ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বড়দিনের (Christmas) সাজে সেজে উঠেছে গোটা কলকাতা। উৎসবের মেজাজে শহর থেকে জেলায়। শীতের মিঠে রোদ গায়ে মেখে সকাল থেকেই পর্যটকদের ঢল আলিপুর চিড়িয়াখানা, মিউজিয়াম সহ একাধিক পর্যটন কেন্দ্রে। ভিড়ে ঠাসা ভিক্টোরিয়া থেকে ইকো পার্ক। তবে দিনের আলো কমতেই ভিড়ের ঢল পার্ক স্ট্রিটে। ভিড় বাড়ছে সেন্ট পলস ক্যাথিড্রালের সামনেও। শহর তো বটেই, শহরতলি থেকেও বড়দিনের উন্মাদনায় সামিল হতে এসেছেন বহু মানুষ। একেবারে যেন দুর্গাপুজোর ভিড়।
বড়দিনে (Christmas) শহরে নিরাপত্তা
বড়দিন উপলক্ষ্যে তৎপর কলকাতা পুলিশ (Kolkata Police)। উৎসবের শহরে নিরাপত্তায় পুরোদমে জোর দিচ্ছে কলকাতা পুলিশ। মহিলাদের নিরাপত্তায় বিশেষ জোর দিতে থাকছে উইনার্স টিম। বাড়ানো হয়েছে মহিলা পুলিশের সংখ্যা। বড়দিনের (Christmas) জন্য পার্ক স্ট্রিট এলাকার একাধিক রেস্তরাঁর সামনে কর্তব্যরত অবস্থায় থাকবে কলকাতা পুলিসের উইনার্স টিম।
আরও পড়ুন: Christmas celebration: কেক ছাড়া বড়দিন! ভিড় দোকানে দোকানে
নাকা পয়েন্ট থাকছে গোটা শহরজুড়েই। যে যে স্থান গুলিতে ভিড় হবার সম্ভাবনা রয়েছে সেখানে নিরাপত্তায় প্রায় দু’হাজার পুলিশকর্মী মোতায়েন থাকছে। বিশেষ নজরদারির দায়িত্বে ৮ জন ডেপুটি কমিশনার সহ থাকছেন ৩০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক। বড়দিনের (Christmas) শহরে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর থাকছে ৪০ পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। প্রতিটি অ্যাসিস্ট্যান্ট বুথে ২ জন করে মহিলা পুলিশ থাকছেন। গোটা পার্ক স্ট্রিট জুড়ে করা হয়েছে ১১টি ওয়াচ টাওয়ার। দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য থাকছে ৩টি কুইক রেসপন্স টিম।

পাশাপাশি শহরে বিশেষভাবে যান নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। লালবাজার (Lalbazar) সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার বিকেল ৪টে থেকেই ২৪ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। তবে পার্ক স্ট্রিটের রাস্তা বন্ধ করা হবে কিনা তা নির্ভর করছে কতটা ভিড় হচ্ছে তার উপর। যদি ভিড় বেশি হয় সেক্ষেত্রে জওহরলাল নেহেরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট সহ মিডলটন স্ট্রিটের রাস্তাতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে, বলে জানিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।
আরও পড়ুন: Pous Mela 2024: স্বমহিমায় ফিরছে ঐতিহ্যবাহী পৌষমেলা, কবে শুরু? দেখে নিন দিনক্ষণ…..
এছাড়াও আরও কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ করা হবে বলেও জানা গিয়েছে। মেয়ো রোড ও জওহরলাল নেহেরু রোড দিয়ে আসা গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হবে কিদওয়াই স্ট্রিট দিয়ে। অন্যদিকে, জওহরলাল নেহেরু রোডের দক্ষিণ দিকে যাওয়া গাড়িগুলিকে পার্ক স্ট্রিট উড়ালপুলের কিংবা মেয়ো রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি, ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়া গাড়িগুলির রুটও পরিবর্তন করা হবে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রয়োজনে ক্যাথিড্রাল রোডে যান চলাচলও বন্ধ থাকতে পারে।