Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। কলকাতা মেডিকেল কলেজ চত্বরে স্বামীর প্রেমিকার হাতে আক্রান্ত স্ত্রী (Kolkata News)। স্বামীর প্রেমিকার বিরুদ্ধে হাতুড়ি দিয়ে হামলার অভিযোগ স্ত্রীর। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই হিংসাত্মক ঘটনা। পরিকল্পনা করে তার উপর হামলা করা হয়েছে বলে দাবি আক্রান্ত মহিলার। অভিযোগের তির স্বামী ও তার প্রেমিকার বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। আহত প্রিয়াঙ্কাকে উদ্ধার করে হাসপাতালের ইএনটি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করানো হয়।
আক্রান্ত প্রিয়াঙ্কা বৈদ্য জানিয়েছেন, এই হামলার পিছনে রয়েছে তার স্বামী সৌরভ বৈদ্য। যিনি নিজেও একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তার প্রেমিকার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ধরে ফেলায় এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন তিনি।প্রিয়াঙ্কা বৈদ্য আরও বলেন, “রবিবার আমি আমার স্বামী এবং তার প্রেমিকাকে রেড হ্যান্ডেড ধরেছি। তাদের সম্পর্কের প্রমাণও আমার কাছে রয়েছে। আজ আমি কলকাতা মেডিকেল কলেজে তাদের সঙ্গে কথা বলতে এসেছিলাম, কিন্তু তারা আমার সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার করে। যখন আমি তার প্রেমিকাকে বাইরে ডেকে কথা বলতে চাই, তখন সে আমাকে গালিগালাজ করে এবং হঠাৎ করে হাতুড়ি দিয়ে আমাকে আঘাত করে (Kolkata News)।”
আরও পড়ুন: https://tribetv.in/bankura-hs-student-make-tragic-decision-before-exam-str/
এই ঘটনা ব্যক্তিগত বিবাদকে হিংসাত্মক রূপ দেওয়ার বিষয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। প্রিয়াঙ্কা ন্যায়বিচারের দাবি করেছেন এবং জোর দিয়েছেন যে এমন কর্মকাণ্ড পরিবার ও ভবিষ্যৎ ধ্বংস করতে পারে (Kolkata News)। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে এবং প্রমাণ ও বক্তব্যের ভিত্তিতে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।