ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভুয়ো পাসপোর্ট ( Passport Verification News) কাণ্ডের মধ্যেই এ বার পাসপোর্টের পুলিশি যাচাই নিয়ে কড়া সিদ্ধান্তের কথা জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বাংলাদেশের সঙ্গে সীমান্ত নিয়েও সতর্কতার কথা জানান এডিজি জাভেদ শামিম। যারা সন্দেহভাজন আছেন তারা যেন পাসপোর্ট পেতে না পারেন, সেই বিষয়ে এদিন কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে লালবাজার।
বাংলাদেশে অশান্তির ( Passport Verification News) আবহে এ দেশে তথা এ রাজ্যে সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অনুপ্রবেশ ( Passport Verification News)। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে চলছে অবৈধ অনুপ্রবেশের সিন্ডিকেট চক্র। একাধিক কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অবাধে বাংলায় ঢুকে পড়ছে জঙ্গিরাও। সীমান্ত এলাকার নিরাপত্তার খামতি নিয়ে এবার বিএসএফের কোর্টেই বল ঠেললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। একই সঙ্গে পাসপোর্ট ভেরিফিকেশন ( Passport Verification News) নিয়েও কড়া পদক্ষেপের কথা জানান তিনি।
আরও পড়ুন: https://tribetv.in/tmc-news-at-bahngar-areas-saukat-molla-comments-about/
অন্যদিকে রাজ্য পুলিশের এডিজি জাভেদ শামিম বলেন, ”বাংলাদেশে ৭৪ জন জঙ্গিদের ছাড়া হয়েছে। এই সমস্ত বিষয়ে আমরা নজরদারি চালাচ্ছি। আমাদের বর্ডারের এরিয়াটা অনেকটাই। তাই যৌথ প্রয়াসে সমস্ত কাজ করা হচ্ছে। বর্ডারের ওপর আমাদের কন্ট্রোল নেই ( Passport Verification News)। তবে এখানে যেন কোনও ঝামেলা না হয় সেক্ষেত্রে আমাদের নজরদারি চলছে। যারা সন্দেহভাজন আছেন তারা যেন পাসপোর্ট ( Passport Verification News) পেতে না পারেন সেই দিকে আমরা নজরদারি দিচ্ছি।”
আরও পড়ুন: https://tribetv.in/mamata-banerjee-to-visit-sandeshkhali/
আরও পড়ুন: https://tribetv.in/tollywood-news-director-runs-food-shop-on-footpath/
জাল পাসপোর্ট নিয়ে আদালতে ভর্ৎসনার মুখে পড়েছে কলকাতা পুলিশ। প্রকাশ্যে এসেছে, ভেরিফিকেশনের সময় পুলিশি গাফিলতির একাধিক উদাহরণ। পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ের দায়িত্বে এবার থেকে এসপি ও ডিসিপি-রা। ভেরিফিকেশনের একাধিক ফাঁকফোকড় নিয়ে এবার যে রাজ্য পুলিশ কড়া পথে হাঁটছে রবিবার সাংবাদিক বৈঠকে সে কথায় স্পষ্ট করলেন রাজ্য পুলিশের দুই কর্তা।