ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: “বড় বড় শহরে এরকম ঘটেই থাকে” (Karnataka Minister On Molestation) শাহ্রুখ খানের বিখ্যাত এক সিনেমার ডাইলগ। তবে এই কথা এবারে বললেন স্বয়ং কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। বেঙ্গালুরুর বিটিএম লেআউট এলাকায় ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। যা নিয়ে শোরগোল পড়ে গেলে এলাকায়। জানা যাচ্ছে একটি সরু গলি দিয়ে হেঁটে আসছিলেন দুই তরুণী। হঠাৎ পিছন থেকে এক যুবক এসে তাঁদের মধ্যে একজনের উপর ঝাঁপিয়ে পড়ে। জাপটে ধরে ওই তরুণীর যৌন হেনস্তা করে পালিয়েও যায়! সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই ভয়ংকর ভিডিও। এই ঘটনা প্রসঙ্গে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অজ্ঞাত পরিচয় (Karnataka Minister On Molestation)
গত ৩ এপ্রিল ঘটেছে বেঙ্গালুরুর বিটিএম লেআউট এলাকার সিসিটিভিতে পুরো ঘটনা ধরা পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দুই তরুণী হেঁটে আসছেন। আচমকাই পিছন থেকে এক যুবক ধাওয়া করে এসে তাঁদের মধ্যে একজনকে জড়িয়ে ধরে। এমনকী ওই তরুণীর বুকেও হাত দেয়! তাঁরা দু’জন মিলে প্রতিরোধ করতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অজ্ঞাত পরিচয় অভিযুক্ত যুবক (Karnataka Minister On Molestation)। পরে ওই দু’জন সেখান থেকে হেঁটে চলে যান। এই ফুটেজ প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে।
মন্তব্য শুনে সকলেই তাজ্জব (Karnataka Minister On Molestation)
এই ঘটনা প্রসঙ্গে এ দিন জি পরমশ্বর (Karnataka Minister On Molestation) বলেন, ‘এরকম ঘটনা তো বেঙ্গালুরুর মতো বড় শহরগুলিতে আকসার ঘটেই থাকে।’ স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে ওই মন্তব্য শুনে সকলেই তাজ্জব বনে গিয়েছেন। শুরু হয়েছে বিতর্ক। যদিও পাশাপাশি শ্লীলতাহানির ওই ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন জি পরমেশ্বর। পুলিশকে বিভিন্ন এলাকায় টহল বাড়ানোরও নির্দেশও দিয়েছেন তিনি। মামলা দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৪বি ধারায়।
আরও পড়ুন: Women Stabbed In Delhi: দিল্লির রাস্তায় পর পর কোপ তরুণীকে, গ্রেফতার তারই বন্ধু
প্রশ্ন মেয়েদের নিরাপত্তা নিয়ে
এই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে প্রযুক্তির শহরে মেয়েদের নিরাপত্তা নিয়ে। তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে ওই অজ্ঞাত পরিচয় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে বেঙ্গালুরু পুলিশ। আপাতত সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই তরুণীদের এবং অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে ঘিরে ওই এলাকার বাসিন্দাদের মধ্যেও অসন্তোষ শুরু হয়েছে।