ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার মেট্রোযাত্রীদের (Kolkata Metro Fire) জন্য দিন শুরু হয়েছে দুঃসংবাদ দিয়ে। চাঁদনি চক স্টেশনে মেট্রোর একটি রেকে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় স্টেশনে এবং সাময়িক বিঘ্ন ঘটে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটের পরিষেবায়।
শর্ট সার্কিটের জেরে আগুন (Kolkata Metro Fire)
হাওয়া অফিসের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে, এ দিন (Kolkata Metro Fire) পাতাল রেলের পরিবহণেও দেখা গেল সমস্যা। সকাল ৮টা নাগাদ শহিদ ক্ষুদিরামমুখী একটি মেট্রো রেকে শর্ট সার্কিটের জেরে আগুন লাগে। ওই ট্রেনটি চাঁদনি চক স্টেশনে দাঁড়ানো ছিল, তখনই দেখা যায় কামরা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে স্টেশন খালি করা হয় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
যাত্রীদের ভোগান্তি চরমে (Kolkata Metro Fire)
এই ঘটনায় ওই রুটে অন্যান্য স্টেশনেও দাঁড়িয়ে পড়ে একাধিক (Kolkata Metro Fire) মেট্রো। বিশেষ করে সেন্ট্রাল, এসপ্ল্যানেড, মহাত্মা গান্ধী রোডের মতো ব্যস্ত স্টেশনগুলোতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অফিস টাইমে এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।
ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, দ্রুততার সঙ্গে আগুন নেভানো হয় এবং রেকটিকে স্টেশন থেকে সরিয়ে কারশেডে পাঠানো হয়েছে। এর পর ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক করা হয়। তবে মেট্রো কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে এই ঘটনার বিস্তারিত কিছু জানায়নি।
কবি সুভাষ স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ
এ দিকে, নিউ গড়িয়ার সংলগ্ন কবি সুভাষ স্টেশনেও মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। স্টেশনের একটি পিলারে ফাটল দেখা দেওয়ায় নিরাপত্তার খাতিরে আপাতত বন্ধ রাখা হয়েছে যাত্রী চলাচল। প্রাথমিকভাবে ধারণা ছিল, প্ল্যাটফর্ম মেরামতে এক বছর লাগবে। কিন্তু বুধবার মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করে, আগামী ন’মাসের মধ্যেই মেরামত শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Weather Update: আজ রাজ্যে ঝড় বৃষ্টির সতর্কতা, ভারী বৃষ্টির আশঙ্কা ৭ জেলায়, কী বলছে হাওয়া অফিস?
এই মুহূর্তে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবাই চালু রয়েছে দক্ষিণের শেষ স্টেশন হিসেবে। যাত্রীদের চিন্তা, এতে সময়সূচি বিঘ্নিত হবে না তো? তবে মেট্রো রেল জানিয়েছে, শহিদ ক্ষুদিরামে যাত্রী নামিয়ে মেট্রো কবি সুভাষ পর্যন্ত যাবে, এবং সেখান থেকে ঘুরে এসে আবার শহিদ ক্ষুদিরাম স্টেশনে ফিরে আসবে। ফলে পরিষেবা সচল থাকবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।