Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১০০ দিন অতিক্রান্ত। আর এই ১০০ দিনে এখনও বহু সিনেমা হলে রমরমিয়ে চলছে ‘খাদান’ (Khadaan)। বক্স অফিসে ছবিটা যে ঝড় তুলেছে, তা বলাই বাহুল্য। ২৯শে মার্চ দেব (Dev) সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাগ করে নিলেন কিছু ছবি। যেখানে দেখা গেল তাঁর সামনে প্রচুর অনুরাগীদের ভিড়। টলিউড সুপারস্টার (Tollywood Superstar) দেবকে দেখতে যে অনুরাগীরা ভিড় জমিয়েছেন সেটাই স্বাভাবিক। কিন্তু তাদের তালিকায় রয়েছে খাদানও।
‘খাদান’ লড়াই জারি (Khadaan)
বক্স অফিসে টানা ১০০ দিনের পথ অতিক্রান্ত করল ‘খাদান’ (Khadaan)। সাফল্যের এই লড়াই এখনও জারি রয়েছে। দেব অনুরাগীদের যে বিষয়টা সব থেকে বেশি ভালো লেগেছে, ছবিটির ১০০ দিন হয়ে যাওয়ার পরেও মাঠে নেমে কাজ করছেন দেব। ছবি প্রচারে ব্যস্ত তিনি।
অনুরাগীর আক্ষেপ (Khadaan)
এক অনুরাগী তো আবার আক্ষেপের সুরে লিখেও ফেললেন ,”কলকাতার একটাও হলে নেই। অন্ততপক্ষে এক মাস ধরে। আমি আমার ঠাকুমাকে দেখাতে চেয়েও পারলাম না”। অর্থাৎ স্পষ্ট এখনও পর্যন্ত দর্শক মহলে সিনেমা হলে গিয়ে ‘খাদান’ (Khadaan) দেখার যথেষ্ট চাহিদা রয়েছে।

রঘু ডাকাত নিয়ে উচ্ছ্বাস
খাদানকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের দৃশ্যই অনুরাগীরা পুনরায় দেখতে চায় রঘু ডাকাতে। সে কথা অনুরাগীরা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে দেবের যে লুক, সেটা দেখে অনেক অনুরাগীর আবার মন্তব্য “পুরো রঘু ডাকাতের মতো লাগছে।” রঘু ডাকাত অর্থাৎ দেবের খাদান পরবর্তী ছবি নিয়েও দর্শক মনে কম কৌতূহল নেই।
চম্পাহাটিতে দেব
সম্প্রতি খাদানের ১০০ দিন উদযাপন উপলক্ষে দেবকে দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির ইলোরা সিনেমা হলে। সিনেমা হলের ছাদ থেকে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় দেবকে। সিনেমা হলে প্রবেশ করতেই চারিদিক থেকে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা।
আরও পড়ুন: Salman Khan: সেটে সলমনের দাদাগিরি, ভেঙেছে হাড়! পিঠ বাঁচাতে কী বললেন অভিনেতা?
অভিনব প্রচার কৌশল
গত বছর অর্থাৎ ২০২৪ এর শেষের দিকের কথা। একদিকে যখন বড়দিনের উৎসব, তখন অপরদিকে ছিল টলিউডের সুপারস্টার দেবের জন্মদিন। তার মাঝেই মুক্তি পায় ‘খাদান’। স্বাভাবিক ভাবেই উৎসবের আমেজ দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এখন কিন্তু সেই আমেজের রেশ রয়ে গিয়েছে। গত ২০ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পায় দেব, যিশু সেনগুপ্ত, ইধিকা পাল অভিনীত ‘খাদান’। তার আগে থেকেই ছবির অভিনব প্রচার নিয়ে নয়া কৌশলে মাঠে নেমে পড়েন দেব। খাদান টিম নিয়ে পৌঁছে যান বাংলার কোণে কোণে। ডিসেম্বরের শুরুতেই সেই জার্নি শুরু করেছিলেন। আর এবার ইলোরাতে দেবকে দেখে বোঝা গেল, তিনি সেই জার্নি এখনও থামাননি। খাদান টিমের বেঙ্গল ট্যুর শুরু হয়েছিল ডিসেম্বরের ৫ তারিখ থেকে। এখনও মাঠে নেমে কাজ করে যাচ্ছেন টলিউড সুপারস্টার।