Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্টার জলসার (Koel-Koushani) ২০২৫ সালের মহালয়ার ‘ মাতৃরূপেণ সংস্থিতা’ বাঙালির শ্রদ্ধা ও আবেগের মধ্যে এক গভীর ছাপ ফেলতে চলেছে । মহালয়ার ভোরবেলায় টেলিভিশনের পর্দায় যখন দেবীর আহ্বান শুরু হয়, তখন সারা বাংলায় ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এক পবিত্র সুর। আর এবারের মহালয়ার সেই আবাহনে মুখ্য মুখ হবে কোয়েল মল্লিক (Koel Mallick) ও কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। দুজনেই টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। মহালয়ার কিছু শুটিংয়ের মুহূর্ত ও নিজেদের ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
কারোর খারাপ না চাওয়া (Koel-Koushani)
কোয়েল মল্লিককে (Koel-Koushani) মহালয়াতে দেখা যাবে দেবী দুর্গা রূপে। পর্দায় তাঁর চোখে মুখে এক অদ্ভুত শান্তি, অথচ কোয়েলের তেজস্বিতা লক্ষ্য করতে পারবেন দর্শক। কোয়েল মল্লিক (Koel Mallick) বলেন , “আমি বিশ্বাস করি, মানুষ যেমন ভাবনা করে, তেমন প্রভাব চারিপাশে ফেলে।” আর এ প্রসঙ্গে তিনি তাঁর খুব ছোট বয়সে ঘটে যাওয়া একটি ঘটনাকে তুলে ধরলেন। কী ঘটনা ? অভিনেত্রীর অংকতে খুব ভয়ে ছিল। তাই তিনি একবার চেয়েছিলেন , তাঁর অংকের স্যার যেন না আসেন ,আর এ কথাটা সত্যিও হয়েছিল। কারণ যেদিন এই কথাটা মনে মনে চেয়েছিলেন, সেই দিন ও তার পরেও দু থেকে তিন দিন তাঁর স্যার আসেননি । জানা গিয়েছিল, তাঁর স্যারের সত্যি সত্যি শরীর খারাপ করেছিল। আর তারপরে থেকেই অভিনেত্রী মনে করেন , কোনও দিনও কোনও অবস্থাতেই কারোর খারাপ চাওয়া উচিত নয় ।
চ্যালেঞ্জিং চরিত্র (Koel-Koushani)
অন্যদিকে কৌশানী মুখোপাধ্যায়কে (Koel-Koushani) দেখা যাবে ভদ্রকালী রূপে। আর এই ভদ্রকালী রূপে শুটিং করার সময় তাঁর অদ্ভুত অভিজ্ঞতা হয়। যেটি শেয়ার করে নিলেন দর্শকদের সাথে। কি বললেন তিনি? তিনি বললেন ,”মা দুর্গা, যদি নিজে আমার উপর না ভর করতেন, তাহলে আমি কখনোই এই চরিত্রকে ফুটিয়ে তুলতে পারতাম না। কারণ এটা আমার জীবনে খুবই চ্যালেঞ্জিং চরিত্র।” তিনি আশা করছেন , তাঁর এই ভদ্রকালীর লুক, অভিনয় দর্শকের খুবই ভালো লাগবে। স্টার জলসার পরিবারের অর্থাৎ যাঁরা ক্যামেরার পিছনে ছিলেন তাঁরা অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছিলেন , এই ভদ্রকালীর রোল তিনি আগে করেছেন কিনা। তবে অভিনেত্রী প্রথমবার এমন চরিত্রে নিজেকে তুলে ধরলেন।
কী কী করেন পুজোতে ? (Koel-Koushani)
শুধু অভিনয় নয় , দুই অভিনেত্রী অভিনয়ের (Koel-Koushani) গল্পের পাশাপাশি, পুজোর সময় কী কী করতে ভালোবাসেন তাঁরা সে কথাও জানান। দুই অভিনেত্রীর মধ্যে দেখা গেল এক চমৎকার বন্ধুত্বপূর্ণ মুহূর্ত। আর এরই ফাঁকে কথা বললেন পুজোর স্মৃতিচারণ নিয়ে। অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ( Koushani Mukherjee) বললেন,” পুজো মানেই আমার কাছে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা। সাথে ফুচকা খাওয়া।” শুধু তাই নয় অভিনেত্রী বলেন,” পুজোর সময় ঠাকুর দেখে যদি পায়ে ব্যান্ডেড না লাগালাম, তাহলে আর কি ঠাকুর দেখলাম।” আসলে পুজো বাঙালিদের কাছে এক ঐতিহ্যময় স্মৃতি বহন করে । তাই সারা বছর ডায়েট মেনে চললেও পুজোর সময় মানতে নারাজ অভিনেত্রী কৌশানি। অভিনেত্রীর কথায়,” যা ডায়েট আগেই করে নিই, তবে পুজোর কদিন মন খুলে খাওয়া দাওয়া করে নিই।”
ফুচকা চ্যালেঞ্জ!
কোয়েল মল্লিক ( Koel Mallick) ও কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee) একে অপরের পুজোর আলোচনা, শুটিং এসবই আলোচনা করতে করতে অভিনেত্রী কৌশানী কোয়েল মল্লিকের (Koushani Mukherjee) সাথে করলেন ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ! আসলে দুই অভিনেত্রী ফুচকা খেতে ভীষণ ভালোবাসেন। তবে কোয়েল মল্লিক (Koel Mallick) বললেন, “তাঁর সাথে চ্যালেঞ্জ না নিতে। কারণ তাঁর ধারণা তিনি বেশি ফুচকা খেতে পারেন !” অন্যদিকে কৌশানিও বললেন, তিনিও ফুচকা ভীষণ ভালোবাসেন।
আরও পড়ুন: Banke Bihari Temple: সিকিউরিটিকে কলার ধরে ঠাসিয়ে চড়, ক্যামেরায় ধরা পরতেই…
হৃদয়ে স্থায়ী ছাপ ফেলা
এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি ধর্মীয় আলোচনার অনুষ্ঠান ছিল না , বরং সাংস্কৃতিক অনুষ্ঠান বললেও ভুল হয় না। যেখানে মহিলাদের শক্তি, সৌন্দর্য এবং ভক্তির এক অনন্য সংমিশ্রণ তুলে ধরা হয়েছে। এই দিন কোয়েল ও কৌশানির ঈশ্বর ভক্তির আবেগ এবং তাঁদের জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্ত গুলি দর্শকদের সাথে ভাগ করে নেন।