ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তখন মাঝরাত। হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু দেবের (Dev) ‘খাদান’ (Khadaan) দেখা চাই। সিনে প্রেমীরা পৌঁছে গেলেন সিনেমা হলে। রাত ২ টোয় শো, একদম হাউসফুল। এই চিত্রটা রায়গঞ্জের (Khadaan in Raiganj)। যেখানে শীত দেব ভক্তদের বাড়িতে আটকে রাখতে পারেনি। ট্রাইব টিভির ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। ভিডিওটি দেখে উচ্ছ্বসিত দেব। নিজের প্রোফাইলে ভিডিওটি শেয়ার করলেন। ক্যাপশনে লিখলেন, ” নতুন যুগের সূচনা হয়েছে”। সত্যি! বাংলা সিনে দুনিয়ার নতুন যুগ। অনেকদিন পর অ্যাকশনে ভরা মনের মতো কমার্শিয়াল মুভি পেল বাংলা বক্স অফিস। বলছেন দেব অনুরাগীরা।
জিতের বার্তা (Khadaan in Raiganj)
বাংলায় এই ধরনের মাস কমার্শিয়াল ছবি আরও বেশি করে চাই (Khadaan in Raiganj)। যেখানে থাকবেন দেব। এমনটাই বললেন টলিউডের আর এক সুপারস্টার জিৎ। গোটা ‘খাদান’ টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানালেন। দেবকে বার্তা দিলেন।
বাংলা সিনেমায় ইতিহাস লিখল ‘খাদান’ (Khadaan in Raiganj)
২০২৪ এর ২০ ডিসেম্বর, গোটা ‘খাদান’ টিমের জন্য একটা বিশেষ দিন (Khadaan in Raiganj)। কিন্তু তার কয়েকদিন আগে শো পাওয়া নিয়ে দেবের গলায় একটু আফসোসের সুর শোনা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় অভিমান করে, কিছুটা রাগ থেকে লিখেছিলেন, অ্যাডভান্স বুকিং শুরু না হওয়ায় তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। যদিও তার কয়েক ঘণ্টা পর পরিস্থিতি বদলাতে থাকে। তারপর ২০ ডিসেম্বর মাঝ রাত থেকেই পুরো চিত্রটা বদলে গেল। বাংলা সিনেমায় নতুন ইতিহাস লিখল ‘খাদান’। এই প্রথম রাত ২টোয় ফার্স্ট ডে’র ফার্স্ট শো হাউসফুল হল। যদিও এই নজির কলকাতার নয়, রায়গঞ্জে।

আরও পড়ুন: Abhishek-Aishwarya: বিচ্ছেদ হচ্ছে না, মেয়ে আরাধ্যার জন্য এক হলেন অভিষেক-ঐশ্বর্যা!
ভিডিয়ো শেয়ার করলেন দেব
প্রেক্ষাগৃহের বাইরের ছবিটা তখন দেখলে মনে হতে পারে, সন্ধ্যে। যদিও তা একেবারেই ছিল না। রাত ২টোর সময় দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ভিডিওটি দেখে দেব তো অত্যন্ত খুশি। ভিডিওটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখে ফেললেন তাঁর মনের কথা। রায়গঞ্জের এই সিনেমা হলে আসন সংখ্যা ১৬৯টি। অগ্রিম বুকিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হাউসফুল হয়ে যায়। প্রথম দিনের প্রথম শো বলে কথা। তাই রাত ২টো অর্থাৎ সময়টা সিনে প্রেমীদের খুব একটা ভাবায়নি।
আরও পড়ুন: Khadaan: রাত দুটোয় খাদানের রাজত্ব, দেব বললেন বঙ্গে ঝড় এসেছে
দেবের পাশে টলিউডের কলাকুশলীরা
শুধু বাংলার দর্শকই নয়, টলিউডের একাধিক কলাকুশলীরাও দেবের পাশে দাঁড়িয়েছেন। অনেকেই দেবকে শুভেচ্ছা জানাচ্ছেন। কৌশিক গঙ্গোপাধ্যায়ও রায়গঞ্জের এই শো হাউসফুল হওয়ার খবর নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। একই পর্দায় দেব আর যীশু। এটা কি কম বড় পাওনা? দর্শকদের উত্তেজনা যে তুঙ্গে থাকবে, সেটাই তো স্বাভাবিক। জিতু কমল বুক মাই শো থেকে শেয়ার করলেন, বেশ কয়েকটা স্ক্রিনশট। যেখানে বেশ ভালোই বোঝা যাচ্ছে, দর্শক খাদান দেখতে কতটা আগ্রহী। ক্যাপশনে লিখলেন, “এটা বাংলা কমার্শিয়াল ম্যাস ছবি কিন্তু”।