ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় বৃষ্টির জেরে (KMC Leave) জল জমা আটকাতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এবার আগামী অক্টোবর মাস পর্যন্ত নিকাশি বিভাগের সব কর্মীর ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত মূলত নেওয়া হয়েছে যেন শহরের কোথাও জল না জমে, মানুষ সমস্যায় না পড়েন।
সেপ্টেম্বরের শেষ দিক থেকেই শারদোৎসব শুরু (KMC Leave)
পুরসভার এক সূত্রে খবর, সেপ্টেম্বরের শেষ দিক থেকেই শারদোৎসব (KMC Leave) শুরু হচ্ছে শহরে। তার পর একে একে লক্ষ্মীপুজো, কালীপুজো, দীপাবলী এবং ছটপুজোর মতো বড় বড় উৎসব রয়েছে। ফলে বৃষ্টির দিনে যাতে জল জমে না থাকে এবং শহরের নিকাশি ব্যবস্থা সচল থাকে, সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুরসভার কর্মীরা প্রস্তুত (KMC Leave)
মঙ্গলবার সকালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (KMC Leave) জানিয়েছেন, “নিকাশি বিভাগ জরুরি পরিষেবার মধ্যে পড়ে। আমরা চেয়েছি, ভারী বৃষ্টি হলেও কোথাও জল না জমে, এবং সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন।” তিনি জানান, বৃষ্টির জেরে জল জমা আটকাতে পুরসভার কর্মীরা প্রস্তুত রয়েছেন এবং সবার কাজে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
বিভিন্ন অংশে টানা বৃষ্টিতে জল জমে যাওয়ার ছবি
সম্প্রতি কলকাতার বিভিন্ন অংশে টানা বৃষ্টিতে জল জমে যাওয়ার ছবি দেখা গিয়েছে। শহরের উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় কোথাও গোড়ালি সমান, আবার কোথাও হাঁটু পর্যন্ত জল জমে যায়। তবে পুরসভার তরফে জানানো হয়েছে, বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ এলাকায় জল নামিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
আরও পড়ুন: Odisha Bandh: ছাত্রী মৃত্যুতে উত্তাল দেশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘ওড়িশা বনধ’
বৃষ্টির জেরে কিছু কিছু রাস্তায় সমস্যা
তবে বৃষ্টির জেরে কিছু কিছু রাস্তায় সমস্যা তৈরি হয়েছে বলেও জানান মেয়র। তবে তিনি আশ্বাস দিয়েছেন, “আমরা যদি তিন-চার দিন সময় পাই, রাস্তা আগের মতো ঠিক হয়ে যাবে।” তাঁর কথায়, কলকাতার অনেক রাস্তাই এখন ঢালাই করা সম্ভব নয়, কারণ রাস্তার নীচে নানা ধরনের পরিকাঠামো রয়েছে।
পুরসভার নিকাশি কর্মীরা প্রস্তুত
মেয়র আরও বলেন, “আমরা স্বীকার করি, কিছু নিচু এলাকায় এখনও জল জমে। বিশেষ করে বেহালা, ঠাকুরপুকুরের কিছু অংশে নিকাশির সমস্যা এখনো রয়ে গেছে। তবে আগামী দিনে আমরা সেখানেও উন্নত ব্যবস্থা আনব।” পুরসভার এই সিদ্ধান্তে স্পষ্ট, বর্ষার দিনে শহরবাসীর জলযন্ত্রণা কমাতে পুরসভার তরফে আগাম ব্যবস্থা নিতে কোনও খামতি রাখা হচ্ছে না। যতক্ষণ না বর্ষা শেষ হচ্ছে, তত দিন পুরসভার নিকাশি কর্মীরা প্রস্তুত থাকবেন জল জমা আটকাতে।