ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্টার জলসায় এসেছে মহিষাসুরমর্দিনীর প্রোমো (Koel Mallick)। মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে কোয়েল মল্লিককে (Koel Mallick)। মহালয়া মানে পুজো শুরু। টিভির পর্দাতে প্রত্যেক বছর দেখা যায় বিভিন্ন জনপ্রিয় অভিনেত্রীদের ‘মহালয়া’র বিভিন্ন চরিত্রে। সেখানে কোন অভিনেত্রীকে দর্শক মহিষাসুরমর্দিনী রূপে দেখতে পাবেন, সেটা নিয়ে আলাদা কৌতূহল থাকে। স্টার জলসায় (star Jalsha) মহিষাসুরমর্দিনী অবতারের ধরা দিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। সাথে আরও জনপ্রিয় অভিনেত্রীদের দেখা গিয়েছে। কী দেখা গিয়েছে প্রোমোতে? কারা কারা থাকছেন?
কী দেখা গিয়েছে প্রোমোতে? (Koel Mallick)
এর আগে জি বাংলাতে মহিষাসুরমর্দিনী রূপে ধরা দিয়েছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। স্টার জলসাতেও মহিষাসুরমর্দিনী অবতারে দেখা গিয়েছিল। তবে ২০২৫ এ তাঁকে আবারও মহিষাসুরমর্দিনী অবতারে দর্শক দেখতে চলেছে স্টার জলসায় (Star Jalsha)। ইতিমধ্যেই তার প্রোমো সামনে এসেছে। ক্যাপশনে লেখা ‘মাতৃরূপেন ও সংস্থিতা। মহালয়ার পূণ্যলগ্নে স্টার জলসার পর্দায় শান্তির আশীর্বাদ সঙ্গে নিয়ে মা আসছেন গজে।’ তবে প্রোমোটি অন্য বছরের তুলনায় একটু আলাদা। অর্থাৎ দর্শক ২০২৫ এ স্টার জলসার পর্দায় মহালয়াকে একটু অন্যরকম ভাবেই অনুভব করতে পারবেন, সেটা আন্দাজ করা যাচ্ছে।
কারা থাকছেন অভিনয়ে? (Koel Mallick)
মহিষাসুরমর্দিনীতি দুর্গা রূপে কোয়েলের (Koel Mallick) সাথে দেখা যাবে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদেরকে। থাকছেন ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের গীতা অর্থাৎ হিয়া মুখার্জি (Hiya Mukherjee)। মা অন্নপূর্ণার ও শিবের ভূমিকায় থাকবেন তৃণা সাহা (Trina Saha) ও ইন্দ্রজিৎ বসু (Indrajeet Bose)। তৃণা ও ইন্দ্রজিৎ জুটি বেঁধেছেন ‘পরশুরাম’ ধারাবাহিকে। সাথে দেখা গিয়েছে কয়েকজন খুদে শিল্পীকেও। তাঁরা লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিক সেজেছেন। তবে তৃণা সাহা ও হিয়া মুখার্জির লুক দর্শকের ভীষণ পছন্দ হয়েছে।
আরও পড়ুন: Nandini-Titiksha: বন্ধুত্ব ভাঙল নন্দিনী-তিতিক্ষার? কারণ নিয়ে ধোঁয়াশা
আলাদা শক্তির অনুভব
দুর্গার রূপে সেজে অভিনয়ের মধ্যে দিয়ে অভিনেত্রী কোয়েল এক আলাদা শক্তি অনুভব করেন, বলে শোনা গিয়েছিল। আসলে দেবী দুর্গা নারী শক্তির এক রূপ। প্রতিবছর পুজোর আগেই মহালয়ার মধ্য দিয়ে নারী শক্তির অনুভব করা যায়।
আরও পড়ুন: Idhika Paul: মহালয়ায় নতুন চমক, দুর্গা রূপে ইধিকা পাল!
ছোট বেলার স্মৃতি
অভিনেত্রী কোয়েল মল্লিকের কথায়, ‘মহালয়া’ এক অন্যরকম অনুভূতি আনে। এই দিন ভোরবেলা ঘুম ভাঙ্গে মহালয়ার সুরে। তারপর ঘুম ঘুম চোখে মহালয়া দেখতে বসা। আর সত্যি এটা শুধু অভিনেত্রীর ক্ষেত্রে নয়, প্রত্যেক বাঙালির মহালয়ার দিন ঘুম ভাঙ্গে। ভোরে দেবী দুর্গার আরাধনার সুর বাঙালির অত্যন্ত কাছের।