Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা পুরসভায় (KMC) সম্প্রতি এক বিতর্কের সূত্রপাত ঘটেছে। পুরসভা শিক্ষাবিভাগের এক আধিকারিক বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদে দু’দিন ছুটি দেওয়ার নোটিস জারি করেছিলেন।
শো কজ করা হয়েছে (KMC)
এই ঘটনায় পুর কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা কিছুই (KMC) জানতো না। ওই আধিকারিককে ইতিমধ্যেই শো কজ করা হয়েছে। তিন দিনের মধ্যে তাকে শো কজের উত্তর দিতে বলা হয়েছে।
আলোচনা না করেই নোটিস জারি (KMC)
পুর কমিশনার ধবল জৈন জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই নোটিসটি জারি করা হয়েছিল। তাই পুরসভা ওই নোটিস সম্পর্কে কিছুই জানত না। নোটিসটি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।
ঈদে ছুটি দু’দিন!
কলকাতা পুর এলাকার হিন্দি ও উর্দুভাষী স্কুলগুলির জন্য ছুটির যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে বিশ্বকর্মা পুজোর পরিবর্তে ইদে ছুটির ব্যবস্থা করা হয়েছিল। এই ঘটনায় শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর ধাড়া নোটিসটি জারি করেছিলেন।

শো-কজের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ
মেয়র পারিষদ সন্দীপন সাহা বলেছেন, অভিযুক্ত আধিকারিকের পক্ষ থেকে কী কারণ উপস্থাপন করা হয়, তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।