন্দ্রি
সমস্ত অধিকার
অন্যদিকে গুঞ্জন বলছে, সঞ্জয়ের মা ইতিমধ্যেই সোনা কমস্টারের আসন্ন বার্ষিক সাধারণ সভা স্থগিত করার কথা জানিয়েছেন। নতুন পরিচালক নিয়োগেও সতর্কতা অবলম্বন করার কথা ভাবছেন তিনি। তাঁর আইনজীবী বৈভব গাগার মতে, এখনও কোনও আইনি পদক্ষেপ নেওয়া না হলেও রানী কাপুরের হাতে সমস্ত অধিকার রয়েছে। প্রয়োজনে তিনি আইনি পথে হাঁটতে পারেন।
আরও পড়ুন: Abhishek Banerjee: দুর্ধর্ষ অ্যাকশনে কলকাতায় বইবে রক্তগঙ্গা! বাংলায় হচ্ছে ‘অ্যানিম্যাল’?
প্রসঙ্গত করিশ্মা কাপুর (Karisma Kapoor) ও সঞ্জয় কাপুরের বিয়ে হয়ে ২০০৩ সালে। তাঁদের দাম্পত্যে দুটি সন্তান আছে। ২০১৪ সালে তাঁরা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন। ২০১৬ সালে বিচ্ছেদ চূড়ান্ত হয়। পরে সঞ্জয় বিয়ে করেন প্রিয়া সাচদেবকে।